গর্ভাবস্থায় কি কি কাজ করা নিষেধ ও গর্ভের সন্তান সুস্থ রাখতে করনীয়

ফটোতে দেখানো হয়েছে একজন গর্ভবতী নারী তার পেটে হাত দিয়ে দাড়িয়ে আছেন।

একজন নারীর জীবনে শারীরিক ও মানসিক উভয় ধরণের পরিবর্তন দেখা যায় গর্ভাবস্থায়। একজন গর্ভবতী নারী চাইলেই সব কিছু করতে পারেন না, কারণ তার উপর পেটের অনাগত বাচ্চার সুস্থতা নির্ভর করে। তাই প্রত্যেক গর্ভবতী নারীকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তাই এই পোস্টের মাথ্যমে আমরা জানবো গর্ভাবস্থায় কি কি করা যাবে আর কি করা যাবেনা।

গর্ভাবস্থায় কি কি কাজ করা নিষেধ ?

গর্ভাবস্থায় একটানা দীর্ঘ সময় কাজ করা শরীরের জন্য খুবি ক্ষতিকর। এ সময় টুকটাক কাজ করতে পারবেন এবং ভারী কাজ করা থেকে বিরত থাকবেন। নিচে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

গর্ভাবস্থায় যে কাজগুলো করা নিষেধ:

  1. ভারী জিনিস তোলা।
  2. উপর হয়ে বা ঝুঁকে কাজ করা।
  3. উঁচু জুতা পরা।
  4. একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা
  5. পা ঝুলিয়ে বসে থাকা।
  6. টাইট ফিট জামা-কাপড় পরা।
  7. ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া।
  8. পেটে চাপ পরবে, এমন কাজ করা।
  9. কাঁচা বা আধসিদ্ধ মাছ, মাংস ও ডিম খাওয়া।
  10. উপর বা চিৎ হয়ে শোয়া
  11. অতিরিক্ত শুয়ে থাকা
  12. চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার এন্টিবায়োটিক গ্রহণ করা।
  13. ঝুঁকিপূর্ণ খেলাধুলা করা।
  14. ধূমপান ও মদ্যপান করা।

এই কাজগুলো এড়িয়ে চললে মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকবে। গর্ভাবস্থা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, এসব কথায় কান না দিয়ে ডাক্তারের পরামর্শে চলতে হবে।

গর্ভের সন্তান সুস্থ রাখতে করনীয়

গর্ভের সন্তান সুস্থ রাখতে হলে গর্ভবতী মাকে আগে সুস্থ, হাসিখুশি ও টেনশন মুক্ত থাকতে হবে। গর্ভের সন্তানকে সুস্থ রাখতে গর্ভবতী মাকে যে সব সতর্কতা অবলম্বন করতে হবে তা নিচে দেওয়া হল।
  1. নিয়মিত গাইনি ডাক্তারের চেকআপে থাকতে হবে।
  2. দুর্ঘটনা হতে পারে এমন কাজ করা যাবে না।
  3. গর্ভের সন্তানের নাড়াচাড়া খেয়াল রাখতে হবে।
  4. সঠিক পরিমান পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
  5. স্বাভাবিক হাঁটাচলা ও সংসারের টুকিটাকি কাজ করতে হবে।
  6. ঠিকমতো ঘুমাতে হবে এবং ঘুমের সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে হবে।
  7. আইরন ও ভিটামিন ট্যাবলেট সেবন করতে হবে (গাইনি ডাক্তারের পরামর্শে)।
  8. প্রয়োজন হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

এই কাজগুলো মেনে চললে গর্ভের সন্তান সুস্থ থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement