গর্ভাবস্থায় কি কি কাজ করা নিষেধ ও গর্ভের সন্তান সুস্থ রাখতে করনীয়
গর্ভাবস্থায় কি কি কাজ করা নিষেধ ?
গর্ভাবস্থায় একটানা দীর্ঘ সময় কাজ করা শরীরের জন্য খুবি ক্ষতিকর। এ সময় টুকটাক কাজ করতে পারবেন এবং ভারী কাজ করা থেকে বিরত থাকবেন। নিচে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
গর্ভাবস্থায় যে কাজগুলো করা নিষেধ:
- ভারী জিনিস তোলা।
- উপর হয়ে বা ঝুঁকে কাজ করা।
- উঁচু জুতা পরা।
- একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা
- পা ঝুলিয়ে বসে থাকা।
- টাইট ফিট জামা-কাপড় পরা।
- ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া।
- পেটে চাপ পরবে, এমন কাজ করা।
- কাঁচা বা আধসিদ্ধ মাছ, মাংস ও ডিম খাওয়া।
- উপর বা চিৎ হয়ে শোয়া।
- অতিরিক্ত শুয়ে থাকা।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার এন্টিবায়োটিক গ্রহণ করা।
- ঝুঁকিপূর্ণ খেলাধুলা করা।
- ধূমপান ও মদ্যপান করা।
এই কাজগুলো এড়িয়ে চললে মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকবে। গর্ভাবস্থা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, এসব কথায় কান না দিয়ে ডাক্তারের পরামর্শে চলতে হবে।
গর্ভের সন্তান সুস্থ রাখতে করনীয়
- নিয়মিত গাইনি ডাক্তারের চেকআপে থাকতে হবে।
- দুর্ঘটনা হতে পারে এমন কাজ করা যাবে না।
- গর্ভের সন্তানের নাড়াচাড়া খেয়াল রাখতে হবে।
- সঠিক পরিমান পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
- স্বাভাবিক হাঁটাচলা ও সংসারের টুকিটাকি কাজ করতে হবে।
- ঠিকমতো ঘুমাতে হবে এবং ঘুমের সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে হবে।
- আইরন ও ভিটামিন ট্যাবলেট সেবন করতে হবে (গাইনি ডাক্তারের পরামর্শে)।
- প্রয়োজন হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
এই কাজগুলো মেনে চললে গর্ভের সন্তান সুস্থ থাকবে।