তোতাপুরি ছাগল চেনার উপায় ও তোতাপুরি ছাগল পালন পদ্ধতি
তোতাপুরি ছাগল চেনার উপায়:
তোতাপুরি ছাগলের মুখের গঠন তোতাপাখির মতো। যে কারণে এদের নাম হয়েছে তোতামুখী ছাগল। এদের কান লম্বা আকৃতির হয় এবং দৈহিক গঠন দেশীয় যেকোনো জাতের চেয়ে অনেক বড় এবং ওজনে বেশি হয়। বছরে ২বার ৬মাস পর পর ২টি করে বাচ্চা দেয় (অনের সময় ৩টিও বাচ্চা দিয়ে থাকে)। তোতাপুরি ছাগলের গায়ের রং বিভিন্ন রকমের হয়ে থাকে।
তোতাপুরি বা তোতামুখী হলো একটি উন্নতজাতের ছাগল। সাধারণত এই জাতের ছাগলের গড় ওজন ৮০ - ১০০ কেজি হয়ে থাকে। মানুষ তোতাপুরি ছাগলের প্রতি একটু বেশি আগ্রহী কারণ এরা দেখতে অন্যান্য জাতের ছাগলের চেয়ে একটু আলাদা এবং মুখ বাঁকা।
তোতাপুরি ছাগল পালন পদ্ধতি:
তোতাপুরি ছাগল পালন করা খুবি সহজ। নিচে তোতাপুরি ছাগল পালন পদ্ধতি বর্ননা করা হল:
- তোতাপুরি ছাগলের কৃমি ও সর্দি ছাড়া তেমন আর কোনো রোগ হয় না।
- এদের প্রতিষেধক দিয়ে দিলে মৃত্যুর আশঙ্কা থাকে না কারণ এদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়।
- তোতাপুরি ছাগলের খাবার-দাবার খুবি সহজলভ্য এবং খাবারে আলাদা কোনো বাছ-বিচার নেই।
- এরা সাধারণত ঘাস, দানাদার খাবার, বুট-ছোলার ভুসি ও ভাতের মাড় খায়।
তোতাপুরি ছাগল দেখতে সুন্দর, আকারে বড় ও ওজনেও বেশী হওয়ার কারণে বাজারদর অনেক ভালো পাওয়া যায়। যে কারণে তোতাপুরি ছাগল পালন করতে মানুষের আগ্রহ অনেক বেশি।
তোতাপুরি ছাগল পালন করার জন্য আলাদা কোনো নিয়ম নেই। সাধারণ ছাগল যেভাবে লালন-পালন করেন, সে ভাবেই এদেরকে পালন করবেন।
তোতাপুরি ছাগল দাম:
তোতাপুরি ছাগলের দাম বয়স ও আকার-আকৃতির উপর নির্ভর করে ভিন্ন রকমের হয়ে থাকে। তবে ৩ - ৪ মাসের একটি বাচ্চা তোতাপুরি ছাগল এর দাম ১০-২৫ হাজার টাকা এবং পূর্ন বয়স্ক একটি তোতাপুরি ছাগল এর দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা হয়ে থাকে।