পাওয়ার সেক্টর প্রশ্ন | পাওয়ার সেক্টর mcq (৭৫+)

পাওয়ার সেক্টর প্রশ্ন

পাওয়ার সেক্টর এর গুরত্বপূর্ণ প্রশ্ন mcq আকারে নিচে দেয়া হয়েছে। এই প্রশ্নগুলো পড়লে বর্তমান পাওয়ার সেক্টর সম্পর্কে খুব ভাল ধারণা অর্জন করতে পারবেন।

১। নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? (৩৪ তম বিসিএস- ২৪-০৫-১০১৩)
(ক) তামা
(খ) সোনা
(গ) রূপা ✓
(ঘ) কার্বন

২। কোন শিল্প বিপ্লবের সাথে বিদ্যুৎ আবিষ্কারের সম্পর্ক রয়েছে? (বিআরইবি সহকারী পরিচালক ২০-০১-২০২৩)
(ক) প্রথম
(খ) দ্বিতীয় ✓
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ

৩। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? (শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ১১-১২-২০১০)
(ক) প্রাকৃতিক গ্যাস ✓
(খ) খরস্রোতা নদী
(গ) খনিজ তৈল
(ঘ) উপরের সবগুলো

৪। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস___ (১৮ তম বিসিএস ০২-০৫-১৯৯৭)
(ক) পাহাড়ি নদী
(খ) খনিজ তেল
(গ) প্রাকৃতিক গ্যাস
(ঘ) ওপরের সবগুলোই ✓

৫। বাংলাদেশে মাথাপিছু কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়? (Bangladesh Bank- ১৯৮৬)
(ক) ৩০ ইউনিট
(খ) ৭৫ ইউনিট ✓
(গ) ৫০ ইউনিট
(ঘ) ১৫ ইউনিট

৬। "পায়রা" কয়লাভিত্তিক "বিদ্যুৎ" কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বা উৎপাদনশীল সম্পদ কত মেগাওয়াট? (বিআরইবি উপসহকারী প্রকৌশলি- ২৬-০৫-২০২৩)
(ক) ৬৬০
(খ) ৮০০
(গ) ১০০০
(ঘ) ১৩২০ ✓

৭। দেশের একমাত্র "পানি বিদ্যুৎ" কেন্দ্রটি কোথায় আবস্থিত? (৭ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা- ২০১১ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষা- ২০১০)
(ক) আশুগঞ্জ
(খ) ভেড়ামারা
(গ) কাপ্তাই ✓
(ঘ) ঘোড়াশাল

৮। কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে? (টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক- ২৭-০৮-২০০৪)
(ক) ১৯৫৯ সালে
(খ) ১৯৬০ সালে
(গ) ১৯৬১ সালে
(ঘ) ১৯৬২ সালে ✓

৯। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- (বিআরইবি সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর- ৩১-০৩-২০১৭)
(ক) প্রাকৃতিক গ্যাস ✓
(খ) ডিজেল
(গ) ফার্নেস ওয়েল
(ঘ) কয়লা

১০। "বিদ্যুৎ" শব্দের সমার্থক শব্দ কোনটি? ("পিকেএসএফ" এর অ্যাসিসট্যান্ট ম্যানেজার- ২০১৪)
(ক) দ্রম
(খ) প্রভাকর
(গ) ক্ষণপ্রভা ✓
(ঘ) সুধাকর

১১। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? (বিআরইবি সহকারী পরিচালক- ২০-০১-২০২৩)
(ক) ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী
(খ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ✓
(গ) জনাব মো. ফরহাদ হোসেন
(ঘ) জনাব নসরুল হামিদ

১২। যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে__ (পরিকল্পনা মন্ত্রণালয় ১৬-১১-২০০২)
(ক) এ্যামিটর
(খ) অ্যাডাপটর
(গ) মোটর
(ঘ) ডায়নামো ✓

১৩। বাংলাদেশে সর্বপ্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? (পররাষ্ট্র মন্ত্রণালয়- ১৩-০১-২০১৭)
(ক) বগুড়া
(খ) পাবনা ✓
(গ) রাজশাহী
(ঘ) কুষ্টিয়া

১৪। কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই? বিআরইবি কম্পিউটার মুদ্রাক্ষরিক- ২৪-০৩-২০২৩)
(ক) বান্দরবান ✓
(খ) পঞ্চগড়
(গ) কক্সবাজার
(ঘ) সাতক্ষীরা

১৫। বিদ্যুৎ প্রবাহের একক__ (প্রা. বি. প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ ও ২০১৩)
(ক) ওয়াট
(খ) ভোল্ট
(গ) এম্পেয়ার ✓
(ঘ) জুল

১৬। বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কি? (FWV প্রশিক্ষণার্থী- ২৮-০৬-২০১৩)
(ক) সৌরশক্তি ✓
(খ) পারমাণবিক শক্তি
(গ) গ্যাস
(ঘ) পানি

১৭। সৌর কোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা যেতে পারে যদি এর সাথে থাকে___ (১১তম বিসিএস- ১৯৯০, ১৯৯১)
(ক) জেনারেটর
(খ) ক্যাপাসিটার
(গ) ট্রান্সফরমার
(ঘ) স্টোরেজ ব্যাটারি ✓

১৮। "বিদ্যুৎ" উৎপাদনের জ্বালানি হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়__ (৩৮তম বিসিএস- ২০১৭)
(ক) ডিজেল
(খ) প্রাকৃতিক গ্যাস ✓
(গ) কয়লা
(ঘ) ফার্নেস অয়েল

১৯। বিদ্যুৎ হচ্ছে__ (FWV প্রশিক্ষণার্থী- ২৮-০৬-২০১৩)
(ক) অলৌকিক বস্তু
(খ) স্থীর বস্তু
(গ) শক্তি ✓
(ঘ) প্রাকৃতিক সম্পদ

২০। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো__ (BPSC জুনিয়র ইন্সট্রাক্টর- ১৮-০৩-২০২৩)
(ক) Uranium-238
(খ) Uranium-235 ✓
(গ) Plutonium 239
(ঘ) Uranium-233

২১। দূরবর্তী বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আনার জন্য উচ্চ ভোল্টেজ ব্যবহারের কারণ__ (১০তম বিসিএস- ১৯৮৯-১৯৯০, বিআরইবি সহকারী সচিব- ২০১৩)
(ক) এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
(খ) প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
(গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
(ঘ) এতে বিদ্যুতের অপচয় কম হয় ✓

২২। আকাশে বিদ্যুৎ চমকায়__ (৩১ তম বিসিএস- ২৭-০৫-২০১১)
(ক) মেঘের অসংখ্য "বরফকণা বা জলকণার" মধ্যে চার্জ সঞ্চিত হলে ✓
(খ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
(গ) দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
(ঘ) মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে

২৩। "বিদ্যুৎ" বিল পরিশোধ করার সময় আমরা যে বিল পরিশোধ করি তা কিসের জন্য__ (মন্ত্রনালয়ের সহ: পরিচালক- ২০০৩)
(ক) ক্ষমতা
(খ) শক্তি ✓
(গ) ভোল্টেজ
(ঘ) কারেন্ট

২৪। রংপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? (শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১১তম- ২০১৪, সহ: হিসাবরক্ষণ কর্মকর্তা- ২০২২)
(ক) কেরানীগঞ্জ, ঢাকা
(খ) কপ্তাই, রাঙামাটি
(গ) ঈশ্বরদী, পাবনা ✓
(ঘ) ভেড়ামারা, কুষ্টিয়া

২৫। দেশের মোট "বিদ্যুৎ" উৎপাদনের কত % ঢাকা শহর গ্রহণ করে? (বিপিএসি সরকারী ইঞ্জিনিয়ার- ২৪-০১-২০২২)
(ক) ৩০%
(খ) ৪৬%
(গ) ৫০%
(ঘ) কোনোটিই নয় ✓

২৬। SDG এর কত নম্বর Goal এ "নির্ভরযোগ্য, সাশ্রয়ী, টেকসই এবং আধুনিক বিদ্যুৎ সরবরাহ" করার কথা বলা হয়েছে? (বিআরইবি সহকারী পরিচালক- ২০-০১-২০২৩)
(ক) Goal 06
(খ) Goal 07 ✓
(গ) Goal 08
(ঘ) Goal 09

২৭। জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কে? (বিআরইবি মিটার টেস্টার- ০২-০৬-২০২৩)
(ক) রফিকুল ইসলাম
(খ) নসবুল হামিদ
(গ) শেখ হাসিনা ✓
(ঘ) ডঃ তৌফিক ই ইলাহী চৌধুরী

২৮। পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? (মন্ত্রিপরিষদ বিভাগ- ১০-০৩-২০২৩)
(ক) পটুয়াখালী ✓
(খ) রাজশাহী
(গ) বরিশাল
(ঘ) রংপুর

২৯। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে? (বিআরইবি মিটার টেস্টার- ০২-০৬-২০২৩)
(ক) ১৯১২
(খ) ১৩৫০
(গ) ১২৬০
(ঘ) ১৯০১ ✓

৩০। পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? (বিআরইবি উপসহকারী প্রকৌশলি- ২৬-০৫-২০২৩)
(ক) ৪০ হার্জ
(খ) ৫০ হার্জ ✓
(গ) ৬০ হার্জ
(ঘ) ৭০ হার্জ

৩১। বাংলাদেশের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? (বিআরইবি সহকারী পরিচালক- ২০-০১-২০২৩)
(ক) ৮
(খ) ১০
(গ) ১২
(ঘ) ১৬ ✓

৩২। রূপপুর "পারমাণবিক বিদ্যুৎ" কেন্দ্রের "ইউনিট- ১" এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের- ০২-০২-২০১৮)
(ক) 1200 MW ✓
(খ) 100 MW
(গ) 800 MW
(ঘ) 300 MW

৩৩। দেশে প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি? (ডেসকো সহকারী কমপ্লেইন সুপারভাইজার- ২২-০৩-২০১৯)
(ক) মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র
(খ) দিনাজপুরের বড় পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র
(গ) সিলেটের হরিপুর বিদ্যুৎকেন্দ্র ✓
(ঘ) সুরমা বিদ্যুৎকেন্দ্র

৩৪। বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক__ (কর্মসংস্থান, (জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা- ২০১৮, ইন্সট্রাক্টর- ১২-০১-২০১৮)
(ক) ওয়াট
(খ) কিলোওয়াট ✓
(গ) ভোল্ট
(ঘ) অ্যাম্পিয়ার

৩৫। বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? (সহকারী ম্যানটেনেন্স প্রকৌশলী- ২৪-০৫-২০২২)
(ক) ৮ হাজার মেগাওয়াট
(খ) ১০ হাজার মেগাওয়াট
(গ) ২২ হাজার মেগাওয়াট
(ঘ) ৩০ হাজার মেগাওয়াট ✓

৩৬। "বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ" মন্ত্রণালয়ের মোট কয়টি বিভাগ রয়েছে? (বিআরইবি মিটার টেস্টার- ০২-০৬-২০২৩)
(ক) ০২টি ✓
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি

৩৭। বাংলাদেশের কয়লা ভিত্তিক প্রথম "বিদ্যুৎ কেন্দ্র" কোথায় স্থাপিত হয়েছে? (৪৪ তম বিসিএস- ২৭-০৫-২২২)
(ক) সাভার, ঢাকা
(খ) সীতাকুন্ড, চট্টগ্রাম
(গ) বড়পুকুরিয়া, দিনাজপুর ✓
(ঘ) কাপ্তাই, রাঙ্গামাটি

৩৮। জল বিদ্যুৎ তৈরি করা হয় কোন নদীতে বাঁধ দিয়ে? (খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক- ২৭-০১-২০১২)
(ক) মেঘনা
(খ) কর্ণফুলী ✓
(গ) যমুনা
(ঘ) পদ্মা

৩৯। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? (সিজিডিএফ এর কার্যালয় অডিটর- ১৫-০৩-২০১৯, তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক- ২৭-১২-২০০৪)
(ক) খুলনা
(খ) ভেড়ামারা ✓
(গ) মংলা
(ঘ) কাপ্তাই

৪০। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদক কেন্দ্র কোনটি? (আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক- ২৯-০৯-২০০৬)
(ক) আশুগঞ্জ
(খ) সিদ্ধিরগঞ্জ
(গ) বাঘাবাড়ি
(ঘ) ঘোড়াশাল ✓

৪১। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বয়লারের পরিবর্তে কী থাকে? (বিআরইবি উপসহকারী প্রকৌশলি- ২৬-০৫-২০২৩)
(ক) রিয়েক্টর ✓
(খ) জেনারেটর
(গ) প্রাইম মুভার
(ঘ) ট্রান্সফরমার

৪২। বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ__ (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮)
(ক) বেশি টানে পিলার হেলে যেতে পারে
(খ) টান করে তার লাগানো সম্ভব নয়
(গ) শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয় ✓
(ঘ) উপরের সবগুলোই ঠিক

৪৩। বাংলাদেশের শতভাগ জনগণকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন? (বিআরইবি সহকারী পরিচালক- ২০-০১-২০২৩)
(ক) ২২ মার্চ ২০২২
(খ) ২১ মার্চ ২০২২ ✓
(গ) ২৬ মার্চ ২০২২
(ঘ) ২১ মার্চ ২০২১

৪৪। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ__ (৩০ তম বিসিএস- ৩০-০৭-২০১০)
(ক) বেশি হয়
(খ) কম হয়
(গ) খুব কম হয়
(ঘ) একই হয় ✓

৪৫। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা__ (বাংলাদেশ টেলিভিশন উপ-সহকারী প্রকৌশলী- ২৬-০১-২০২৩, বিআরইবি মিটার টেস্টার- ০২-০৬-২০২৩)
(ক) ২৪০০ মেগাওয়াট ✓
(খ) ২৩০০ মেগাওয়াট
(গ) ২২০০ মেগাওয়াট
(ঘ) ২১০০ মেগাওয়াট

৪৬। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম কী? (বিপিএসসি সরকারী ইঞ্জিনিয়ার- ২৪-০১-২০২২)
(ক) RAEC
(খ) RPPN
(গ) RNPP ✓
(ঘ) BAEC

৪৭। বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জমাউন্টেড বিদ্যু' কেন্দ্র কোনটি? (ডেসকো জুনিয়র সহকারী ম্যানেজার- ২২-০৩-২০১৯)
(ক) ঢাকা বার্জমাউন্টেড
(খ) পাবনা বার্জমাউন্টেড
(গ) বরিশাল বার্জমাউন্টেড
(ঘ) খুলনা বার্জমাউন্টেড ✓

৪৮। বাংলাদেশের প্রথম "সৌরবিদ্যুৎ" প্রকল্প চালু হয় কোন জেলাতে? (দুদক সহকারী পরিচালক- ১২-০৪-২০১৩)
(ক) কুমিল্লা
(খ) নরসিংদী ✓
(গ) রাজশাহী
(ঘ) দিনাজপুর

৪৯। মাতারবাড়ি "কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র" প্রকল্পে সহায্য করছে বিশ্বের কোন দেশ? (বিআরইবি সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর- ২২-১১-২০১৯)
(ক) জাপান ✓
(খ) চীন
(গ) কানাডা
(ঘ) কোরিয়া

৫০। বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয়- (বিআরইবি সহকারী সচিব/ পরিচালক (১৭-০৬-২০১৬)
(ক) এক কিলোওয়াট
(খ) এক ওয়াট
(গ) এক কিলোওয়াট- ঘন্টায় ✓
(ঘ) এক ওয়াট- ঘন্টায়

৫১। বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হলো- (জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট- ২৭-০৪-২০০৫)
(ক) ২২০ ভোল্ট ডিসি
(খ) ২২০ ভোল্ট এসি ✓
(গ) ১১০ ভোল্ট ডিসি
(ঘ) ১১০ ভোল্ট এসি

৫২। কোন বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের বাঁধাকে কি বলে? (বিআরইবি মিটার টেস্টার- ০২-০৬-২০২৩)
(ক) রিডিং
(খ) বোধ
(গ) ল্যাগিং
(ঘ) রোধ ✓

৫৩। নিচের কোনটির উপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত? (BPSC সচিবালয়ে সহকারী সচিব- ২০০৫)
(ক) কর্ণফুলী নদী ✓
(খ) সুরমা নদী
(গ) কুশিয়ারা নদী
(ঘ) নাফ নদী

৫৪। সম্প্রতি কিছু দিন পূর্বে "রাশিয়া" কোন দেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন ন্যাটোতে যোগদান করার অপরাধে? (সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০-০৫-২০২২)
(ক) Poland
(খ) Sweden
(গ) Finland ✓
(ঘ) Denmark

৫৫। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? (পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক- ০৬-০৫-২০১১)
(ক) সীসা
(খ) টাংস্টেন ✓
(গ) তামা
(ঘ) ইস্পাত

৫৬। কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে? (শিক্ষা অধিদফতর উচ্চমান সহকারী- ২২.১০.২০১১)
(ক) সন্দ্বীপ ✓
(খ) মনপুরা
(গ) হাবিয়া
(ঘ) ভাসানচর

৫৭। বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? (২৮ তম বিসিএস- ২৮-১১-২০০৮)
(ক) ওয়াটে
(খ) ওয়াট আওয়ারে
(গ) কিলোওয়াট ঘণ্টায় ✓
(ঘ) ভোল্টে

৫৮। ডিপিডিসির সর্বোচ্চ কত কেভি সাবস্টেশন রয়েছে?
(ক) ৩৩/৪ কে.ভি
(খ) ১৩২/৩৩/১১ কে.ভি ✓
(গ) ৩৩/১১ কে.ভি
(ঘ) ২৩০/১১ কে.ভি

৫৯। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ কত তম?
(ক) ২৬ তম
(খ) ৩৬ তম
(গ) ২৯ তম
(ঘ) ৩২ তম ✓

৬০। বিশ্বের পাওয়ার সেক্টর সমূহের মধ্যে ১ম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) রাশিয়া ✓
(খ) জাপান
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) চীন

৬১। দেশের পাওয়ার সেক্টরকে আরো শক্তিশালী করার জন্য প্রথম হাইব্রিড পাওয়ার প্লান্ট স্থাপন করা হয় কোথায়?
(ক) কলাপাড়া
(খ) মংলা
(গ) সোনাগাজী ✓
(ঘ) মাতারবাড়ি

৬২। জিওস্টেশনারি অরবিট সোলার প্লান্ট স্থাপন করেছে কোন দেশ?
(ক) ভারত
(খ) চীন ✓
(গ) রাশিয়া
(ঘ) যুক্তরাষ্ট্র

৬৩। IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) কসোভো
(খ) যুক্তরাষ্ট্র
(গ) যুক্তরাজ্য
(ঘ) ভিয়েনা ✓

৬৪। সৌর বিদ্যুৎ বা সোলার থেকে পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে?
(ক) চীন ✓
(খ) ফ্রান্স
(গ) জার্মানি
(ঘ) USA

৬৫। দেশের একমাত্র LNG টার্মিনাল কোথায়?
(ক) ভেড়ামাড়া
(খ) চীন
(গ) মহেশখালী ✓
(ঘ) মংলা

৬৬। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত?
(ক) 1320 MW
(খ) 1200 MW ✓
(গ) 2500 MW
(ঘ) 2400 MW

৬৭। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কত সালে?
(ক) ১৯৭১
(খ) ১৯৯৫
(গ) ১৯৬২ ✓
(ঘ) ১৯৮০

৬৮। DESCO কার কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করে?
(ক) BPDB ✓
(খ) PGCB
(গ) EGCB
(ঘ) BREB

৬৯। Which sector of organization uses the largest volume of "Gas" in Bangladesh?
(ক) Fertilizer factories
(খ) PDB ✓
(গ) DESA
(ঘ) Households

৭০। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয়?
(ক) ১৯৭০
(খ) ১৯৭১
(গ) ১৯৭২
(ঘ) ১৯৭৩ ✓

৭১। BPDB কবে গঠিত হয়?
(ক) ১৯৭০
(খ) ১৯৭১
(গ) ১৯৭২ ✓
(ঘ) ১৯৭৩

৭২। ড্রাইসেলে সাধারণত কোন ধরণের ইলেক্ট্রোড ব্যবহার করা হয়?
(ক) কার্বন, দস্তা ✓
(খ) পিতল, দস্তা
(গ) কার্বন, টিন
(ঘ) কার্বন, তামা

৭৩। What is the name of the company in the power sector that was listed on the stock exchange in June 2006?
(ক) DESA
(খ) Power Grid Company of Bangladesh
(গ) DESCO ✓
(ঘ) Summit Power Company

৭৪। দেশের ২য় HVDC সাবস্টেশন কোথায় অবস্থিত?
(ক) রামপুরা
(খ) দেবপুর ✓
(গ) ধানমন্ডি
(ঘ) ভেড়ামারা

৭৫। Bangladesh Gas Fields Company Limited এর নামকরণ করা হয় কবে?
(ক) ১৯৬৮
(খ) ১৯৭১
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫ ✓

৭৬। দেশে কয়টি গ্রিড সুইচিং স্টেশন আছে?
(ক) ১টি
(খ) ৩টি
(গ) ২টি ✓
(ঘ) ৪টি

৭৭। The sector that consumes the most natural gas in Bangladesh is-
(ক) Power ✓
(খ) Fertilizer
(গ) Household
(ঘ) Transportation
Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous September 24, 2023 at 10:30 PM

    প্রথমটা ভুল আছে

    • Admin
      Admin October 4, 2023 at 7:56 PM

      প্রথম প্রশ্নের উত্তর সঠিক আছে।
      ........................
      কারণ আমরা জানি যে পদার্থের রোধ যত কম সে পদার্থের পরিবাহিতা তত বেশি। ১ম প্রশ্নটি হলো.... সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী ধাতু কোনটি? অপশনগুলোর মধ্যে রুপার রোধ সবচেয়ে কম হওয়ার এর বিদ্যুৎ পরিবাহীতা সবচেয়ে বেশি হবে।

Add Comment
comment url
Advertisement