গুগল প্লে স্টোর ডাউনলোড [আপডেট ভার্সন ২০২৩]

অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস ইন্সটল দেয়ার জন্য গুগল প্লে স্টোর অ্যাপ প্রয়োজন হয়, যা আমরা সবাই জানি। বর্তমানে প্রায় সকল কম্পানির এন্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর থাকে। তবে অনেক সময় ফোনের সমস্যা বা অন্য কোনো কারণে প্লে স্টোর আলাদা করে ইন্সটল করার প্রয়োজন হয়।

গুগল প্লে স্টোর

গুগল প্লে স্টোর ডাউনলোড

আপডেট ভার্সন ২০২৩
সর্বশেষ আপডেট: ১৩ জুলাই, ২০২৩

ভার্সন: 36.5.21-29 [0] [PR] 546359174
ফাইলের ধরণ: এন্ড্রয়েট অ্যাপ [.apk]

ডাউনলোড সোর্স: গুগল ড্রাইভ
ফাইল সাইজ: 55 MB

গুগল প্লে স্টোর ডাউনলোড [55 MB]


গুগল প্লে স্টোর অ্যাপ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Google Play Store অ্যাপটি অনেক গুরত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই বিভিন্ন গেম, ব্রাউজারসহ আরো প্রয়োজনীয় সকল অ্যাপ ইন্সটল করা হয়। সারা পৃথিবীর অনেক ডেভেলপারের তৈরি করা ৩ মিলিয়নের বেশি অ্যাপ এবং গেম, ব্রাউজার প্রভৃতি রয়েছে গুগল প্লে স্টোরে।

বর্তমান সময়ে আমরা অনলাইন নির্ভর হয়ে পড়েছি। প্রায় সকল ক্ষেত্রেই আমরা অনলাইনের ব্যাবহার করে থাকি, যেকারণে আমাদের নিশ্চিত হতে হবে যে মাধ্যমে অনলাইন ব্যাবহার করছি তা যেন নিরাপদ হয়। এদিক থেকে গুগল সবার নিকট গ্রহণযোগ্য সেবা প্রদান করে বিশ্বস্ত। এদিক থেকে গুগলের নিজস্ব এ্যানড্রয়েড সিস্টেমে ব্যাবহারের জন্য গুগলেরি তৈরি "গুগল প্লে স্টোর" নিস্বন্দেহে গ্রহণযোগ্য হয়ে উঠবে এটাই স্বাভাবিক।

গুগল প্লে স্টোরে থাকা অ্যাপগুলোতে ব্যাবহারকারীরা নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করে থাকেন, পাশাপাশি রেটিং দিয়ে থাকেন। এই রিভিও ও রেটিং দেখে খুব সহজেই বুঝা যায় কোন অ্যাপটি আমাদের জন্য ভালো হবে এবং কোনটি আমাদের জন্য উপযুক্ত নয়।

গুগল প্লে স্টোর অ্যাপটি ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোরে উপলব্ধ নয়। তাই আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য bddiploma.com থেকে গুগল প্লে স্টোর অ্যাপ এর APK ফাইল ইনস্টল করতে পারেন।

অনেকের মোবাইলে আপডেট ভার্সনটি ঠিকভাবে কাজ নাও করতে পারে, যদি মোবাইলের কনফিগারেশন কম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে ফোনের কনফিগারেশনের উপর ভিত্তি করে আগের কোনো ভার্সন ডাউনলোড করা লাগতে পারে। যদি আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোর ইন্সটল করতে না পারেন, তবে গুগলের হেল্প সেন্টাকে সাহায্য চাইতে পারেন অথবা নিচে কমেন্টে আপনার সমস্যা এবং আপনার এন্ড্রয়েড ডিভাইসের কনফিগারেশন কেমন তা লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করবে আপনাকে যথাসম্ভব সাহায্য করার জন্য। ধন্যবাদ...।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url