পানি দূষণের ৫টি কারণ | পানি দূষণের ১০টি কারণ | পানি দূষণ রোধের উপায়
পানি দূষণ কাকে বলে?
পানিতে ময়লা আবর্জনা, কলকারখানার বর্জ্য বা বিষাক্ত কোনো কিছু মিশে ব্যাবহারের অনপযুক্ত হয়ে পড়লে তাকে পানি দূষণ বলে।
পানি দূষণের ৫টি কারণ:
- পানিতে মলমূত্র ত্যাগ করলে পানি দূষণ হয়।
- পানিতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষণ হয়
- রোগির ময়লা কাপড় ধৌত করলে পানি দূষণ হয়।
- কলকারখানার বর্জ্য পানিতে মিশলে পানি দূষণ হয়।
- গরু ছাগল পানিতে গোসল করালেও পানি দূষিত হয়।
এছাড়াও আরো অনেক কারণে পানি দূষিত হয়। চলো পানি দূষণের আরো ১০টি কারণ জেনে নেয়া যাক:
পানি দূষণের ১০টি কারণ:
- জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করলে পানি দূষিত হয়।
- মৃত পশু-পাখি পুকুর বা নদীনালালায় ফেললে পানি দূষিত হয়।
- গরু ছাগলের বিষ্ঠা গর্তে না ফেলে যেখানে সেখানে ফেললে বৃষ্টির পানিতে মিশে পুকুর, খালবিলের পানিকে দূষিত করে।
- পারমাণবিক চুল্লি বা পরীক্ষাগারের বর্জ্য পানিতে ফেললে পানি দূষণ হয়।
- চিকিৎসা ক্ষেত্রে ব্যাবহৃত ঔষধের উচ্ছিষ্ট জিনিস থেকে পানি দূষিত হতে পারে।
- পঁচা বাশি খাবার মাছকে খেতে দিলে পুকুরের পানি দূষিত হবে।
- বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের উচ্ছিষ্ট খাবার পুকুর বা খাল বিলে ফেল্লে পানি দূষিত হয়।
- ঝুলন্ত টয়লেট থেকে ময়লা গিয়ে পানি দূষিত করে থাকে।
- পুকুরের মাছ মারা গেলে তুলে না ফেলে দিলে পুকুরের পানি দূষিত হয়।
- পানির লাইন বা পাইপ ফেটে গেলে পাইপের পানি দূষিত হয়, তাই এবিষয়ে সতর্কতা প্রয়োজন।
পানি দূষণ রোধের ৫টি উপায়:
- যেখানে সেখানে মল ত্যাগ না করে সেনেটারি লেটটিন ব্যাবহার করতে হবে।
- পানিতে ময়লা আবর্জনা না ফেলে একটা গর্ত করে ফেলতে হবে।
- রোগির ময়লা কাপড় পুকুরের পানিতে ধৌত করলে পানি দূষিত হয়, তাই পুকুরে না ধুয়ে পানি তুলে এমন জায়গায় ধুতে হবে যেন কাপড়ের পানি পুকুরে না আসে।
- কলকারখানার বর্জ্য নদীনালার পানিতে যেন না যায় এজন্য বর্জ্য ব্যাবস্থাপনা করতে হবে।
- পরু ছাগলকে পুকুরে গোসল করানো যাবেনা।