ব্রি ধান ১০০ চাষ পদ্ধতি ও এর বৈশিষ্ট্য

ব্রি ধান ১০০ চাষ পদ্ধতি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃতক ২০২০ সালে বোরো মৌসুমের জন্য উদ্ভাবিত একটি জাত ব্রি ধান ১০০। এর জীবনকাল ১৪৮ দিন। এর ফলন ৭.৭ টন - ৮.৮ টন (হেক্টর প্রতি) পর্যন্ত ফলন দিতে সক্ষম।

ব্রি ধান ১০০ চাষ পদ্ধতি

বোরো মৌসুমে দেশের প্রায় সকল জেলায়তেই ব্রি ধান ১০০ চাষের উপযোগী। ব্রি ধান ১০০ চাষ পদ্ধতি অন্যান্য উফশী বা উচ্চফলনশীল বোরো জাতের মতোই।
  1. বীজতলায় বীজবপন: ০১ - ১৫ অগ্রাহায়ণ পর্যন্ত (১৫ই নভেম্বর - ৩০ই নভেম্বর)।
  2. চারার বয়স: ৩৫ - ৪০ দিন।
  3. রোপণ দুরত্ব: ২০ × ১৫ সে.মি.।
  4. চারার সংখ্যা: গোছা প্রতি ২ - ৩টি।
  5. সার প্রয়োগ (প্রতি বিঘা): ইউরিয়া- ৩৫ কেজি, টিএসপি- ১৩ কেজি, এমওপি- ১৬ কেজি, জিপসাম- ১৫ কেজি ও জিংক- ১ কেজি।
    • জমি প্রস্তুত করার সর্বশেষ পর্যায়ে অর্ধেক এমওপি, সবটুকু জিপসাম, টিএসপি ও জিংক সালফেট একসাথে প্রয়োগ করতে হবে।
    • ইউরিয়া সার সমান তিন ভাগে বাগ করে ৩ কিস্তিতে দিতে হবে যথা- ১ম কিস্তি রোপনের ১০-১৫ দিন পর, ২য় কিস্তি রোপনের ২৫-৩০ দিন পর এবং ৩য় কিস্তি রোপনের ৪০-৪৫ দিন পর।
    • বাকী অর্ধেক এমওপি সার ইউরিয়ার দ্বিতীয় কিস্তির সাথে একশাথে দিতে হবে।
  6. আগাছা দমন: রোপনের ৩০ - ৪০ দিন।
  7. রোগবালাই বা পোকামাকড় দমন: উচ্চফলনশীল এ জাতের রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ কম হয়। তবে, রোগবালাই বা পোকামাকড়ের হানা বা আক্রমণ দেখা যায় তাহলে সাথে সাথে বালাইনাশক প্রয়োগ বা ব্যবহার করা উচিৎ।
  8. সেচ ব্যবস্থাপনা: ধানের দানায় দুধ আসা পর্যন্ত জমিতে পরিমান মত পানি বা রস থাকা জরুলি।
  9. ফসল পাকা: শীষের ৮০% ধান পরিপক্ক এবং ২০% ধান অর্ধ-পরিপক্ক এবং অর্ধ-স্বচ্ছ হলেই ধান পেকে গেছে মনে করা হয় এবং দেরি না করে সাথে সাথে কেটে ফেলা উচিত।
  10. ফসল কাটা: ৩০ চৈত্র থেকে ১৫ বৈশাখ (১৩ই এপ্রিল - ২৮ই এপ্রিল) পর্যন্ত।

ব্রি ধান ১০০ এর বৈশিষ্ট্য

  1. এই জাতের পূর্ণ বয়স্ক ধান গাছ গড়ে লাম্বা হয় ১০০ - ১০১ সে.মি.।
  2. প্রসার বা বড় হওয়ায় সময় এই গাছের আকার-আকৃতি অনেকটা ব্রি ধান ৭৪ এর মতোই হয়।
  3. গাছের ডিগ পাতা লম্বা, খাড়া ও প্রশস্থ হয় এবং পতার কালার সবুজ।
  4. পাকা ধানের কালার খড়ের মত দেখতে হয়।
  5. ১ হাজার টি পরিপুষ্ট ধানের গড় ওজন ১৬.৭ গ্রাম।
  6. চালে ২৫.৭ মিলিগ্রাম (প্রতি কেজিতে) জিংকের পরিমান রয়েছে।
  7. চালের দানায় প্রোটিনের পরিমান ৭.৮ শতাংশ এবং অ্যামাইলোজের পরিমান ২৬.৮শতাংশ।
  8. চালের গঠন মাঝারি চিকন, রং সাদা এবং ঝরঝরে ভাত হয়।
  9. ব্রি ধান ৮৪ এর থেকে প্রায় ১৯ শতাংশ বেশি ফলন হয়।
Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous August 15, 2023 at 4:53 AM

    ফলন দেওয়া নাই মানুষ চেহারা দেখে ধান লাগাবে

    • Admin
      Admin August 15, 2023 at 5:38 AM

      আর্টিক্যালের উপরে [প্রথম প্যারা] পড়ুন ফলনের পরিমাণ হেক্টর হিসাবে দেয়া আছে।

Add Comment
comment url
Advertisement