রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিখ্যাত?

রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিখ্যাত

রবীন্দ্রনাথ ঠাকুর নবেল পুরস্কার লাভ, জাতীয় সঙ্গিতের রচয়িতা, কবিতা, গল্প উপন্যাসসহ সাহিত্যের প্রায় সকল বিষয়ে অনেক অবদান রাখার কারণে বিখ্যাত। নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত হয়ে ওঠার বিস্তারিত তথ্য পয়েন্ট আকারে তুলে ধরা হলো।

জন্মসূত্রে

  • তিনি ধনাঢ্য জমীদার পরিবারে জন্মগ্রহণ করেন।
  • কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, এই জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা।
  • তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু।
  • জীবনের প্রথম পড়া লেখা তিনি স্কুলে না করে বাডিতেই গৃহ শিক্ষক রেখে সম্পন্ন করেন।
  • জমীদার পরিবারের ছেলে হওয়ায় খুব অল্প বয়সেই মানুষের নিকট পরিচিতি পান।

লেখালেখি

  • খুব অল্প বয়স থেকেই সাহিত্য রচনায় মন দেন তিনি।
  • মাত্র ৮ বছর বয়স থেকেই কবিতা রচনা শুরু করেন।
  • ১৪ বছর বয়সে তার লেখা "অভিলাষ" কবিতাটি তৎকালীন জনপ্রিয় পত্রিকা তত্ত্ববোধিনীতে প্রকাশিত হয়।
  • তিনি বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকার জাতীয় সংগীতের রচয়ীতা। ছোট বয়স থেকেই আমরা রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত গেয়ে থাকি। এদিক থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত।

বিভিন্ন পুরষ্কার লাভ

  • ১৯১৩ সালে তিনি নবেল পুরষ্কার লাভ করেন। মূলত নবেল পুরস্কারের মধ্য দিয়েই তিনি সমস্ত বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠেন খুব দ্রুত।
  • ১৯১৫ সালে তিনি নাইট উপাধি লাভ করেন ব্রিটিশ সরকারের থেকে। এটিও তাকে সম্মান এনে দিয়েছিল, বিখ্যাত করেছিল।
  • তবে ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি যখন নাইট উপাধি ত্যাগ করেন তখন সে সময়ের ব্রিটিশ বিরোধিদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত হয়ে ওঠেন।

বিশ্বভ্রমণ

  • রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১০বার বিশ্বভ্রমণে বের হয়েছিলেন।
  • মূলত বিশ্বভ্রমণ কালেই, ইংল্যান্ডে থাকা অবস্থায় তিনি তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করে সে দেশের বিখ্যাত সব ব্যাক্তি ও কবিদের শোনান। এতে সবাই মুগ্ধ হন। পরবর্তীতে  গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশ হলে বেশ জনপ্রিয়তা পায় এবং সর্বশেষ নবেল পুরষ্কারে ভূষিত হয়।
  • তিনি বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পান এবং ভ্রমণ করতে থাকেন।
  • ভ্রমণকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দিতেন। তার মধ্যে উল্লেখযোগ্য জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে দেয়া তার সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে বক্তব্যগুলো। যা পরবর্তীতে ন্যাশনালিজম নামক গ্রন্থে সংকলিত হয়।
  • চীন, ইতালি, মেক্সিকো, আর্জেন্টিনাসহ আরো অনেক দেশের রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে তিনি সেসকল দেশে ভ্রমণে যান।
এছাড়াও আরো অনেক কারণ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত হয়ে ওঠার পিছনে। তবে সবচেয়ে বেশি গুরত্বপূর্ণ বিষয়গুলো উপরে তুলে ধরা হয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url