ঘাস ছাড়া ছাগল পালন পদ্ধতি
খাদ্য ব্যবস্থাপনার প্রথমেই ছাগল ছানার কথা ভাবতে হবে। ছাগল ছানা মায়ের দুধ খাওয়া ২ থেকে ৩ মাসের মধ্যেই ছেড়ে দেয়। ছাগল ছানার বয়স যখন ১ মাস পূর্ন হবে, তখনি তাকে দানাদার খাদ্যে ও খর খাওয়ানোর অভ্যাস করাতে হবে যদি ঘাস ছাড়া ছাগল পালন করতে চান।
প্রত্যেক প্রাণীরই পানির প্রয়োজন রয়েছে, তাই ছাগলের নাগালের মধ্যে অবশ্যই পানি রাখবেন যাতে প্রযোজন অনুযায়ী পানি পান করতে পারে। প্রতিটি ছাগল দৈনিক ১-২ লিটার (বয়সভেদে) পানি পান করে থাকে।
ঘাস ছাড়া ছাগল পালন পদ্ধতি
ছাগলের খাদ্য ব্যবস্থাপনাই হচ্ছে ছাগলের অন্যতম প্রধান বিষয়। ছাগল দানাদার ও সবুজ ঘাস খেয়ে জীবন ধারণ করে থাকে। তবে, সবুজ ঘাসের পরিবর্তে ধানের খড় ছোট ছোট করে কেটে নিয়ে তার সাথে গমের ভুসি, সরিষার খৈল, পানি, চিটা গুড়/ লালি, প্রিমিক্স( ভিটামিন/ মিনারেল) ও ডিসিপি (ন্যানো জিংক ও ক্যাসনি যুক্ত) একসাথে মিষ্ক করে ছাগলকে খাওয়ানো যায়। ঘাস ছাড়াই খড় ও দানাদার খাবার খাইয়ে খুব সহজেই ছাগল পালন করতে পারবেন। তাহলে জেনে নেওয়া যাক ঘাস ছাড়া ছাগল পালন পদ্ধতি
নিচে ৫ কেজি খড়ের সাথে অনান্য খাদ্য কতটুকু মিশ্রণ করবেন তার একটি নমুনা দেওয়া হল আপনারা এই নমুনা ফলো করে ছাগলের খাবার প্রস্তুত করতে পারবেন
- খড় ৫ কেজি (ধানের খর ছোট ছোট করে কেটে নিতে হবে),
- গমের ভুসি বা গমের ময়দা ১ থেকে ২ কেজি,
- পানি ২ লিটার,
- লবণ পরিমান মত,
- সরিষার খৈল বা তিলের খৈল ৫০ গ্ৰাম,
- চিটা গুড়/ লালি ১০০ গ্রাম,
- প্রিমিক্স( ভিটামিন/ মিনারেল) ১০ গ্ৰাম ও
- ডিসিপি (ন্যানো জিংক ও ক্যাসনি যুক্ত ১০ গ্ৰাম
খাদ্য প্রস্তুত প্রণালী
- প্রথমেই সরিষার খৈল বা তিলের খৈল পানিতে ভিজিয়ে রাখবেন। যাতে করে খৈল ভিজে পানির সাথে ভালোভাবে মিশে যেতে পারে।
- খৈল পানিতে মিশে যাবার পর সেই পানিতে পরিমাণ মত লবন মিশিয়ে নিবেন।
- তারপর তার সাথে চিটা গুড়/ লালি মিশাবেন।
- এরপর প্রিমিক্স ও ডিসিপি মিশিয়ে নিবেন।
- সবগুলো উপকরণ ভালো ভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে কেটে রাখা খড় অল্প অল্প করে মিশিয়ে নিবেন।
- এরপর গমের ভূসি বা গমের ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে খেতে দিবেন।
নোট: হঠাৎ করে খর খেতে দিলে প্রথম দিকে ছাগল তেমন ভালো খাবে না। আল্প আল্প করে আভ্যাস করাতে হবে। কিছু দিনের মধ্যেই এটি তার প্রিয় খাদ্য হয়ে যাবে।