শ্রী কৃষ্ণের বিভিন্ন নাম বা কৃষ্ণ অষ্টতর শতনাম (১০৮)
চিত্র: শ্রী কৃষ্ণের প্রতিমা
বিষ্ণুর সহস্রনামের ৫৭ তম নাম হল শ্রীকৃষ্ণ। শ্রী কৃষ্ণের বহু নাম ও উপাধি রয়েছে। কৃষ্ণের সবচেয়ে সাধারণ দুটি নাম হল গোবিন্দ এবং গোপাল। এই নাম দুটি ব্রজে কৃষ্ণের প্রাথমিক জীবনের সাথে জড়িত। কিছু নামের আঞ্চলিক গুরুত্বও আছে। যেমন: জগন্নাথ, এই নামে ওড়িশায় বিশেষ মূর্তির মাধ্যমে কৃষ্ণের পূজা করা হয়। জগন্নাথ রূপ কৃষ্ণের আরেকটি লীলা।
শ্রী কৃষ্ণের ১০৮ টা নাম বাংলা
"শ্রীকৃষ্ণের শতনাম বা কৃষ্ণের অষ্টতর নাম" নিচের টেবিলে অর্থ সহ দেওয়া হল
ক্রম. | কৃষ্ণ অষ্টতর শতনাম/ শ্রী কৃষ্ণের বিভিন্ন নাম সমূহ | কৃষ্ণের নামের অর্থ সমূহ |
১. | অনন্ত | অন্তহীন প্রভু |
২. | অজয় | জীবন ও মৃত্যু বিজয়ী |
৩. | অপরাজিত | যে প্রভুকে পরাজিত করা যাবে না |
৪. | দয়ানিধি | দয়ালু প্রভু |
৫. | গোপাল | যিনি গোয়ালদের সাথে অভিনয় করেন, গোপ |
৬. | অচল | তবুও প্রভু |
৭. | কৃষ্ণ | অন্ধকার-মিশ্রিত প্রভু |
৮. | মনমোহন | সকল আনন্দদায়ক প্রভু |
৯. | নারায়ণ | সবার আশ্রয় |
১০. | অচ্যুত | অচিন প্রভু |
১১. | শ্যাম | অন্ধকার-মিশ্রিত প্রভু |
১২. | স্বর্গপতি | স্বর্গের প্রভু |
১৩. | বিষ্ণু | সর্বে বিরাজমান প্রভু |
১৪. | বিশ্বকর্মা | মহাবিশ্বের স্রষ্টা |
১৫. | অদ্ভুত | বিস্ময়কর ঈশ্বর |
১৬. | বাসুদেব | সর্বত্র বিরাজমান প্রভু |
১৭. | যাদবেন্দ্র | যাদব বংশের রাজা |
১৮. | বালগোপাল | শিশু কৃষ্ণ, সমস্ত আকর্ষণীয় |
১৯. | করুণাময় | দয়ালু সংগ্রহস্থল |
২০. | আদিদেব | প্রভুর প্রভু |
২১. | যোগিনামপতি | যোগীদের প্রভু |
২২. | অনয় | যার কোন নেতা নেই |
২৩. | অমৃত | যিনি অমৃতের মতো মিষ্টি |
২৪. | লক্ষ্মীকান্ত | দেবী লক্ষ্মীর প্রভু |
২৫. | আদিত্য | অদিতির ছেলে |
২৬. | মাধব | জ্ঞানী ভগবান |
২৭. | পরমাত্মা | সকল জীবের প্রভু |
২৮. | পূন্য | সর্বোচ্চ বিশুদ্ধ |
২৯. | পুরুষোত্তম | পরমাত্মা |
৩০. | অজন্ম | যিনি সীমাহীন ও অন্তহীন |
৩১. | সর্বপালক | সকলের রক্ষক |
৩২. | শ্রীকান্ত | সুন্দর ভগবান |
৩৩. | সুদর্শন | সুদর্শন প্রভু |
৩৪. | উপেন্দ্র | ইন্দ্রের ভাই |
৩৫. | বিশ্বমূর্তি | পুরো মহাবিশ্বের রূপ |
৩৬. | শ্যামসুন্দর | সুন্দর সন্ধ্যার প্রভু |
৩৭. | যোগী | পরম কর্তা |
৩৮. | অনাদি | যিনি এক ও প্রথম কারণ |
৩৯. | চতুর্ভুজ | চতুর্মুখ প্রভু |
৪০. | দেবকীনন্দন | মা দেবকীর পুত্র |
৪১. | গোপালপ্রিয় | গরু -পালকদের প্রেমিক |
৪২. | হিরণ্যগর্ভ | সর্বশক্তিমান স্রষ্টা |
৪৩. | ধর্মধর্ম | ধর্মের প্রভু |
৪৪. | জয়ন্ত | সকল শত্রুর বিজয়ী |
৪৫. | কেশব | যার লম্বা, কালো জট পাকানো চুল |
৪৬. | জ্ঞানেশ্বর | জ্ঞানের প্রভু |
৪৭. | দ্বারকাপতি | দ্বারকার প্রভু |
৪৮. | মোহন | সকল আকর্ষণীয় ঈশ্বর |
৪৯. | নন্দগোপাল | নন্দের পুত্র |
৫০. | পদ্মনাভ | যার পদ্ম আকৃতির নাভি আছে |
৫১. | পার্থসারথী | সারথী-অর্জুনের রথচালক |
৫২. | সুমেধ | বুদ্ধিমান প্রভু |
৫৩. | শান্ত | শান্তিপূর্ণ প্রভু |
৫৪. | সনাতন | অনন্ত প্রভু |
৫৫. | সহস্রকাশ | সহস্র চোখের প্রভু |
৫৬. | সত্যবচন | যিনি সত্য কথা বলেন |
৫৭. | সাক্ষী | সকল সাক্ষী প্রভু |
৫৮. | নির্গুণ | কোন মালিকানা ছাড়া |
৫৯. | মুরলিধর | যিনি বাঁশি ধরেন |
৬০. | মনোহর | সুন্দর প্রভু |
৬১. | মধুসূদন | অসুর মধুর হত্যাকারী |
৬২. | লোকাধ্যক্ষ | তিন লোকের (জগতের) প্রভু |
৬৩. | কামসান্তক | কামসার হত্যাকারী |
৬৪. | জগন্নাথ | জগতের প্রভু |
৬৫. | সর্বেশ্বর | সকল দেবতার প্রভু |
৬৬. | বিশ্বাত্মা | মহাবিশ্বের আত্মা |
৬৭. | জগদ্গুরু | মহাবিশ্বের উপদেশক |
৬৮. | কমলনাথ | দেবী লক্ষ্মীর প্রভু |
৬৯. | অক্ষর | অবিনাশী প্রভু |
৭০. | আনন্দসাগর | করুণাময় প্রভু |
৭১. | দেবেশ | প্রভুর প্রভু |
৭২. | মদন | প্রেমের প্রভু |
৭৩. | বৃষপর্ব | ধর্মের প্রভু |
৭৪. | শ্রেষ্ঠ | সর্বাধিক মহিমান্বিত প্রভু |
৭৫. | প্রজাপতি | সকল প্রাণীর প্রভু |
৭৬. | সহস্রপাত | হাজার পায়ের ভগবান |
৭৭. | বৈকুণ্ঠনাথ | বৈকুণ্ঠের (স্বর্গীয় বাসস্থান) প্রভু |
৭৮. | সর্বজন | সর্বজ্ঞ প্রভু |
৭৯. | বিশ্বদক্ষিণ | দক্ষ ও দক্ষ প্রভু |
৮০. | পরমপুরুষ | পরম ব্যক্তিত্ব |
৮১. | কমলনয়ন | পদ্ম আকৃতির চোখযুক্ত প্রভু |
৮২. | জগদীশ | সকলের রক্ষক |
৮৩. | ত্রিবিক্রম | তিন জগতের বিজয়ী |
৮৪. | রবিলোচন | যার এক চোখ সূর্য |
৮৫. | গোবিন্দ | যিনি গরু, ভূমি ও সমগ্র প্রকৃতিকে খুশি করেন |
৮৬. | অনিরুদ্ধ | যাকে বাধাদেয়া যাবে না |
৮৭. | বলি | শক্তির প্রভু |
৮৮. | দেবদেব | দেবগণের দেবতা |
৮৯. | জ্যোতিরাদিত্য | সূর্যের প্রতিভা |
৯০. | মহেন্দ্র | ইন্দ্রের প্রভু |
৯১. | ঋষিকেশ | সকল ইন্দ্রিয়ের প্রভু |
৯২. | মুরালি | বাঁশি বাজানো প্রভু |
৯৩. | নিরঞ্জন | দোষহীন প্রভু |
৯৪. | পরব্রহ্ম | সর্বোচ্চ পরম সত্য |
৯৫. | বর্ধমান | নিরাকার প্রভু |
৯৬. | সত্যব্রত | সত্য নিবেদিত প্রভু |
৯৭. | সুরেশ | সমস্ত দেব-দেবতার প্রভু |
৯৮. | সহস্রজিৎ | যিনি হাজার হাজার জয় করেন |
৯৯. | পদ্মহস্ত | যার পদ্মের মতো হাত আছে |
১০০. | কাঞ্জলোচন | পদ্মচক্ষু ঈশ্বর |
১০১. | মুরালিমনোহর | বাঁশি বাজানো ঈশ্বর |
১০২. | অনন্তজিৎ | চির বিজয়ী প্রভু |
১০৩. | জনার্ধন | যিনি সবাইকে বর দান করেন |
১০৪. | হরি | প্রকৃতির প্রভু |
১০৫. | দানবেন্দ্র | বর দানকারী |
১০৬. | ময়ূর | যে প্রভুর ময়ূর পালক-ঝুঁটি আছে |
১০৭. | বিশ্বরূপ | যিনি সর্বজনীন রূপ প্রদর্শন করেন |
১০৮. | অব্যুক্ত | যিনি স্ফটিকের মতো পরিষ্কার |