শ্রী কৃষ্ণের বিভিন্ন নাম বা কৃষ্ণ অষ্টতর শতনাম (১০৮)

শ্রী কৃষ্ণ
চিত্র: শ্রী কৃষ্ণের প্রতিমা

বিষ্ণুর সহস্রনামের ৫৭ তম নাম হল শ্রীকৃষ্ণ। শ্রী কৃষ্ণের বহু নাম ও উপাধি রয়েছে। কৃষ্ণের সবচেয়ে সাধারণ দুটি নাম হল গোবিন্দ এবং গোপাল। এই নাম দুটি ব্রজে কৃষ্ণের প্রাথমিক জীবনের সাথে জড়িত। কিছু নামের আঞ্চলিক গুরুত্বও আছে। যেমন: জগন্নাথ, এই নামে ওড়িশায় বিশেষ মূর্তির মাধ্যমে কৃষ্ণের পূজা করা হয়। জগন্নাথ রূপ কৃষ্ণের আরেকটি লীলা।

শ্রী কৃষ্ণের ১০৮ টা নাম বাংলা

"শ্রীকৃষ্ণের শতনাম বা কৃষ্ণের অষ্টতর নাম" নিচের টেবিলে অর্থ সহ দেওয়া হল

ক্রম.কৃষ্ণ অষ্টতর শতনাম/
শ্রী কৃষ্ণের বিভিন্ন নাম সমূহ
কৃষ্ণের নামের অর্থ সমূহ
১.অনন্তঅন্তহীন প্রভু
২.অজয়জীবন ও মৃত্যু বিজয়ী
৩.অপরাজিতযে প্রভুকে পরাজিত করা যাবে না
৪.দয়ানিধিদয়ালু প্রভু
৫.গোপালযিনি গোয়ালদের সাথে অভিনয় করেন, গোপ
৬.অচলতবুও প্রভু
৭.কৃষ্ণঅন্ধকার-মিশ্রিত প্রভু
৮.মনমোহনসকল আনন্দদায়ক প্রভু
৯.নারায়ণসবার আশ্রয়
১০.অচ্যুতঅচিন প্রভু
১১.শ্যামঅন্ধকার-মিশ্রিত প্রভু
১২.স্বর্গপতিস্বর্গের প্রভু
১৩.বিষ্ণুসর্বে বিরাজমান প্রভু
১৪.বিশ্বকর্মামহাবিশ্বের স্রষ্টা
১৫.অদ্ভুতবিস্ময়কর ঈশ্বর
১৬.বাসুদেবসর্বত্র বিরাজমান প্রভু
১৭.যাদবেন্দ্রযাদব বংশের রাজা
১৮.বালগোপালশিশু কৃষ্ণ, সমস্ত আকর্ষণীয়
১৯.করুণাময়দয়ালু সংগ্রহস্থল
২০.আদিদেবপ্রভুর প্রভু
২১.যোগিনামপতিযোগীদের প্রভু
২২.অনয়যার কোন নেতা নেই
২৩.অমৃতযিনি অমৃতের মতো মিষ্টি
২৪.লক্ষ্মীকান্তদেবী লক্ষ্মীর প্রভু
২৫.আদিত্যঅদিতির ছেলে
২৬.মাধবজ্ঞানী ভগবান
২৭.পরমাত্মাসকল জীবের প্রভু
২৮.পূন্যসর্বোচ্চ বিশুদ্ধ
২৯.পুরুষোত্তমপরমাত্মা
৩০.অজন্মযিনি সীমাহীন ও অন্তহীন
৩১.সর্বপালকসকলের রক্ষক
৩২.শ্রীকান্তসুন্দর ভগবান
৩৩.সুদর্শনসুদর্শন প্রভু
৩৪.উপেন্দ্রইন্দ্রের ভাই
৩৫.বিশ্বমূর্তিপুরো মহাবিশ্বের রূপ
৩৬.শ্যামসুন্দরসুন্দর সন্ধ্যার প্রভু
৩৭.যোগীপরম কর্তা
৩৮.অনাদিযিনি এক ও প্রথম কারণ
৩৯.চতুর্ভুজচতুর্মুখ প্রভু
৪০.দেবকীনন্দনমা দেবকীর পুত্র
৪১.গোপালপ্রিয়গরু -পালকদের প্রেমিক
৪২.হিরণ্যগর্ভসর্বশক্তিমান স্রষ্টা
৪৩.ধর্মধর্মধর্মের প্রভু
৪৪.জয়ন্তসকল শত্রুর বিজয়ী
৪৫.কেশবযার লম্বা, কালো জট পাকানো চুল
৪৬.জ্ঞানেশ্বরজ্ঞানের প্রভু
৪৭.দ্বারকাপতিদ্বারকার প্রভু
৪৮.মোহনসকল আকর্ষণীয় ঈশ্বর
৪৯.নন্দগোপালনন্দের পুত্র
৫০.পদ্মনাভযার পদ্ম আকৃতির নাভি আছে
৫১.পার্থসারথীসারথী-অর্জুনের রথচালক
৫২.সুমেধবুদ্ধিমান প্রভু
৫৩.শান্তশান্তিপূর্ণ প্রভু
৫৪.সনাতনঅনন্ত প্রভু
৫৫.সহস্রকাশসহস্র চোখের প্রভু
৫৬.সত্যবচনযিনি সত্য কথা বলেন
৫৭.সাক্ষীসকল সাক্ষী প্রভু
৫৮.নির্গুণকোন মালিকানা ছাড়া
৫৯.মুরলিধরযিনি বাঁশি ধরেন
৬০.মনোহরসুন্দর প্রভু
৬১.মধুসূদনঅসুর মধুর হত্যাকারী
৬২.লোকাধ্যক্ষতিন লোকের (জগতের) প্রভু
৬৩.কামসান্তককামসার হত্যাকারী
৬৪.জগন্নাথজগতের প্রভু
৬৫.সর্বেশ্বরসকল দেবতার প্রভু
৬৬.বিশ্বাত্মামহাবিশ্বের আত্মা
৬৭.জগদ্গুরুমহাবিশ্বের উপদেশক
৬৮.কমলনাথদেবী লক্ষ্মীর প্রভু
৬৯.অক্ষরঅবিনাশী প্রভু
৭০.আনন্দসাগরকরুণাময় প্রভু
৭১.দেবেশপ্রভুর প্রভু
৭২.মদনপ্রেমের প্রভু
৭৩.বৃষপর্বধর্মের প্রভু
৭৪.শ্রেষ্ঠসর্বাধিক মহিমান্বিত প্রভু
৭৫.প্রজাপতিসকল প্রাণীর প্রভু
৭৬.সহস্রপাতহাজার পায়ের ভগবান
৭৭.বৈকুণ্ঠনাথবৈকুণ্ঠের (স্বর্গীয় বাসস্থান) প্রভু
৭৮.সর্বজনসর্বজ্ঞ প্রভু
৭৯.বিশ্বদক্ষিণদক্ষ ও দক্ষ প্রভু
৮০.পরমপুরুষপরম ব্যক্তিত্ব
৮১.কমলনয়নপদ্ম আকৃতির চোখযুক্ত প্রভু
৮২.জগদীশসকলের রক্ষক
৮৩.ত্রিবিক্রমতিন জগতের বিজয়ী
৮৪.রবিলোচনযার এক চোখ সূর্য
৮৫.গোবিন্দযিনি গরু, ভূমি ও সমগ্র প্রকৃতিকে খুশি করেন
৮৬.অনিরুদ্ধযাকে বাধাদেয়া যাবে না
৮৭.বলিশক্তির প্রভু
৮৮.দেবদেবদেবগণের দেবতা
৮৯.জ্যোতিরাদিত্যসূর্যের প্রতিভা
৯০.মহেন্দ্রইন্দ্রের প্রভু
৯১.ঋষিকেশসকল ইন্দ্রিয়ের প্রভু
৯২.মুরালিবাঁশি বাজানো প্রভু
৯৩.নিরঞ্জনদোষহীন প্রভু
৯৪.পরব্রহ্মসর্বোচ্চ পরম সত্য
৯৫.বর্ধমাননিরাকার প্রভু
৯৬.সত্যব্রতসত্য নিবেদিত প্রভু
৯৭.সুরেশসমস্ত দেব-দেবতার প্রভু
৯৮.সহস্রজিৎযিনি হাজার হাজার জয় করেন
৯৯.পদ্মহস্তযার পদ্মের মতো হাত আছে
১০০.কাঞ্জলোচনপদ্মচক্ষু ঈশ্বর
১০১.মুরালিমনোহরবাঁশি বাজানো ঈশ্বর
১০২.অনন্তজিৎচির বিজয়ী প্রভু
১০৩.জনার্ধনযিনি সবাইকে বর দান করেন
১০৪.হরিপ্রকৃতির প্রভু
১০৫.দানবেন্দ্রবর দানকারী
১০৬.ময়ূরযে প্রভুর ময়ূর পালক-ঝুঁটি আছে
১০৭.বিশ্বরূপযিনি সর্বজনীন রূপ প্রদর্শন করেন
১০৮.অব্যুক্তযিনি স্ফটিকের মতো পরিষ্কার
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url