কবুতর একটি জনপ্রিয় গৃহপালিত পাখি। প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হতো। এছাড়াও কবুতর ওড়ানোর প্রতিযোগিতা বা কবুতরের রেসিং প্রাচীনকাল থেকেই চলে আসছে।
যে সকল কবুতরকে নূন্যতম ৫০ কি.মি. দূর থেকে ছেড়ে দিলে নিজের ঠিকানায় চলে আসতে পারে, সে সকল কবুতরকে "রেসার কবুতর" বলা হয়। রেসার কবুতরের অনেক জাত রয়েছে, তবে শুধু জাত মিললেই তাকে রেসার কবুতর বলা যাবে না। এজন্য জাতের পাশাপাশি বেশ কিছু বিষয় সূক্ষভাবে পর্যবেক্ষণ করে রেসার কবুতর নির্বাচন করতে হয়। রেসার কবুতর চেনার উপায় নিচে দেওয়া হল
রেসার কবুতর চেনার উপায়
- রেসার কবুতরের দেহের তুলনায় মাথা ছোট থাকবে।
- দেহ বড় ও খুব স্ট্রং থাকবে।
- ঠোঁট চ্যাপ্টা থাকবে।
- সবগুলো পালক সমান এবং ইসমুত থাকবে।
- ডানার পালকে কোন ফাকা থাকবে না।
- কবুতরের পালক মজবুত থাকতে হবে বিশেষ করে ডানার পালক।
- রেসার কবুতরের গায়ে পাউডারের মত আস্তরন থাকবে যা কবুতরটিকে ধরলে পাউডারের মতো হাতে পরবে।
নোট: রেসার কবুতর একটি "cross brid" জাতীয় কবুতর। কবুতরটি দেখলে যেন বোঝা যায় এটি খুব স্ট্রং, হেলদি ও রেস করার জন্য উপযুক্ত। কবুতরটির ঠোট ফাক করে দেখবেন মুখের ভেতরে কোন ঘা আছে কিনা, যদি ঘা থাকে তাহলে কবুতরটি নিবেন না এটি অসুস্থ কবুতর। কবুতরটির বুকের হাড়ে হাত দিয়ে দেখবেন হার বের হয়ে আছে কিনা যদি হার বের হয়ে থাকে তাহলে বুঝবেন কবুতরটি বয়স বেশি আর যদি দেখেন হার ভেতরে তাহলে বুঝবেন কবুতরের বয়স কম। কবুতরের পালক ফাঁকা থাকলে কিনবেন না, কারণ উরার সময় বাতাসের সাথে নাজের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে না।
রেসার কবুতর দাম
কবুতর উড়ানোর প্রতিযোগিতা হল রেসিং এবং এই ধরনের প্রতিযোগিতায় যেসব কবুতর অংশগ্রহণ করে তাদেরকে রেসার কবুতর বলা হল।
বর্তমান বাজারে অনেক জাতের রেসার কবুতর পাওয়া যায়। প্রতিটি কবুতরের ধরন ও দাম ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। আজ আমরা আপনাদের রেসার কবুতর দাম সম্পর্কে ধারনা দিব।
- গিরিজাল নর কবুতর ১,৫০০ টাকা,
- সবজি রেসার কবুতর ১,০০০ টাকা,
- ইমপোর্টেড রেসিং পিগণ ১২,০০০ টাকা,
- বাগদাদি হোমা কবুতর ১,৫০০ টাকা,
- মাকছি মাদি কবুতর ১,০০০ টাকা,
- মিলি রেসার কবুতর ৩,০০০ থেকে ৬,০০০ টাকা,
- জিরা মাদ্রাসি মালি ৮,০০০ টাকা,
- সাদা রেসার কবুতর ২,৫০০ টাকা,
- হুমা রেসার কবুতর ২,০০০ টাকা,
- গ্রিজেল রেসার কবুতর ৩,৫০০ টাকা,
- বাগদাদি হুমা ২,০০০ টাকা,
- সিলভার রেসার ২,০০০ টাকা,
- সাদা গ্রিজেল কবুতর ২,৫০০ টাকা,
- রেড চেকার নর কবুতর ১,০০০ টাকা,
- বিআরপিএফসি ক্লাব রেসার ৬,০০০ টাকা।
বিশেষ নোট: এই সব রেসার কবুতরের দাম আনুমানিক কিছুটা কম বেশি হতে পারে।