সরকারি খামার থেকে ছাগল ক্রয়
সরকারি খামার থেকে ছাগল ক্রয় করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে পর্যায়ক্রমে ধাপসমূহ উল্লেখ করা হলো:
- নিজ উপজেলার প্রাণী সম্পদ অফিসারের অফিস থেকে নির্দিষ্ট ফ্রম পূরণ করে জমা দিতে হবে।
- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আপনার চাহিদা এবং আবেদনের প্রেক্ষিতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নিকট আপনার আবেদনটি পাঠাবে।
- পরবর্তীতে ঢাকার সাভারে অবস্থিত সরকারি খামারে অথবা আপনার নিকটবর্তী সরকারি ছাগল উন্নয়ন খামারে আপনার আবেদনটি পাঠানো হবে।
- এরপর চূড়ান্তভাবে অনুমোদনের পর আপনাকে যে কয়টি ছাগল দেয়া হবে তার দাম ব্যাংক ড্রাফ করে পরিশোধ করতে হবে।
- নির্দিষ্ট ছাগল খামারে থাকলে খুব দ্রুতই আপনাকে দেয়া হবে, নতুবা কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে।
ছাগলের দাম:
সরকারি খামার থেকে ছাগল ক্রয় করতে প্রতিটি উন্নত জাতের ছাগলের মূল্য নূন্যতম ১৮০০ টাকা হারে দাম দিতে হয় এবং দেশি পিউর ব্লাক বেঙ্গল ছাগলের দাম ১২০০ টাকা দিতে হবে। ছাগলের জাতভেদে দাম কমবেশি হতে পারে।
কেন সরকারি খামার থেকে ছাগল কিনবেন?
সরকারি খামার ছাগল পালন করে বাচ্চা উৎপাদন এবং প্রান্তিক কৃষকের নিকট বিক্রি করে থাকে। তবে যদি অন্য দেশ থেকে আমদানি করা হয়, সেক্ষেত্রে ১/২ মাস খামারে পালন করে এই দেশের আবহাওয়ার সাথে ম্যাচিং করিয়ে প্রান্তিক কৃষকের হাতে দেয়া হয়। যার ফলে ছাগলের বিভিন্ন রোগ ও মৃত্যু ঝুকি কমে যায়। তাছাড়া দামের দিক থেকেও অনেক কম রেখে থাকে সরকারি খামারে।
সবাই কি সরকারি খামার থেকে ছাগল নিতে পারবে?
না, সবাইকে ছাগল দেয়া হয়না। এজন্য কিছু শর্তপূরণ সাপেক্ষে আবেদন করলে সরকারি খামার থেকে ছাগল নিতে পারবেন। যেমন:
- খামার করবার জন্য আপনার জায়গা অথবা খামার ঘর থাকতে হবে।
- পূর্ণ বয়স্ক হতে হবে।
- বাংলাদেশি নাগরিক হতে হবে।
একসাথে কয়টা ছাগল নেয়া যাবে?
আপনাকে আপনার চাহিদা মতো আবেদন করতে হবে। এরপর সরকারি খামারের জোগান এবং তাদের অনুমদনের মধ্য দিয়ে সিদ্ধান্ত জানাবে, আপনাকে কয়টি ছাগল দেবে।
ছাগল ক্রয়ের জন্য সরকারি খামার কোথায় কোথায় রয়েছে?
বাংলাদেশে মোট ৪টি সরকারি খামার রয়েছে ছাগলের জন্য। নিচে থামারগুলির ঠিকানা এবং যোগাযোগের নাম্বার দেয়া হলো:
- ছাগল উন্নয়ন খামার, সাভার, ঢাকা
জনাম মোস্তফা মহিদুজ্জামান [প্রাণী সম্পদ কর্মকর্তা
০১৭৩২৪৬৮৭৭৬ - ছাগল উন্নয়ন খামার, সিলেট
জনাম মোঃ কামরুজ্জামান [প্রাণী সম্পদ কর্মকর্তা]
০১৭১১১৫৬৬৯৯ - ছাগল উন্নয়ন খামার, চূয়াডাঙ্গা
জনাব মোঃ আরমান আলী [প্রাণী সম্পদ কর্মকর্তা]
০১৯১৬৬৮১২৪৭ - ছাগল উন্নয়ন উপকেন্দ্র, ঝিনাইদহ
ঝিনাইদহ সদরের ইউএনও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।