ফিঞ্চ পাখির দাম এবং বিস্তারিত তথ্য
এই পোস্টে আমরা ফিঞ্চ পাখি নিয়ে কয়েকটি ধাপে আলোচনা করবো।
- ফিঞ্চ পাখির পরিচিতি
- ফিঞ্চ পাখির ইতিহাস
- ফিঞ্চ পাখির দাম
- স্বভাব প্রকৃতি
- খাঁচা
- ফিঞ্চ পাখির খাবার
- জেব্রা ফিঞ্চ
ফিঞ্চ পাখির পরিচিতি
ফিঞ্চ পাখির ইতিহাস
ফিঞ্চ পাখির অনেক প্রজাতি রয়েছে। তবে প্রায় সব প্রজাতিই ফ্রিঞ্জিলিডি পরিবারের অন্তর্ভুক্ত। দেশ এবং অঞ্চলভেদে এই পাখির বিভিন্ন নাম রয়েছে। তবে অধিকাংশ দেশেই ফিঞ্চ পাখি হিসেবেই পরিচিত।
ফিঞ্চ পাখির দাম
ক্রম. | প্রজাতি | ফিঞ্চ পাখির দাম (প্রতি পিস) |
১. | জেব্রা ফিঞ্চ পাখি | ৫০০ থেকে ৮০০ টাকা |
২. | গোল্ডেন ফিঞ্চ পাখি | ১৫০০ থেকে ২০০০ টাকা |
৩. | বেঙ্গলি ফিঞ্চ পাখি | ৩০০ থেকে ৬০০ টাকা |
পাখির দাম বিভিন্ন বাজার/ সাইজের উপর ভিত্তি করে কমবেশি হয়ে থাকে। নিচে প্রতিটি জাতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
স্বভাব প্রকৃতি
খাঁচার মধ্যে এই পাখিগুলো সব সময় ছুটাছুটি করে। জোড়ায় জোড়ায় রাখলে নিজেরা খুনসুটিতে ব্যাস্ত থাকে। খেলাধুলার জন্য মাঝে মধ্যে শুকনা ঘাস বা অন্য চিকন কিছু দিতে হয়, তাহলে সেই ঘাস/ খরকুটো নিয়ে খেলা করে এবং ঘর সাজায়। সব সময় ছুটাছুটি করার কারণে বাববার খিদে পায়, তাই বেশি পরিমাণে খাবার দিয়ে রাখতে হয় অথবা কিছুক্ষণ পরপর খাবার ও পানি দিতে হয়। এছাড়াও গোসল করার জন্য নিয়মিত পানি দিতে হয়, কারণ গোসল করতে এরা খুব পছন্দ করে।
প্রকৃতিতে মুক্ত ফিঞ্চ পাখিরা দলবেধে থাকতে পছন্দ করে। চড়ুই পাখির মতো মানুষের বাসাবাড়ির আসপাশে এদের বাস করার প্রবণতা দেখা যায়। এই পাখিগুলো তাদের সাইজের অন্য প্রজাতির পাখির সাথে বন্ধুসুলভ আচরণ করে থাকে।
খাঁচা
পাখির সাইজ ছোট হলেও খাঁচার সাইজ একটু বড় প্রয়োজন হবে। কারণ এই পাখিগুলো প্রচন্ড উরাউরি করতে পছন্দ করে। যদি যথেষ্ট লাফঝাপের জায়গা না থাকে তাহলে এদের মন ভাল থাকেনা এবং মেয়ে পাখিগুলো ঠিকমতো ডিম দেয়না। তাই যতটা সম্ভব বড় সাইজের খাঁচার ব্যাবস্থা করবেন। ব্রিডিং এর সময় ১ জোড়া পাখির জন্য নূন্যতম ১৮*১৮*১৮ সাইজের খাঁচা সর্বোত্তম তবে জায়গার সমস্যা হলে আরেকটু ছোট করতে পারেন যেমন ১৮*১২*১৮ অথবা ১২*১৮*১৮ সাইজ।ব্রিডিং ছাড়া অন্য সময়ে ১৮*২৪*২৪ সাইজের খাঁচায় একসাথে ৪ থেকে ৫ জোড়া পাখি রাখতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে
ফিঞ্চ পাখির খাবার
- ফিঞ্চ পাখির প্রধান খাবার সিড মিক্স। সিড মিক্স বাসায় বানিয়ে নিতে পারবেন। এজন্য কাউন, হোয়াইড মিলেট, হোয়াইট চীনা, বাশমতি বা পোলাও ধান, ক্যানারিসহ বিভিন্ন উপানদান যোগ করতে পারেন।
- সবুজ শাক সবজি ফিঞ্চ পাখির পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। কলমি শাক, পালং শাক, লাল শাক সরিষা শাক ইত্যাদি দিতে পারেন।
- বিভিন্ন সবজি সাপ্তাহে ৩/৪ দিন দিবেন, বিশেষ করে গাজর খুব ভাল খায় এ পাখি।
- ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য ডিমের খোসা ধুয়ে শুকিয়ে গুড়া করে সিড মিক্সের সাথে দিতে পারেন। আবার আস্ত ডিমের খোসাও রাখতে পারেন।
- পাখির প্রোটিনের চাহিদা পূরণের জন্য এগফুড বা মেলওয়ার্ম দিবেন অথবা পিপড়া/ মাদরাই এর ডিম দিতে পারেন যদি সংগ্রহ করতে পারেন।
জেব্রা ফিঞ্চ পাখির বিবরণ:
জাত: জেব্রা ফিঞ্চের বেশ কিছু জাত রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত গ্রে এবং এ্যাশ কালারের জেব্রা ফিঞ্চ, এদেরকে নরমাল জেব্রাও বলা হয়ে থাকে। এছাড়াও হোয়াইট, সোনো-হোয়াইট, ফন, ব্লাক চিক, পাইড, ক্রেস্টেড, চেস্টনাট ফ্লাঙ্কড হোয়াইট, সিলভার, ইজাবেল প্রভৃতি প্রজাতির জেব্রা ফিঞ্চ রয়েছে বিভিন্ন দেশে।