বিলিরুবিন কি? বিলিরুবিন তৈরি হয় কোথায়?
বিলিরুবিন কি?
বা, বিলিরুবিন মানে কি?
রক্তের লোহিত কণিকা ১২০ দিনের চক্র শেষে, যকৃতে ভেঙে হলুদ রঙের পদার্থে পরিণিত হয়, এই হলুদ রঙের পদার্থকেই বিলিরুবিন বলা হয়। এটি খাদ্য হজম ও মল তৈরি করতে সাহায্য করে।
রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে দেহের ত্বক, চোখের সাদা অংশ এবং শরীরের অন্যন্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের ঘনত্ব 1.2 mg/dL বা 25 µmol/L এর নিচে থাকলে স্বাভাবিক ধরা হয়। কিন্তু বিলিরুবিনের ঘনত্ব 3 mg/dL বা 50 µmol/L এর বেশি হলে জন্ডিস ধরা হয়।
বিলিরুবিন তৈরি হয় কোথায়:
বিলিরুবিন তৈরি হয় যকৃতের প্লীহাতে। আমাদের দেহের রক্তের লোহিত কণিকাসমূহ স্বাভাবিক নিয়মেই যকৃতের প্লীহাতে ভেঙে বিলিরুবিন তৈরি হয়। পরবর্তীতে প্রক্রিয়াজাত হয়ে যকৃত থেকে বের হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে স্বাভাবিক নিয়মেই। এরপর বিলিরুবিন পায়খানার মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। কোনো কারণে এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলে রক্তে বিলিরুবিনের মাত্রা অনেক বেড়ে যায়, তখন শরীর ও চেহারা ফ্যাকাশে দেখায় এবং জন্ডিসে আক্রান্ত হিসেবে ধরা হয়।
আরো পড়ুন ......