জীবনের কিছু সত্য কথা
পৃথিবীর বিখ্যাত ব্যাক্তিদের বাছাইকৃত উপদেশমূলক জীবনের কিছু সত্য কথা নিচে তুলে ধরা হয়েছে:
১. কোনো কঠিন কাজ করার ক্ষেত্রে একজন অলস ব্যাক্তিকে দায়িত্ব দিতে পারো, তাহলে দেখবে কঠিন কাজটি শেষ করার জন্য সে একটি সহজ পদ্ধতি বের করে ফেলেছে।
২. ছোট বেলায় আমি মাঝে মধ্যেই পরীক্ষায় ফেল করতাম, আবার পাশ করলেও তেমন ভালো রেসাল্ট হতোনা। তারপরো আমি আজ মাইক্রোসফটের চেয়ারম্যান, আর আমার ক্লাসের সেই ফাস্ট বয় আজ আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার। [বিল গেটস]
৩. ভালো রেসাল্ট করা আর জীবণে ভালো কিছু করার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। তাই নিজের লক্ষে পৌছাতে কাজকে গুরত্ব দাও, সে তুমি যাই করোনা কেন।
৪. প্রিয় মানুষকে পাবার জন্য জীবণ না দিয়ে, এমন কিছু করো যেন সে তোমায় চাইবে, সাথে তার পরিবারো চাইবে। কি পারবেনা? কাজে লেগে যাও, সব হবে।
৫. "জীবণেও হবেনা", এমন কথা না বলে চেষ্টা করো, তারপর আবার চেষ্টা করো, দেখবে যা হবার নয় তার চেয়েও বেশি হয়ে গিয়েছে।
৬. ধর্য্য ধরো এবং লেগে থাকো, সফলতা সেই পায় যে হাল ছাড়েনা।
৭. উফফ... ভুল করেছো, নিশ্চয় কিছু শিখেছো.... পরেরবার সেটা কাজে লাগিয়ো, দেখবে ভুল কি করে মানুষকে উত্তম কিছু করতে শিক্ষা দেয়।
৮. ভুল থেকে জ্ঞানীরা শিক্ষা নেই আর বোকারা হতাশ হয়ে পড়ে থাকে। তুমি কোনটা? ভুল থেকে শিক্ষা নিতে লজ্জিত হয়োনা, এটা আমাদের জীবণে সফলতার প্রধান একটি শিক্ষা। যদি তা গ্রহণ না করো, তবে সফলতা তুমি পাবেনা।
৯. আমরা জীবণে এমন অনেক মানুষ পাবো, যারা আমাদের খারাপ দিকটা নিয়ে ব্যাস্ত থাকে এবং সবার সামনে খাটো করতে আমাদের দুর্বলতাগুলো সামনে আনে। এতে রাগ করোনা, দুর্বলতাগুলো তোমার খুজে বের করতে হচ্ছেনা। এটা ভেবে নিজেকে আপডেট করে নাও। দেখবে ক্রমেই তুমি উপরে উঠছো, আর সেই সমালোচকেরাই বাহবা দিচ্ছে...।
১০. যখন তোমার পকেট ভর্তি টাকা, গাড়ি, বাড়ি সবই থাকবে, তখন যদি ভুলে যাও - তুমি কে? তাহলে মনে রেখো, কখনো যদি পকেট ফাকা হয়ে যায় - এই জগতের সবাই তোমায় ভুলে যাবে।
১১. জীবণে ভালো কিছু বন্ধু তৈরি করো, যারা তোমার দুর্দিনে পাশে থাকবে।
১২. সফলতা উৎযাপন করতে পারো, তবে ব্যার্থতাকে ভুলে যেওনা।
১৩. যখন তোমার ব্যার্থতাকে ভুলে যাবে, তখন একইরুপ ব্যার্থতায় তুমি আবারো পড়বে, তাই ব্যার্থতাগুলো স্বরণে রেখ।
১৪. ব্যার্থতা স্বরণ রাখবে কারণ এটা আমাদের একটা বিশেষ শিক্ষা, যে শিক্ষাকে জীবণের শিক্ষা বলা যেতে পারে। আর এই শিক্ষা যার যতো বেশি সেই ততো বেশি সফল এই জগৎ জীবণে।
১৫. তোমার জীবণকে তুমি নিজেই বদলাতে পারো, যদি তুমি তোমার নিজের মধ্যে দৃঢ় ইচ্ছা শক্তি লালন করো।
১৬. সফল লোককে দেখে ইর্শান্বিত হয়োনা, বরং এটা খুজে বের করো: "সে কিভাবে সফল হলো?"
১৭. আমরা আমাদের সারা জীবণে সেটাই পাই, যা আমরা নিজেরা করি।
১৮. তাই বলা হয়, "কর্মই জীবণ"।
১. কর্মক্ষেত্রে আমরা প্রতি নিয়ত শিখি, তাই যতো বেশি কর্ম করবে ততোই শিখবে।
২০. যারা অলসতা করে সময় ক্ষেপন করে, তারা পস্তায়; যখন বুঝতে পারে সময় আর নেই।