চিত্র: বঙ্গবন্ধু টানেলের ভিতরের দৃশ্য
কর্ণফুলী নদীর তলদেশে নির্মানাধীন সড়ক সুরঙ্গের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল। নদীর নিচ দিয়ে নির্মানাধীন এমন টানেল দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম এবং বাংলাদেশের ইতিহাসে হবে প্রথম সুরঙ্গপথ। সর্বশেষ তথ্য অনুসারে, টানেলের ৯৬% নির্মাণ কাজ সম্পন্ম হয়েছে এবং বাকি ৪% কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কাজ চলছে [আপডেট: ২৩/০৫/২০২৩ ইং]। টানেলের নির্মাণ ব্যায় নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা। তবে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কারণে ব্যায় বাড়বে আরো ১৬৪ কোটি টাকা (প্রায়)।
বঙ্গবন্ধু টানেল বিস্তারিত
- সেতুর অবস্থান: চট্টগ্রাম, বাংলাদেশ;
- টানেলের ধরন: সরক পথ;
- টানেলর দৈর্ঘ: ৩.৪৩ কিলোমিটার;
- টানেলর প্রস্থ: ১০ মিটার;
- ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়: ২০১৬ সালের ১৪ অক্টোবর;
- ভিত্তিপ্রস্তর স্থাপনকারী: দুইজন। যথা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং;
- নির্মাণ শুরু: ২৪ ফেব্রুয়ারি ২০১৯;
- নির্মাণ শেষ হবে: ২০২৩ সালের ডিসেম্বরে।
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ২০১৬ সালের ১৪ অক্টোবর। এবপর ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন ২০২৩ সালের ডিসেম্বর মাসে।
নির্মাণ ব্যায়
২০১৫ সালের নভেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা প্রকল্প নির্মাণ ব্যায় অনুমোদন দিয়েছিল। পরবর্তীতে প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলে নির্মাণ ব্যায় ধরা হয়েছে মোট ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা। নির্মাণ ব্যায় বহনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনের এক্সিম ব্যাংকের সাথে। চুক্তি অনুযায়ী, ২০ বছর মেয়াদে ২% সুদে মোট ৫ হাজার ৯১৩ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি। প্রকল্পের বাকি টাকা বহন করছে বাংলাদেশ সরকার।
প্রকল্পের মেয়াদ তৃতীয় ধাপে বৃদ্ধি করে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত করায় ব্যায় বাড়বে প্রায় ১৬৪ কোটি টাকা।
বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান
১. বঙ্গবন্ধু টানেল এর প্রস্থ কত? [টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ কর্তৃক অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষা (২৪-০৩-২০২৩)]
(ক) ৮ মিটার.
(খ) ১০ মিটার √
(গ) ১২ মিটার
(ঘ) ১৩ মিটার
২. কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের" দৈর্ঘ্য কত কি.মি.? [গ্রামীণ ব্যাংক প্রবেশনারী অফিসার নিয়োগ পরীক্ষা (০৩-০৩-২০২৩), পায়রা বন্দর কর্তৃপক্ষ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা (২০-০৫-২০২৩)]
(ক) ৩.৬২ কি.মি
(খ) ৩.৪৩ কি.মি √
(গ) ৩.৮২ কি.মি
(ঘ) ৩.৫২ কি.মি
৩. বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশ দিয়ে নির্মাণ করা হচ্ছে? [জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অআরেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর নিয়োগ পরীক্ষা (১৬.০৪.২০২২)]
(ক)শঙ্খ
(খ) কর্ণফুলী √
(গ) হালদা
(ঘ) বাক্ষালি
৪. What is the length of Bangabandhu Tunnel? [ সিনিয়র অফিসার পদে চাকরির পরীক্ষা, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ (০৯-১০-২০২১)]
(a) 3.10 km
(b) 3.40 km √
(c) 3.68 km
(d) 3.70
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচ দিয়ে মিলিত হচ্ছে? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষা (২২.১০.২০২১]
(ক) শঙ্খ
(খ) কর্ণফুলী √
(গ) হালদা
(ঘ) বাক্ষালি
৬. "One city two towns", which project in Bangladesh is related to this concept? [(NSI) অর্থাৎ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং রিসার্স অফিসার্স পদের নিয়োগ পরীক্ষা (০৮.১০.২০২১)]
(a) Padman Bridge
(b) Metro Rail
(c) Kuril Flyover
(d) Karanfuli river tunnel √
৭. বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে?
উত্তর : ২০১৬ সালের ১৪ অক্টোবর
৮. কে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন?
উত্তর: যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
৯. টানেলের নির্মাণকাজ শুরুর উদ্বোধন করা হয় কখন?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ২০১৯।
১০. টানেলের নির্মাণকাজ উদ্বোধন করেন কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হসিনা
১১. টানেলের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর : ৩.৪৩ কিলোমিটার
১২. বঙ্গবন্ধু টানেলের কতটি সুড়ঙ্গ বা টিউব আছে?
উত্তর : ২টি।
১৩. কর্ণফুলী নদীর কত ফুট গভীরে বঙ্গবন্ধু টানেল নির্মাণকাজ চলছে?
উত্তর : ১৫০ ফুট।
১৪. বঙ্গবন্ধু টানেলের সাথে সংযোগ সড়কের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর : ৫.৩৫ কিলোমিটার।
১৫. বঙ্গবন্ধু টানেলের মধ্য দিয়ে গাড়ি চলাচলের সর্বোচ্চ গতিসীমা কত?
উত্তর : ৮০ কি.মি.
১৬. টানেল নির্মাণ করার ফলে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমেছে কত কিলোমিটার?
উত্তর : ৪০ কিলোমিটার।
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান টানেলের লেন কয়টি?
উত্তর : ৪টি।
১৮. বঙ্গবন্ধু টানেল কোন কোন এলাকাকে সংযুক্ত করেছে?
উত্তর : এশিয়ান হাইওয়েকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত করবে।
১৯. কর্ণফুলী টানেলের প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর : চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কো. লি. [সংক্ষেপে সিসিসিসি]।
২০. বঙ্গবন্ধু টানেলের মোট নির্মাণ ব্যয় কত ধরা হয়েছে?
উত্তর : ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা।
২১. বঙ্গবন্ধু টানেলের ঋণসহায়তা প্রদান করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ২০ বছর মেয়াদে চীনের এক্সিম ব্যাংক ঋণ দিয়েছে ৫ হাজার ৯১৩ কোটি টাকা এবং প্রকল্পের বাকি টাকা প্রদান করেছে বাংলাদেশ সরকার।
২২. এক্সিম ব্যাংকের দেয়া ঋণের সুদের হার কত শতাংশ?
উত্তর : ২ শতাংশ।
২৩. কর্ণফুলী টানেল নির্মাণে ঋণচুক্তি হয়েছিল কবে?
উত্তর : ১৪ অক্টোবর ২০১৬।
২৪. টানেল নির্মাণকে কেন্দ্র করে চট্টগ্রাম শহরকে কোন মডেলে গড়ে তুলা হবে?
উত্তর : ‘ওয়ান সিটি টু টাউন’ বা এক নগর দুই শহর মডেলে, চীনের সাংহাই শহরের আদলে।
২৫. দক্ষিণ এশিয়ায় মধ্যে নদীর তলদেশে নির্মিত সর্বপ্রথম ও সবচেয়ে দীর্ঘতম টানেলের নাম কি?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
২৬. বঙ্গবন্ধু টানেল দেশের জিডিপিতে প্রবৃদ্ধি বাড়াবে কত %?
উত্তর : ০.১৬৬%।
২৭. কোনো বিশেষ প্রয়োজনে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জন্য কতটি সংযোগ রয়েছে?
উত্তর : ৩টি।
২৮. টানেলের ভিতরের জলাবদ্ধতার দেখা দিতে পারে, এই আশঙ্কায় কয়টি সেচ পাম্প বসানো হয়েছে টানেলের ভেতর?
উত্তর : ৫২টি সেচ পাম্প।
২৯. টানেল নির্মাণকালীন সার্বিক তত্বাবধায়ক কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।