দাউদকান্দি ব্রিজ

দাউদকান্দি ব্রিজ
চিত্র: দাউদকান্দি ব্রিজ

দাউদকান্দি ব্রিজের অবস্থান: সুদীর্ঘ দাউদকান্দি ব্রিজটি কুমিল্লা জেলার দাউদকান্দিতে গোমতি - মেঘনা নদীর উপর অবস্থিত। এটি ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের একটি সেতু। গুরুত্বপূর্ণ এই সেতুটি ঢাকার সাথে সংযুক্ত করেছে চট্টগ্রাম অঞ্চলকে।

একনজরে দাউদকান্দি ব্রিজ:

দাউদকান্দি ব্রিজ বলতে গোমতী ১ম ও ২য় উভয় সেতুকে বোঝায়। দাউদকান্দি ১ম সেতুটি তৈরি করা হয়েছিলো ২ লেনের, যা দ্বিতীয় সংস্করণে আরো ২ টি লেন বৃদ্ধি করে উন্নিত করা হয় ৪ লেনে। ফলে গোমতি সেতু ১ অর্থাৎ দাউদকান্দি ব্রিজ ১ চার লেনে উন্নীত হওয়ায় এর প্রস্থ ৯.২ মিটার থেকে বৃদ্ধি পেয়ে ১৭.৭৫ মিটার হয়। পরবর্তীতে ২য় সেতুটির নির্মাণ শুরু হয় ২০১৬ সালে এবং নির্মাণ শেষ হয় ২০১৯ সালে। নিম্নে দাউদকান্দি ব্রিজ বা গোমতী সেতু ২য় এর বিবরণ তুলে ধরা হলো:

ক্রম.একনজরেদাউদকান্দি ব্রিজ এর বিবরণ
১.দৈর্ঘ: ১৪১০ মিটার
২.প্রস্থ: ১৭.৭৫ মিটার
৩.স্প্যান সংখ্যা: ১৭ টি
৪.পিলার সংখ্যা: ১৬টি
৫.লেন: ৪ লেন [দুই সেতু মিলে ৮ লেন]
৬.সেতুর ধরণ: সড়ক সেতু
৭.নির্মাণ শুরু: ২০১৬ সালের ৩ জানুয়ারি
৮.নির্মাণ শেষ: ২০১৯ সালে
৯.উদ্বোধন হয়: ২৫ মে, ২০১৯
১০.উদ্বোধনকারী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১.নির্মাণ ব্যায়: সাড়ে ১৯ কোটি টাকা
১২.নির্মানকারী প্রতিষ্ঠান: জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়শি করপোরেশন, জেএফএফ করপোরেশন, শিমঝু করপোরেশন এবং আইএইচআই ইনফ্রা সিস্টেমস কোম্পানি লিমিটেড যৌথভাবে।
১১.স্থায়ীত্বকাল: ১০০ বছর


দাউদকান্দি ব্রিজের বিবরণ

চার লেনের ২য় দাউদকান্দি ব্রিজটি [গোমতি সেতু] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে ২০১৯, গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এরপর জনসাধারণের জন্য সেতুটি খুলে দেয়া হয়। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই সেতুটি নির্মিত হয়। সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪১০ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মিত হয়েছে।২০১৬ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং এ সেতুর নির্মান কাজ শেষ হয় ৪১ মাস পর ২০১৯ সালে।

দাউদকান্দি ব্রিজ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর

দাউদকান্দি ব্রিজ কত কিলোমিটার?

দাউদকান্দি ব্রিজ ১.৪১ কিলোমিটার দৈর্ঘ এবং ০.০১৭৭৫ কিলোমিটার প্রস্থ।

দাউদকান্দি ব্রিজ কোন নদীর উপর?

দাউদকান্দি ব্রিজ গোমতি ও মেঘনা নদীর উপর অবস্থিত।

দাউদকান্দি ব্রিজ কত সালে উদ্বোধন হয়?

দাউদকান্দি ১ম ব্রিজটি ১৯৯৫ সালে এবং ২য় ব্রিজটি ২০১ সালে উদ্বোধন হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url