বাংলাদেশ সেনাবাহিনীর পদবী এবং পদক্রম

বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর পদক্রম তিনভাগে করা হয়। যথা:

সেনাবাহিনীর কমিশন্ড পদবীর অফিসারগণ প্রথম শ্রেণীর সেনা সদস্য। জুনিয়র কমিশন্ড অফিসারগণ প্রথম শ্রেণী (নন-ক্যাডার) সদস্য এবং এনসিও-দের মধ্যে সকল সার্জেন্ট পদবীর সেনা সদস্য দ্বিতীয় শ্রেণীর ও বাকিরা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত।

কমিশন্ড অফিসার

কমিশন্ড অফিসারদের মোট দশটি গ্রেড রয়েছে। সর্বনিম্ন গ্রেড সেকেন্ড লেফটেন্যান্ট এবং সর্বোচ্চ গ্রেড জেনারেল। নিচে কমিশন্ড অফিসারদের পদবীর উর্ধক্রম থেকে নিম্নক্রমে সাজানো হয়েছে।

ডিফেন্স অফিসার র‍্যাংক গ্রেডসেনাবহিনীর পদবীপদবি চিহ্নসমূহমোটর গাড়িতে স্টার প্লেট
গ্রেড ১সেকেন্ড লেফটেন্যান্টসেকেন্ড লেফটেন্যান্ট পদবি চিহ্ন
গ্রেড ২লেফটেন্যান্টলেফটেন্যান্ট পদবি চিহ্ন
গ্রেড ৩ক্যাপ্টেনক্যাপ্টেন পদবি চিহ্ন
গ্রেড ৪মেজরমেজর পদবি চিহ্ন
গ্রেড ৫লেফটেন্যান্ট কর্নেললেফটেন্যান্ট কর্নেল পদবি চিহ্ন
গ্রেড ৬কর্নেলকর্নেল পদবি চিহ্ন
গ্রেড ৭ব্রিগেডিয়ার জেনারেলব্রিগেডিয়ার জেনারেল পদবি চিহ্নব্রিগেডিয়ার জেনারেল স্টার প্লেট
গ্রেড ৮মেজর জেনারেলমেজর জেনারেল পদবি চিহ্নমেজর জেনারেল স্টার প্লেট
গ্রেড ৯লেফটেন্যান্ট জেনারেললেফটেন্যান্ট জেনারেল পদবি চিহ্নলেফটেন্যান্ট জেনারেল স্টার প্লেট
গ্রেড ১০জেনারেলজেনারেল পদবি চিহ্নজেনারেল স্টার প্লেট

জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)

জুনিয়র কমিশন্ড অফিসারগণ ১ম শ্রেণীর সেনা সদস্য (নন ক্যাডার) হিসেবে পরিগণিত হয়ে থাকেন। রাষ্ট্রপতির নিকট থেকে এই পদবীর গেজেটভুক্ত করা হয়। পূর্বে (জেসিও) এর তিনটি পদক্রম ছিল, বর্তমানে দুইটি স্পেশাল গ্রেড যুক্ত করায় পাঁচটি পদক্রম হয়েছে।

জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)সেনাবাহিনীর পদবীপদবীর ব্যাজ
জেসিও গ্রেড ১ওয়ারেন্ট অফিসার (WO)ওয়ারেন্ট অফিসার ব্যাজ
জেসিও গ্রেড ২সিনিয়র ওয়ারেন্ট অফিসার (SWO)সিনিয়র ওয়ারেন্ট অফিসার ব্যাজ
জেসিও গ্রেড ৩মাস্টার ওয়ারেন্ট অফিসার (MWO)মাস্টার ওয়ারেন্ট অফিসার ব্যাজ
জেসিও স্পেশাল গ্রেডঅনারারি লেফটেন্যান্টঅনারারি লেফটেন্যান্ট ব্যাজ
জেসিও স্পেশাল গ্রেডঅনারারি ক্যাপ্টেনঅনারারি ক্যাপ্টেন ব্যাজ

নন-কমিশন্ড অফিসার (এনসিও)

সাধারণ সৈনিক থেকে শুরু করে রেজিমেন্ট সার্জেন্ট মেজর পর্যন্ত মোট আটটি পদক্রম রয়েছে এনসিও ক্যাটাগরিতে।

অরডিনারি সোল্ডারস (ওআর) গ্রেডসেনাবাহিনীর পদবীপদবীর ব্যাজশেভরন ইউনিভার্সাল বার
(ওআর) গ্রেড ১সৈনিকসৈনিক ব্যাজ
(ওআর) গ্রেড ২ল্যান্স কর্পোর‍্যালল্যান্স কর্পোর‍্যাল ব্যাজল্যান্স কর্পোর‍্যাল শেভরন
(ওআর) গ্রেড ৩কর্পোর‍্যালকর্পোর‍্যাল ব্যাজকর্পোর‍্যাল শেভরন
(ওআর) গ্রেড ৪সার্জেন্টসার্জেন্ট ব্যাজসার্জেন্ট শেভরন
(ওআর) গ্রেড ৫কম্পানি / ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্টব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট ব্যাজব্যাটারি কোয়ার্টারমাস্টার শেভরন
(ওআর) গ্রেড ৬কম্পানি / ব্যাটারি সার্জেন্ট মেজরব্যাটারি সার্জেন্ট মেজর ব্যাজব্যাটারি সার্জেন্ট মেজর শেভরন
(ওআর) গ্রেড ৭ব্যাটেলিয়ন / রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্টরেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট ব্যাজরেজিমেন্ট কোয়ার্টারমাস্টার শেভরন
(ওআর) গ্রেড ৮ব্যাটেলিয়ন / রেজিমেন্ট সার্জেন্ট মেজররেজিমেন্ট সার্জেন্ট মেজর ব্যাজরেজিমেন্ট সার্জেন্ট মেজর শেভরন

আরো পড়ুন.....

বাংলাদেশ সেনাবাহিনীর পদবী এবং পদক্রম বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সেনাবাহিনীর পদবী গুলো কি কি?

সেনাবাহিনীতে মোট ২৩টি পদবী রয়েছে যথাক্রমে:
  • কমিশন্ড অফিসারদের মধ্যে ১০টি পদবী: সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল।
  • জুনিয়র কমিশন্ড অফিসারদের মধ্যে ৫টি পদবী: ওয়ারেন্ট অফিসার (WO), সিনিয়র ওয়ারেন্ট অফিসার (SWO), মাস্টার ওয়ারেন্ট অফিসার (MWO), অনারারি লেফটেন্যান্ট এবং অনারারি ক্যাপ্টেন।
  • নন-কমিশন্ড অফিসারদের মধ্যে ০৮টি পদবী: সৈনিক, ল্যান্স কর্পোর‍্যাল, কর্পোর‍্যাল, সার্জেন্ট, কম্পানি / ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট, কম্পানি / ব্যাটারি সার্জেন্ট মেজর, ব্যাটেলিয়ন / রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট, ব্যাটেলিয়ন / রেজিমেন্ট সার্জেন্ট মেজর।

সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কি ?

সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম: জেনারেল।

মেজর কোন গ্রেড ?

মেজর ৪র্থ গ্রেডের কমিশন্ড অফিসার।

বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত?

বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা: ১,৬০,০০০ জন (প্রায়)।

সেনা সদস্যদের বেতন কত?

সেনা সদস্যদের বেতন: সর্বনিম্ন মূলবেতন ৯,৫০০ টাকা এবং সর্বোচ্চ পদের মূলবেতন ৮৬,০০০ টাকা। বিভিন্ন ভাতা বাবদ সার্বসাকুল্যে মূল বেতনের প্রায় দ্বিগুণ হয়ে থাকে।

তিন বাহিনীর প্রধান কে?

তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু।

বাংলাদেশের প্রথম সেনা প্রধান কে ছিলেন?

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রব (বীর উত্তম)

মিলিটারি এর অর্থ কি?

মিলিটারি এর অর্থ: সামরিক।

বাংলাদেশের প্রথম মহিলা সেনা প্রধানের নাম কি?

বাংলাদেশের প্রথম মহিলা সেনা প্রধানের নাম: সুসানে গীতি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url