বাংলাদেশ সেনাবাহিনীর পদবী এবং পদক্রম
বাংলাদেশ সেনাবাহিনীর পদক্রম তিনভাগে করা হয়। যথা:
কমিশন্ড অফিসার
কমিশন্ড অফিসারদের মোট দশটি গ্রেড রয়েছে। সর্বনিম্ন গ্রেড সেকেন্ড লেফটেন্যান্ট এবং সর্বোচ্চ গ্রেড জেনারেল। নিচে কমিশন্ড অফিসারদের পদবীর উর্ধক্রম থেকে নিম্নক্রমে সাজানো হয়েছে।
ডিফেন্স অফিসার র্যাংক গ্রেড | সেনাবহিনীর পদবী | পদবি চিহ্নসমূহ | মোটর গাড়িতে স্টার প্লেট |
গ্রেড ১ | সেকেন্ড লেফটেন্যান্ট | ||
গ্রেড ২ | লেফটেন্যান্ট | ||
গ্রেড ৩ | ক্যাপ্টেন | ||
গ্রেড ৪ | মেজর | ||
গ্রেড ৫ | লেফটেন্যান্ট কর্নেল | ||
গ্রেড ৬ | কর্নেল | ||
গ্রেড ৭ | ব্রিগেডিয়ার জেনারেল | ||
গ্রেড ৮ | মেজর জেনারেল | ||
গ্রেড ৯ | লেফটেন্যান্ট জেনারেল | ||
গ্রেড ১০ | জেনারেল |
জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)
জুনিয়র কমিশন্ড অফিসারগণ ১ম শ্রেণীর সেনা সদস্য (নন ক্যাডার) হিসেবে পরিগণিত হয়ে থাকেন। রাষ্ট্রপতির নিকট থেকে এই পদবীর গেজেটভুক্ত করা হয়। পূর্বে (জেসিও) এর তিনটি পদক্রম ছিল, বর্তমানে দুইটি স্পেশাল গ্রেড যুক্ত করায় পাঁচটি পদক্রম হয়েছে।
জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) | সেনাবাহিনীর পদবী | পদবীর ব্যাজ | |
জেসিও গ্রেড ১ | ওয়ারেন্ট অফিসার (WO) | ||
জেসিও গ্রেড ২ | সিনিয়র ওয়ারেন্ট অফিসার (SWO) | ||
জেসিও গ্রেড ৩ | মাস্টার ওয়ারেন্ট অফিসার (MWO) | ||
জেসিও স্পেশাল গ্রেড | অনারারি লেফটেন্যান্ট | ||
জেসিও স্পেশাল গ্রেড | অনারারি ক্যাপ্টেন |
নন-কমিশন্ড অফিসার (এনসিও)
সাধারণ সৈনিক থেকে শুরু করে রেজিমেন্ট সার্জেন্ট মেজর পর্যন্ত মোট আটটি পদক্রম রয়েছে এনসিও ক্যাটাগরিতে।
অরডিনারি সোল্ডারস (ওআর) গ্রেড | সেনাবাহিনীর পদবী | পদবীর ব্যাজ | শেভরন ইউনিভার্সাল বার |
(ওআর) গ্রেড ১ | সৈনিক | ||
(ওআর) গ্রেড ২ | ল্যান্স কর্পোর্যাল | ||
(ওআর) গ্রেড ৩ | কর্পোর্যাল | ||
(ওআর) গ্রেড ৪ | সার্জেন্ট | ||
(ওআর) গ্রেড ৫ | কম্পানি / ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট | ||
(ওআর) গ্রেড ৬ | কম্পানি / ব্যাটারি সার্জেন্ট মেজর | ||
(ওআর) গ্রেড ৭ | ব্যাটেলিয়ন / রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট | ||
(ওআর) গ্রেড ৮ | ব্যাটেলিয়ন / রেজিমেন্ট সার্জেন্ট মেজর |
আরো পড়ুন.....
- সেনাবাহিনীর বেতন স্কেল, গ্রেড, ভাতা এবং রেশন সুবিধা
- সেনাবাহিনীর ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা
- বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র সমূহ
বাংলাদেশ সেনাবাহিনীর পদবী এবং পদক্রম বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
সেনাবাহিনীর পদবী গুলো কি কি?
- কমিশন্ড অফিসারদের মধ্যে ১০টি পদবী: সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল।
- জুনিয়র কমিশন্ড অফিসারদের মধ্যে ৫টি পদবী: ওয়ারেন্ট অফিসার (WO), সিনিয়র ওয়ারেন্ট অফিসার (SWO), মাস্টার ওয়ারেন্ট অফিসার (MWO), অনারারি লেফটেন্যান্ট এবং অনারারি ক্যাপ্টেন।
- নন-কমিশন্ড অফিসারদের মধ্যে ০৮টি পদবী: সৈনিক, ল্যান্স কর্পোর্যাল, কর্পোর্যাল, সার্জেন্ট, কম্পানি / ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট, কম্পানি / ব্যাটারি সার্জেন্ট মেজর, ব্যাটেলিয়ন / রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট, ব্যাটেলিয়ন / রেজিমেন্ট সার্জেন্ট মেজর।
সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কি ?
সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম: জেনারেল।
মেজর কোন গ্রেড ?
মেজর ৪র্থ গ্রেডের কমিশন্ড অফিসার।
বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত?
বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা: ১,৬০,০০০ জন (প্রায়)।
সেনা সদস্যদের বেতন কত?
সেনা সদস্যদের বেতন: সর্বনিম্ন মূলবেতন ৯,৫০০ টাকা এবং সর্বোচ্চ পদের মূলবেতন ৮৬,০০০ টাকা। বিভিন্ন ভাতা বাবদ সার্বসাকুল্যে মূল বেতনের প্রায় দ্বিগুণ হয়ে থাকে।
তিন বাহিনীর প্রধান কে?
তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু।
বাংলাদেশের প্রথম সেনা প্রধান কে ছিলেন?
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রব (বীর উত্তম)
মিলিটারি এর অর্থ কি?
মিলিটারি এর অর্থ: সামরিক।
বাংলাদেশের প্রথম মহিলা সেনা প্রধানের নাম কি?
বাংলাদেশের প্রথম মহিলা সেনা প্রধানের নাম: সুসানে গীতি।