সেনাবাহিনীর বেতন স্কেল, গ্রেড, ভাতা এবং রেশন সুবিধা

সেনাবাহিনীকে মূলত তিন শ্রেনীতে ভাগ করা হয়েছে:
- N.C.O – Non Commissioned Officer (নন কমিশন্ড অফিসার)
- J.C.O – Junior Commissioned Officer (জুনিয়র কমিশন্ড অফিসার)
- C.O – Commissioned Officer (কমিশন্ড অফিসার)
সৈনিক থেকে সার্জেন্টকে বলা হয় N.C.O. ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেনদের বলা হয় J.C.O এবং সেকেন্ড লেফটেন্যান্ট থেকে জেনারেল পর্যন্ত বলা হয় C.O.
আরো পড়ুন...
সেনাবাহিনীর বেতন স্কেল
- তিন বাহিনীর প্রধান, জেনারেল/ অ্যাডমিরাল/ এয়ার চিফ মার্শাল পদের বেতন ৮৬ হাজার টাকা।
- লে. জেনারেল/ এয়ার মার্শাল/ ভাইস অ্যাডমিরাল/ পদের বেতন ৮২ হাজার টাকা।
- মেজর জেনারেল/রিয়ার অ্যাডমিরাল/এয়ার ভাইস মার্শাল পদের বেতন ৭৮ হাজার টাকা ।
- ব্রিগেডিয়ার জেনারেল/ এয়ার কমডোর/ কমডোর পদের ক্ষেত্রে ৬৩ হাজার ৫৭০ টাকা।
- কর্নেল/ক্যাপ্টেন (নৌ)/গ্রুপ ক্যাপ্টেন পদের বেতন ৬১ হাজার টাকা।
- লে. কর্নেল/কমান্ডার/উইং কমান্ডারের বেতন ৫০ হাজার টাকা।
- মেজর/লে. কমান্ডার/স্কোয়াড্রন পদের বেতন হচ্ছে ৪৩ হাজার টাকা।
- অনারারি ক্যাপ্টেন/ অনারারি লে. (নৌ) পদের বেতন ৪২ হাজার ৮৯০ টাকা।
- অনারারি সাব লে. / অনারারি (সেনা) বেতন ৩৮ হাজার ৪৮০ টাকা।
- ক্যাপ্টেন/ ফ্লাইট লে./ লেফটেন্যান্ট (নৌ) পদের বেতন ২৯ হাজার টাকা।
- ফ্লাইং অফিসার/ লেফটেন্যান্ট (সেনা)/ সাব লে. এর বেতন ২৫ হাজার।
- সেকেন্ড লে./ অ্যাক্টিং সাব লে. এবং পাইলট অফিসার পদের বেতন ২৩ হাজার ১০০ টাকা।
- মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং মাস্টার চিফ পেটি অফিসার পদের বেতন ২২ হাজার ৫০০ টাকা।
- চিফ আর্টিফিসার পদের বেতন ২২ হাজার ৪০০ টাকা।
- সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ সিনিয়র চিফ পেটি অফিসার পদের বেতন ২২ হাজার ২৫০ টাকা।
- ওয়ারেন্ট অফিসার এবং চিফ পেটি অফিসার পদের বেতন ২২ হাজার টাকা।
- সার্জেন্ট ও পেটি অফিসার - ১৬ হাজার টাকা।
- সুবেদার মেজর - ১৫ হাজার ৭০০ টাকা।
- সুবেদারের - ১৪ হাজার ১২০ টাকা।
- নায়েক সুবেদারের - ১২ হাজার ৫০০ টাকা।
- হাবিলদার/ কর্পোরাল/ এলএস - ১২ হাজার ৫০০ টাকা।
- নায়েক/ এবি/ এলএসি - ১০ হাজার ২০০ টাকা।
- ল্যান্স নায়েক/ এসি-১ রিক্রুট/ ওডি - ৯ হাজার টাকা।
- সিপাহি এবং রিক্রুট (এমওজিটি) পদের বেতন হবে ৮ হাজার ৮০০ টাকা।
বেতন সম্পর্কে সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নসমূহের উত্তর:
সেনাবাহিনীর সৈনিকের বেতন কত?
বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা এবং সকল ধরনের নিরাপত্তা প্রদান করা। পাশাপাশি দেশের প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল পূরণ করা। সেনাবাহিনীর সকল ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিক দায়িত্বের পাশাপাশি রাষ্টের যেকোন জরুরি প্রয়োজনে বেসামরিক প্রশাসনের সাহায্যে এগিয়ে আসার জন্য সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
সেনাবাহিনীর রেশন সুবিধা
সেনাবাহিনীর রেশন তালিকা:
- স্বামী-স্ত্রীসহ সর্বোচ্চ ২ সন্তান অর্থাৎ মোট ৪ জনের জন্য সেনাবাহিনীর রেশন সুবিধা পাবেন।
- অবিবাহিত হয়ে থাকলে কোনো রেশন পাবেননা।
- কোনো সন্তান না থাকলে অর্থাৎ শুধু স্বামী-স্ত্রী হলে প্রতি মাসে ২৫ কেজি চাল, ২০ কেজি আটা, চা পাতা ৪০০ গ্রাম, লবণ ১.৫ কেজি।
- স্বামী-স্ত্রী ও এক সন্তানসহ মোট তিন সদস্য হলে ৩০ কেজি চাল, ২০ কেজি আটা, ৫ কেজি ডাল, ৬ লিটার তেল, ৪ কেজি চিনি, চা পাতা ৬০০ গ্রাম এবং লবণ ২ কেজি পেয়ে থাকেন।
- স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ মোট চার সদস্যের জন্য মাসে ৩৫ কেজি চাল, ৩০ কেজি আটা, ৮ কেজি ডাল, ৮ লিটার তেল, ৫ কেজি চিনি, চা পাতা ৮০০ গ্রাম এবং লবণ ২.৫ কেজি পেয়ে থাকেন।
- রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন, ছোলা, খেজুর ইত্যাদি পাবেন।
বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য অবসরে গেলে রেশন সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে খাবার ভাতা চালু থাকবে। খাবার ভাতা হিসেবে প্রায় ১১,০০ (এগারোশ) টাকা পাবেন যদি স্বামী-স্ত্রীর উভয়েই জীবিত থাকেন, অন্যথায় অর্ধেক পাবেন। চাকরিরত অবস্থায় যদি কোনো সন্তানের খাবার ভাতা পেয়ে থাকেন, তবে উক্ত সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত খাবার ভাতা পাবেন। ১৮ বছর পূর্ণ হলে আর পাবেননা, তবে স্বামী-স্ত্রীর ভাতা আমৃত্যু বহাল থাকবে।