জয়ন্তী সমূহ - কত বছরে কোন জয়ন্তী? [আপডেট ২০২৩]

জয়ন্তী শব্দটি খুবই পরিচিত একটি শব্দ। যখন কোন ব্যাক্তির জন্ম, মৃত্যু বা অন্য কোন বিশেষ উৎসব, একটি নিদিষ্ট সময় বা বছর পুর্তিতে পালন করা হয় তখন তাকে জয়ন্তী হিসেবে প্রকাশ করা হয়। এছারাও কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে ২৫ বছর, ৫০ বছর ইত্যাদি নির্দিষ্ট সময় পরে বিভিন্ন ধরণের জয়ন্তী উৎসব পালিত হয়। সময় বা বছরের ভিত্তিতে জয়ন্তী সমূহের নামকরণ করা হয়। নিচে জয়ন্তী সমূহ দেয়া হয়েছে।

ক্রম.জয়ন্তী সমূহ
১.১ মাস পূর্তিকে বলা হয় → মাসিক
২.৩ মাস পূর্তিকে বলা হয় → ত্রৈমাসিক
৩.৬ মাস পূর্তিকে বলা হয় → ষান্মাসিক
৪.১ বছর পূর্তিকে বলা হয় → বাৎসরিক, বার্ষিক
৫.১০ বছর পূর্তিকে বলা হয় → এক দশক
৬.২৫ বছর পূর্তিকে বলা হয় → রজত জয়ন্তী
৭.৪০ বছর পূর্তিকে বলা হয় → রুবি জয়ন্তী
৮.৫০ বছর পূর্তিকে বলা হয় → স্বর্ণ জয়ন্তী বা সুবর্ণ জয়ন্তী
৯.৬০ বছর পূর্তিকে বলা হয় → হীরক জয়ন্তী
১০. ৬৫ বছর পূর্তিকে বলা হয় → নীলা জয়ন্তী
১১.৭৫ বছর পূর্তিকে বলা হয় → প্লাটিনাম জয়ন্তী
১২.১০০ বছর পূর্তিকে বলা হয় → শতবর্ষ/ শত বার্ষিকী
১৩.১৫০ বছর পূর্তিকে বলা হয় → সার্ধশত বার্ষিকী
১৪.২০০ বছর পূর্তিকে বলা হয় → দ্বিশত বার্ষিকী
১৫.৩০০ বছর পূর্তিকে বলা হয় → ত্রিশত বার্ষিকী
১৬.১০০০ বছর পূর্তিকে বলা হয় → সহস্রাব্দ

*২৫ বছর পূর্তিকে কি বলে:
কোন কিছুর ২৫ বছরকে রজত জয়ন্তী বলা হয়।

*৭৫ বছর পূর্তিকে কি বলে:
কোন কিছুর ৭৫ বছরকে প্লাটিনাম জয়ন্তী বলা হয়।

জয়ন্তী শব্দের অর্থ: বিশেষ উৎসব বা বিশেষ অনুষ্ঠান যেমন: নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি। এছাড়াও ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে "রজত জয়ন্তী", কোন কিছুর ৫০ বছর পূর্তিকে উপলক্ষ্য করে, যে অনুষ্ঠান করা হয় তাকে সুবর্ণ জয়ন্তী বলা হয়।

আরো পড়ুন......

জয়ন্তী পালণের ইতিহাস:

সর্বপ্রথম ইহুদি সমাজে জয়ন্তী উৎসব পালনের রীতি শুরু হয়। তারা বিশেষ কোন ব্যাক্তি বা ঘটনার ৫০ বছর পুর্তিতে উৎসবের আয়োজন করত এবং বিভিন্ন পুণ্যকর্ম করত, যেমন দাসদের মুক্তি, ঋণ মওকুফ ইত্যাদি। এছারাও রোমান ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে ২৫ বছর পুর্তিতে বিশেষ ব্যাক্তি বা ঘটনার স্মরণে জয়ন্তী উৎসব পালন হতো। কালক্রমে পৃথীবির বিভিন্ন দেশে বিভিন্ন নামে জয়ন্তী উৎসব পালন হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url