বিসিএস প্রশাসন ক্যাডার পদক্রম

বিসিএস প্রশাসন ক্যাডার পদক্রম

এই পোস্টে  বিসিএস প্রশাসন ক্যাডার পদক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডার পদক্রম মোট দুইভাগে বিভক্ত।

নিচে ক্যাডার পদক্রম গ্রেড, বেতন স্কেল এবং অন্যন্য তথ্য তুলে ধরা হয়েছে:

বিসিএস প্রশাসন ক্যাডার: সচিবালয় পদক্রম

জয়েনিং থেকে শুরু করে ক্রমান্বয়ে উচ্চতর পদে পদায়নের ধারাবাহিকায় নিচে তালিকা দেয়া হয়েছে।

ক্রম.বিসিএস প্রশাসন ক্যাডার: সচিবালয় পদক্রমগ্রেড ও বেতন
১.সহকারী সচিব৯ম গ্রেড, বেতন ৳২২,০০০
২.সিনিয়র সহকারী সচিব৬ষ্ঠ গ্রেড, বেতন 
৩.উপসচিবগ্রেড-০৫
৪.যুগ্ম সচিবগ্রেড-০৩
৫.অতিরিক্ত সচিবগ্রেড-০২
৬.সচিবগ্রেড-০১
৭.সিনিয়র সচিবসুপার গ্রেড
৮.মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবস্পেশাল গ্রেড

উপরে সচিবদের নিম্নধাপ থেকে উচ্চধাপ আকারে সিরিয়াল করা হয়েছে। দুই বা ততোধিক সচিবের গ্রেড একি হলেও বেতন ভাতা কম বেশি আছে। নিচে সচিববদের বেতন তুলে ধরা হলো:

  • সহকারী সচিব: বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী সচিব হতে হয়। মূলত সচিবালয়ের প্রথম পদ এটি এবং পদন্নতির মাধ্যমে উর্ধতন পদে পদায়ন হয়ে থাকে। একজন সহকারী সচিবের বেতন গ্রেড-০৯ [২২,০০০ - ৫৩,০৬০]
  • সিনিয়র সহকারী সচিব: সহকারী সচিবের উপরের পদ এটি। একজন সিনিয়র সহকারী সচিব ৬ষ্ঠ গ্রেডের পদমর্যাদা পেয়ে থাকেন এবং মূল বেতন হবে ৩৫,৫০০ - ৬৭,০১০ টাকা
  • উপসচিব: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন গ্রেড-৫ [৪৩,০০০ - ৬৯,৮৫০ টাকা]
  • অতিরিক্ত সচিব: গ্রেড-০২ এবং মূল বেতন ৬৬,০০০ - ৭৬,৪৯০ টাকা
  • যুগ্ম সচিব: গ্রেড ৩ এবং মূল বেতন হবে ৫৬,৫০০ - ৭৪,৪০০ টাকা।
  • সচিব: গ্রেড-০১ এবং মূল বেতন ৭৮০০০ টাকা
  • সিনিয়র সচিব: গ্রেড-০১ এর উপরে [সুপার গ্রেড] মূল বেতন ধার্য হবে। এক্ষেত্রে বেতন নির্দিষ্ট করা নেই, একই পদে ভিন্ন ভিন্ন ব্যাক্তির ভিন্ন ভিন্ন বেতন হতে পারে।
  • মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব: গ্রেড-০১ এর উপরে [স্পেশাল গ্রেড] প্রথমধাপে ৯০ হাজার টাকা মূল বেতন।

বিসিএস প্রশাসন ক্যাডার: মাঠপ্রশাসন

বিসিএস মাঠ প্রশাসন পর্যায়ে মোট পাঁচটি পদক্রম রয়েছে।

ক্রমমাঠপ্রশাসনপদের গ্রেড
১.সহকারী কমিশনারগ্রেড-০৯
২.অতিরিক্ত জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারগ্রেড-০৬
৩.জেলা প্রশাসকগ্রেড-০৫
৪.অতিরিক্ত বিভাগীয় কমিশনারগ্রেড-০৪
৫.বিভাগীয় কমিশনারগ্রেড-০৩

মাঠপ্রশাসনের ক্যাডারগণদের মূল বেতন নিম্নরূপ:
  • সহকারী কমিশনার: বিসিএস পরীক্ষার মাধ্যমে এই পদে নিয়োগ হয়ে থাকে, যার পদক্রম ৯ম গ্রেড এবং মূলবেতন: ২২,০০০ - ৫৩,০৬০ টাকা।
  • অতিরিক্ত জেলা প্রশাসক: এই পদে পদন্নতির জন্য প্রত্যেক ক্যাডারকে নূন্যতম ৪ বছর সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করতে হয়। এই পদের গ্রেড ছয় এবং মূলবেতন: ৩৫,৫০০ - ৬৭,০১০ টাকা।
  • জেলা প্রশাসক পদের গ্রেড পাঁচ এবং মূল বেতন ৬৬,০০০ - ৭৬,৪৯০ টাকা।
  • অতিরিক্ত বিভাগীয় কমিশনার: ৪র্থ গ্রেড হয়ে থাকেন এবং মূল বেতন হবে
  • বিভাগীয় কমিশনার: গ্রেড ৩ এবং মূল বেতন হবে ৫৬,৫০০ - ৭৪,৪০০ টাকা মাসিক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url