১ টন সমান কত কেজি? ৯০৭ কেজি, ১০০০ কেজি নাকি ১০১৬ কেজি?

১ টন কত কেজি

১ টন = ১০০০ কেজি, এটি আন্তর্জাতিক হিসাব পদ্ধতিতে ব্যাবহৃত হয়। এছাড়াও আরো অনেকগুলো একক রয়েছে নিচে সেগুলো তুলে ধরা হলো।


১ মেট্রিক টন = ১০০০ কেজি
মেট্রিক পদ্ধতিতে ১ মেট্রিক টন সমান ১০০০ কেজি ধরা হয়। বর্তমানে আন্তর্জাতিক পরিমাপক SI পদ্ধতিতে মেট্রিক টনকে শুধু টন হিসেবে পরিমাপের একক ধরা হয়। ফলে ১ টন = ১০০০ কেজি।

১ ইউ.কে লং টন = ১০১৬.০৫ কেজি
আন্তর্জাতিক পদ্ধতি SI একক শুরু হওয়ার পূর্বে ব্রিটিশ পদ্ধতিতে ১টন সমান ১০১৬ কেজি ছিল। বর্তমানে এই পদ্ধতিটি আর ব্যাবহার হয়না। তবে ইউ.এস শর্ট টনের ব্যাবহার কিছু কিছু ক্ষেত্রে এখনো প্রচলন রয়েছে।

সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নত্তর:

বিগত সালে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় টন নিয়ে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের উত্তর নিচে দেয়া হয়েছে

(১) টন কত কেজির সমান? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা - ২০১৮ | অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিং - ২০১৮ | পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট নিয়োগ - ২০০৫]
১০০০ কেজি ✔
১০ কেজি
১০১০ কেজি
১০১৬ কেজি


(২) ১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? [খাদ্য অধিদপ্তরে সহকারী অপারেটর/ সহকারী উপখাদ্য পরিদর্শক/সাঁট মুদ্রাক্ষরিক/সাঁট লিপিকার নিয়োগ - ২০০৯]
৫০০
৭৫০
১২০০
১০০০ ✔


(৩) এক টন = কত পাউন্ড? [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ -২০০৮]
১০০০
২২৪০ ✔
১১৬.৮
১৪০০


(৪) ০.৫ মেট্রিক টন= কত কিলোগ্রাম? [বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ - (বেঞ্চ সহকারী) ড্রাফটম্যান নিয়োগ - ২০২১]
৫০
৫০০ ✔
৭৫
৭৫০


(৫) রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন? [২২ তম বিসিএস পরীক্ষা]
১২,৮০০ টন
২৪,০০০ টন ✔
১৩,৯০০ টন
১৫,০০০ টন


(৬) বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ বছরে কত কোটি টন? [খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক/ সাঁট মুদ্রাক্ষরিক/ সাঁট লিপিকার এবং সহকারী অপারেটর নিয়োগ - ২০০৯]

১.৫

২.৫ ✔


(৭) প্রতি টন রেফ্রিজারেশন ক্ষমতা হলো- [সোনালি ব্যাংক সাব এসিস্ট্যান্ট নিয়োগ ২০১৬]
3.5×COP
COP/3.5
2×COP
3.5/COP

Next Post


No Comment
Add Comment
comment url