জাজাকাল্লাহু খাইরান অর্থ কি? বিস্তারিত জানতে চাই।

জাজাকাল্লাহু খাইরান অর্থ কি?

আপনি যখন কাউকে সুন্দর, ভাল বা তার পছন্দ মত কোন কাজ করেন তখন অধিকাংশ মানুষই আপনাকে জাজাকাল্লাহু খাইরান বলে থাকেন। এই বাক্যটির অর্থ কি? তা হয়তো আমরা অনেকেই জানি না আসুন জেনে নেই এই বাক্যটির অর্থ-

জাযাকাল্লাহু খাইরান (আরবি- جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا‎‎) একটি তাৎপর্যপূর্ণ ইসলামিক বাক্য। যার বেশ কয়েকটি সুন্দর অর্থ রয়েছে। তবে এই বাক্যেটির প্রধান বা মূল অর্থ হলো- 'সৃষ্টিকর্তা আপনাকে উত্তম পুরস্কার বা প্রতিদান দিন'। জাযাকাল্লাহু খাইরান বাক্যাংশটি 'আল্লাহ' (সৃষ্টিকর্তা) ও 'জাযাকা' অর্থাৎ পুরষ্কার প্রদান করা, এবং 'খাইরান' এর অর্থ হল 'উত্তম'।

যদিও "ধন্যবাদ" জানানোর পরিচিত আরবি শব্দটি হল "শুকরান", তবুও জাযাকাল্লাহ খাইরান বাক্যটি মুসলিমরা ব্যবহার করনে এই বিশ্বাসে যে, কোন মানুষ অন্য আর এক জন মানুষকে পর্যাপ্ত বিনিময় দান করতে পারে না, বরং আল্লাহ বা সৃষ্টিকর্তা এই সর্বোত্তম পুরস্কার বা প্রতিদান দিতে পারেন।

জাজাকাল্লাহু খাইরান এর অনান্য অর্থসমূহ সম্পর্কে ধারনা নেয়া যাক-
  • সৃষ্টিকর্তা আপনাকে জান্নাত ও জান্নাতে তার দিদার দ্বারা সৌভাগ্যবান করুন।
  • সৃষ্টিকর্তা আপনাকে কাফিরদের স্থান জাহান্নাম থেকে হেফাজত করুন।
  • সৃষ্টিকর্তা যেন আপনাকে সরল পথে পরিচালিত করেন।
  • সৃষ্টিকর্তা যেন আপনার উপর কোন অভিশপ্ত শয়তানকে চাপিয়ে না দেন।
  • সৃষ্টিকর্তা যেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন।
  • সৃষ্টিকর্তা যেন আপনাকে মাতা-পিতার প্রতি শেষ দিবস পর্যন্ত সদ্ব্যবহারকারী করেন।
  • সৃষ্টিকর্তা যেন আপনাকে রাসূলের সুন্নাতের অনুসারী করেন।
  • সৃষ্টিকর্তা আপনাকে নেক সন্তান দান করুন।
  • সৃষ্টিকর্তা আপনাকে সবরকম কল্যাণ দান করুন।
এরকম আরো অসংখ্য অর্থ রয়েছে, যা গণনা করা সম্ভব নয়।

জাযাকাল্লাহু খাইরান এর উত্তর:

জাযাকাল্লাহু খাইরান এর জবাবে ওয়ায়িইইয়াক (১জনকে), অথবা ওয়ায়িইয়াকুম (একের অধিককে) বলা হয়, যার অর্থ "এবং আপনার/ আপনাদের প্রতিও)"। তবে বেশি প্রচলিত জবাব হল: ওয়া'আনতুম ফাজাযাকুমুল্লাহু খায়রান, যার অর্থ "এবং আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন"।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement