বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে

জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব নামে পরিচিত এবং তার উপাধি বঙ্গবন্ধু। তার কন্যা শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিব ছিলেন একজন তরুণ ছাত্রনেতা। পরে তিনি আওয়ামী লীগের সভাপতি হন।

বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।
২। বঙ্গবন্ধুর বাবা নাম শেখ লুৎফুর রহমান, তিনি গোপালগঞ্জ দায়রা আদালতের হিসাব সংরক্ষণকারী ছিলেন।
৩। বঙ্গবন্ধুর মায়ের নাম শেখ সায়েরা খাতুন।
৪। বঙ্গবন্ধুরা চার বোন ও ২ ভাই ছিলেন, ৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
৫। বঙ্গবন্ধুর নানা তার নাম রাখেন "শেখ মুজিবুর রহমান"।
৬। বঙ্গবন্ধুর ডাকনাম ছিল খোকা।
৭। ৭ বছর বয়সে তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন।
৮। তার স্ত্রীর নাম বেগম ফজিলাতুন্নেসা।
৯। শেখ মুজিবুর রহমানের ৩ ছেলে ও ২ মেয়ে।
১০। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার বাসভবনে সপরিবারে হত্যা করে দুর্বৃত্তরা।

বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

1. Bangabandhu Sheikh Mujibur Rahman was born on March 17, 1920 in Tungipara village of Gopalganj district.
2. His father's name is Sheikh Lutfur Rahman, he was the accountant of Gopalganj Sessions Court.
3. Bangabandhu's mother's name was Sheikh Saera Khatun.
4. He had four sisters and two brothers. He was the third among 6 brothers and sisters.
5. Bangabandhu's grandfather named him "Sheikh Mujibur Rahman". His nickname was Khoka.
6. Bangabandhu's nickname was Khoka.
7. He started studying at Gimadanga Primary School at the age of 7.
8. His wife's name is Begum Fazilatunnesar.
9. Sheikh Mujibur Rahman has 3 sons and 2 daughters.
10. On August 15, 1975, Sheikh Mujibur Rahman was killed by his family at his residence.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url