কোন কোন বিষয়ে শিক্ষা ক্যাডার আছে? (a to z পড়ুন)
বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট রয়েছে। তবে বিসিএস শিক্ষা ক্যাডারে সকল সাবজেক্ট থাকেনা। তাই শিক্ষা ক্যাডারে কি কি বিষয় বা সাবজেক্ট রয়েছে এ বিষয়ে অনেকে জানতে চান। তাই এই গুরত্বপূর্ণ বিষয়টিকে এই পোস্টে তুলে ধরা হয়েছে।
মোট ৩৯ টি বিষয়ে শিক্ষা ক্যাডার আছে। নিচে সকল বিষয়সমূহ অনুষদ ভিত্তিক তুলে ধরা হয়েছে।
শিক্ষা ক্যাডার আছে এমন কলা অনুষদ - Faculty of Arts এর সাবজেক্ট:
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- আরবি
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- ইসলামী শিক্ষা বা ইসলামিক স্টাডিজ
- দর্শন
- সংগীত
- সংস্কৃত
- পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ
- গ্রন্থাগার বিজ্ঞান
উপরোক্ত বিষয়গুলোর মধ্যে বাংলা এবং ইংরেজির পদ বেশি থাকে অপর দিকে আরবি, ইসলামী শিক্ষা এবং গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের পদ তুলনামূলকভাবে খুবি কম থাকে। সংস্কৃত, সংগীত, পালি এসকল পদে পদ নেই বললেও ভুল হবেনা, কারণ হঠাৎ হঠাৎ এগুলোতে ১/২ জন করে পদ হয়ে থাকে।
শিক্ষা ক্যাডার আছে এমন বিজ্ঞান অনুষদ - Department of Science এর বিষয়:
- পদার্থবিদ্যা
- রসায়ন
- গণিত
- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
- ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং
- সিভিল ইঞ্জিনিয়ারিং
- উদ্ভিদবিদ্যা
- কৃষিবিজ্ঞান
- প্রাণিবিদ্যা
- ভূগোল
- মৃত্তিকা বিজ্ঞান
- মনোবিজ্ঞান
- পরিসংখ্যান
উপরের পদগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং বিষয়ে এবং পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বিষয়ের পদ মোটামুটি ভালোই থাকে। কৃষিবিজ্ঞান বিষয়ে সবচেয়ে বেশি পদ থাকে প্রতি বছরেই। অপরদিকে, মনোবিজ্ঞানে প্রতি বছর সবচেয়ে কম নিয়োগ হয়ে থাকে।
শিক্ষা ক্যাডার আছে এমন সামাজিকবিজ্ঞান অনুষদ - Faculty of Sociology এর সাবজেক্টঃ
- সমাজবিজ্ঞান
- সমাজকল্যাণ
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
ব্যবসায় শিক্ষা অনুষদ - Faculty of Business Education এর আন্তর্ভুক্ত শিক্ষা ক্যাডারসমূহ:
- একাউন্টিং
- ম্যানেজমেন্ট
- মার্কেটিং
- ফিন্যান্স
- ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স
- ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট
- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
অন্যান্য অনুষদের শিক্ষা ক্যাডারের বিষয় সমূহ
- চারু ও কারুকলা
- গাহর্স্থ্য অর্থনীতি
- আই.ই.আর
উপরের চারু ও কারুকলা বিভাগের মধ্যে বিভিন্ন সাবজেক্টের শিক্ষার্থীগণ আবেদন করতে পারেন। যেমন- মৃৎশিল্প, কারুশিল্প, ভাস্কর্য, শিল্পকলার ইতিহাস, প্রিন্টমেকিং, অংকন ও চিত্রায়ণ, গ্রাফিক ডিজাইন, প্রাচ্যকলা ইত্যাদি।
যদি কোনো সাব্জেক্ট বাদ পরে থাকে তাহলে অনুগ্রহ করে নিচে কমেন্টে জানাবেন, পরবর্তীতে যুক্ত করে দেয়া হবে।
ধন্যবাদ...