কোন কোন বিষয়ে শিক্ষা ক্যাডার আছে? (a to z পড়ুন)

বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট রয়েছে। তবে বিসিএস শিক্ষা ক্যাডারে সকল সাবজেক্ট থাকেনা। তাই শিক্ষা ক্যাডারে কি কি বিষয় বা সাবজেক্ট রয়েছে এ বিষয়ে অনেকে জানতে চান। তাই কোন কোন বিষয়ে শিক্ষা ক্যাডার আছে তা এই পোস্টে তুলে ধরা হয়েছে।

মোট ৩৯ টি বিষয়ে শিক্ষা ক্যাডার আছে। নিচে সকল বিষয়সমূহ অনুষদ ভিত্তিক তুলে ধরা হয়েছে।

শিক্ষা ক্যাডার আছে এমন কলা অনুষদের বিষয় সমূহ (Faculty of Arts):
  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • আরবি
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • ইসলামী শিক্ষা বা ইসলামিক স্টাডিজ
  • দর্শন
  • সংগীত
  • সংস্কৃত
  • পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ
  • গ্রন্থাগার বিজ্ঞান
উপরোক্ত বিষয়গুলোর মধ্যে বাংলা এবং ইংরেজির পদ বেশি থাকে অপর দিকে আরবি, ইসলামী শিক্ষা এবং গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের পদ তুলনামূলকভাবে খুবি কম থাকে। সংস্কৃত, সংগীত, পালি এসকল পদে পদ নেই বললেও ভুল হবেনা, কারণ হঠাৎ হঠাৎ এগুলোতে ১/২ জন করে পদ হয়ে থাকে।

কোন কোন বিষয়ে শিক্ষা ক্যাডার আছে বিজ্ঞান অনুষদে? (Department of Science)
সাইন্স এর সাবজেক্ট কি কি নিচে দেয়া হয়েছে।
  • পদার্থবিদ্যা
  • রসায়ন
  • গণিত
  • কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • উদ্ভিদবিদ্যা
  • কৃষিবিজ্ঞান
  • প্রাণিবিদ্যা
  • ভূগোল
  • মৃত্তিকা বিজ্ঞান
  • মনোবিজ্ঞান
  • পরিসংখ্যান
উপরের পদগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং বিষয়ে এবং পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বিষয়ের পদ মোটামুটি ভালোই থাকে। কৃষিবিজ্ঞান বিষয়ে সবচেয়ে বেশি পদ থাকে প্রতি বছরেই। অপরদিকে, মনোবিজ্ঞানে প্রতি বছর সবচেয়ে কম নিয়োগ হয়ে থাকে।

শিক্ষা ক্যাডার আছে এমন সামাজিকবিজ্ঞান অনুষদ - Faculty of Sociology এর সাবজেক্টঃ
  • সমাজবিজ্ঞান
  • সমাজকল্যাণ
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান 

ব্যবসায় শিক্ষা অনুষদ - Faculty of Business Education এর আন্তর্ভুক্ত শিক্ষা ক্যাডারসমূহ:
  • একাউন্টিং
  • ম্যানেজমেন্ট
  • মার্কেটিং
  • ফিন্যান্স
  • ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স
  • ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস

অন্যান্য অনুষদের শিক্ষা ক্যাডারের বিষয় সমূহ
  • চারু ও কারুকলা
  • গাহর্স্থ্য অর্থনীতি
  • আই.ই.আর
উপরের চারু ও কারুকলা বিভাগের মধ্যে বিভিন্ন সাবজেক্টের শিক্ষার্থীগণ আবেদন করতে পারেন। যেমন- মৃৎশিল্প, কারুশিল্প, ভাস্কর্য, শিল্পকলার ইতিহাস, প্রিন্টমেকিং, অংকন ও চিত্রায়ণ, গ্রাফিক ডিজাইন, প্রাচ্যকলা ইত্যাদি।

যদি কোনো সাব্জেক্ট বাদ পরে থাকে তাহলে অনুগ্রহ করে নিচে কমেন্টে জানাবেন, পরবর্তীতে যুক্ত করে দেয়া হবে।
ধন্যবাদ...
Next Post Previous Post
35 Comments
  • Anonymous
    Anonymous May 24, 2023 at 12:12 AM

    তাহলে ভাইয়া ফার্মাসি,জেনেটিক ইন্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি ইত্যাদি এসব ফলিত বিষয়ে পড়ে শিক্ষা ক্যাডারেআসার সুযোগ নেই???
    আর একটা জিনিস আপনি বললেন সিএসই বা ইন্জিনিয়ারিং বিষয় গুলো পড়ে শিক্ষা ক্যাডারে আসা যায়।তাহলে তিনারা কোন বিষয়ের শিক্ষক হবেন। দয়াকরে একটু জানাবেন

    • Admin
      Admin May 26, 2023 at 7:17 AM

      জেনেটিক ইন্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি ইত্যাদি সাবজেক্টগুলির কোনো পদ কলেজ পর্যায়ে সৃজন করা হলে শিক্ষা ক্যাডারে আসার সুযোগ সৃষ্টি হবে। বিগত সময়ের BCS পরীক্ষাগুলোর সার্কুলার দেখলে বুঝতে পারবেন এসকল সাবজেক্টে কোনো শিক্ষা ক্যাডার পদের বিজ্ঞপ্তি নেই।

      আপনার ২য় প্রশ্ন: সিএসই বা ইন্জিনিয়ারিং বিষয় গুলো পড়ে শিক্ষা ক্যাডারে আসা যায়?

      উত্তর: উদাহরণসরূপ বিগত ৪৫তম বিসিএস সার্কুলারের থেকে একটি উদাহরণ তুলে ধরছি [৪৫তম বিসিএস সার্কুলারের ৮/৩৯ নং পৃষ্ঠায় পাবেন]

      ক্যাডারের নাম: (বি.সি.এস সাধারণ শিক্ষা) (সরকারি সাধারণ কলেজসমূহের জন্য)
      পদের নাম: প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
      শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইজ্ঞিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিষয়সমূহের যে কোনো একটিতে ০৩ বছরের স্নাতক ডিগ্রি ও ১ বছরের স্নাতকোত্তর অথবা ০৪ বছরের স্নাতক ডিগ্রি

      এরকম আরো অনেকগুলি পদে শিক্ষা ক্যাডার রয়েছে ইজ্ঞিনিয়ারিং এর শিক্ষার্থীদের জন্য। অনুগ্রহপূর্বক পূর্বের বিসিএস সার্কুলারগুলো দেখুন তাহলে সহজে বুঝতে পারবেন। আরো কোনো প্রশ্ন থাকলে …

    • Anonymous
      Anonymous July 10, 2023 at 5:51 AM

      biochemistry এর জন্য নাকি শিক্ষা ক্যাডার রয়েছে?

    • Admin
      Admin July 11, 2023 at 12:34 AM

      বায়োকেমিস্ট্রিকে সাধারণ কেমিস্ট্রির সমমান ও নিয়োগ স্কেল দেয়া হয়েছে। তবে শিক্ষাক্যাডারে বায়োকেমিস্ট্রির জন্য কোনো আলাদা পদ সৃজন হয়নি এখন অবদি। তবে যতদুর জানা যায় ৩১ তম বিসিএস থেকে বায়োকেমিস্ট্রির শিক্ষার্থীগণ কেমিস্ট্রিতে শিক্ষা ক্যাডার হিসেবে আবেদন করতে পারেন। [ এবিষয়ে সুষ্পষ্ট তথ্য এবং কোনো প্রঙ্গাপন খুজে পাইনি সরকারি ওয়েবপোর্টালে, তাই নিশ্চিতভাবে বলতে পারছিনা বায়োকেমিস্ট্রি এর শিক্ষা ক্যাডার আছে কিনা।

  • Anonymous
    Anonymous June 30, 2023 at 4:52 PM

    ভাইয়া আই.ই.আর এর শিক্ষার্থীদের জন্য কি সত্যিই শিক্ষা কেডার রয়েছে? কলেজ গুলিতে তো এমন কোন বিষয় পড়ানো হয় না।

    • Admin
      Admin June 30, 2023 at 7:54 PM

      জ্বি আছে, তবে খুবি কম। মাঝে মধ্যে দু একটি পোস্টে আই.ই.আর থেকে আবেদনের সুযোগ থাকে। সর্বশেষ কত তম বিসিএসে আই.ই.আর থেকে আবেদন করা গিয়েছিল, সঠিক মনে করতে পারছিনা। ধারণা করছি ২০১৫ এর পর থেকে একটানা আই.ই.আর এর কোনো পদ দেয়া হয়নি শিক্ষা ক্যাডারে।

  • Anonymous
    Anonymous July 13, 2023 at 5:41 AM

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা কি শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত?

    • মো: শাহীনুর রহমান
      মো: শাহীনুর রহমান July 13, 2023 at 5:52 AM

      আমার জানামতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা কলা অনুষদের গ্রন্থাগার বিজ্ঞান এর শিক্ষা ক্যাডারে আবেদন করতে পারেন।

  • Anonymous
    Anonymous July 22, 2023 at 2:19 AM

    History and archeology বিষয়টি কি শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত?

    • Admin
      Admin July 24, 2023 at 3:49 AM

      ইতিহাস (History) এবং প্রত্নতত্ত্ব (Archeology) উভয় ডিপার্টমেন্টের জন্যই শিক্ষা ক্যাডার রয়েছে। তবে ইতিহাসের শূন্য পদের সংখ্যা বেশি থাকে, সে তুলনায় প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের শূন্য পদের সংখ্যা খুবি কম থাকে।

  • Anonymous
    Anonymous July 23, 2023 at 10:41 PM

    ভাইয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি শিক্ষা ক্যাডার আছে?

    • Admin
      Admin July 24, 2023 at 3:42 AM

      হ্যা আছে, মেকানিক্যাল (ME), ইলেক্ট্রিক্যাল (EEE) এবং কম্পিউটার (CSE) এই তিনটি ডিপার্টমেন্ট থেকে শিক্ষা ক্যাডারের পোস্ট সবচেয়ে বেশি থাকে [ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টুডেন্টদের মধ্য থেকে]।

  • Anonymous
    Anonymous July 29, 2023 at 11:18 PM

    Devolopment studies এ, শিক্ষা ক্যাডার নেই..?

    • Admin
      Admin July 31, 2023 at 12:26 AM

      না, এই ডিপার্টমেন্টের জন্য কোনো শিক্ষা ক্যাডার নেই।

  • Anonymous
    Anonymous August 4, 2023 at 6:22 AM

    Bangladesh studies e ki ache?

  • Anonymous
    Anonymous August 4, 2023 at 11:29 AM

    কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় কোন শিক্ষা ক্যাডার আছে কি? অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়,,,,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বুয়েট কুয়েটে পড়ানো হয়

    • Admin
      Admin August 4, 2023 at 8:14 PM

      জ্বি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শিক্ষা ক্যাডার আছে। উদাহরণ স্বরুপ এই লিংক থেকে... https://za.gl/45BcsCaders ৯ নং পেজে দেখুন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দেয়া আছে।

    • Anonymous
      Anonymous August 5, 2023 at 8:12 AM

      Animal science and veterinary medicine e ki ache?

    • Admin
      Admin August 9, 2023 at 7:23 AM

      না, এনিমেল সায়েন্স এবং ভেটেরিনারি মেডিসিন ডিপার্টমেন্টে কোনো শিক্ষা ক্যাডার নেই। তবে নিশ্চিত করে বলতে পারছিনা।

      বি:দ্র: বিগত ১০ বছরের বিসিএস বিজ্ঞপ্তি পর্যালোচনা করলে দেখা যায় এই ডিপার্টমেন্টে কোনো শিক্ষা ক্যাডার নেই।

  • Rasel
    Rasel August 9, 2023 at 1:57 PM

    আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ESOL(English language) Department এর জন্য আলাদা শিক্ষা ক্যাডার নেই এটা জানি৷ কিন্তু ওইদিন স্যার বললো আমরা নাকি আমাদের মাদারা সাভজেক্ট ইংরেজির কোড উইজ করলে শিক্ষা ক্যাডার পাবো? বিষয় টা একটু নিশ্চিত হওয়ার জন্য কমেন্ট টা করলাম। আপনার জানা থাকলে দয়াকরে বুঝিয়ে বলবেন। ধন্যবাদ

    • Admin
      Admin August 11, 2023 at 9:33 AM

      ESOL ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ইংরেজি ডিপার্টমেন্টের কোড ব্যাবহার করতে পারবে এমন কোনো বিজ্ঞপ্তি বা অফিস অর্ডার কখনো হয়নি [অনুসন্ধান করে জানতে পেরেছি]। তবে আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারছিনা যেহেতু একজন প্রফেসর বলেছেন, হয়তো ওনার কাছে এ বিষয়ে তথ্য থাকতেও পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সরাসরি কল করতে পারেন BPSC এর হটলাইনে [অফিস টাইমে]।

  • Anonymous
    Anonymous August 29, 2023 at 1:07 AM

    ভাইয়া ভুগোল ও পরিবেশবিদ্যা থেকে কত সংখ্যক ক্যাডার নিয়োগ দেয়া হয়?

    • Admin
      Admin August 31, 2023 at 11:50 PM

      ভুগোল ও পরিবেশবিদ্যা থেকে অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে কত জন পার্থী নেওয়া হবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ বিভিন্ন কলেজের শূন্য পদের ভিত্তিতে নির্ধারিত হয় কত সংখ্যক ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিগত বছরগুলের সার্কুলারগুলো দেখলে সহজে বুঝতে পারবেন।

  • Anonymous
    Anonymous August 31, 2023 at 1:07 AM

    1.ভাইয়া Environment and resources economics এটার জন্য শিক্ষা ক্যাডার নেই??
    2.Environment and resources economics পড়ে bcs এ কোন কোন ক্যাডার এ সুযোগ আছে?
    3.গণিত এবং অর্থনীতির মধ্যে কোনটার পদ সংখ্যা বেশি থাকে?

    • Admin
      Admin August 31, 2023 at 11:56 PM

      ১. Environment and resources economics এটার জন্য শিক্ষা ক্যাডার নেই।
      ২. এই ডিপার্টমেন্ট থেকে শিক্ষাক্যাডার ব্যাতীত বাকি সব পদের জন্যই (সাধারণ/ প্রশাসন/ নন-টেকনিক্যাল) bcs ক্যাডার হতে পারবেন।
      ৩. তুলনামূলকভাবে গণিতের পদ সংখ্যা বেশি থাকে অর্থনীতির চেয়ে (শিক্ষা ক্যাডার)।

  • Anonymous
    Anonymous September 14, 2023 at 11:40 AM

    ব্যবসা শিক্ষা অনুষদে কোন সাবজেক্টের জন্য কতোজন নিয়ে থাকে?

    • Admin
      Admin September 14, 2023 at 7:06 PM

      আসন সংখ্যা নির্দিষ্ট থাকেনা, প্রতি বছর শূন্য পদসংখ্যা ও নতুন সৃজন পদের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হয় কোন সাবজেক্ট বা ডিপার্টমেন্টের জন্য কতোজন নেওয়া হবে। বিগত সালের BCS বিজ্ঞপ্তিগুলো দেখলে বুঝতে পারবেন।

  • Anonymous
    Anonymous September 15, 2023 at 1:16 PM

    ভাইয়া এপ্লাইড কেমিস্ট্রিতে শিক্ষা ক্যাডার আছে?

    • Admin
      Admin September 17, 2023 at 10:26 PM

      জ্বি, রসায়নবিজ্ঞান বিভাগের শিক্ষা ক্যাডারে এপ্লাইড কেমিস্ট্রির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন (মোট আসনের ৩০%)।

  • Anonymous
    Anonymous September 20, 2023 at 4:15 AM

    কৃষি বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলোর ক্ষেত্রে ( যেমন dvm) কি শিক্ষা ক্যাডার আছে?!! যদি না থাকে তাহলে dvm ফ্যাকাল্টি এর স্টুডেন্ট রা কোন কোন ক্ষেত্রে বিসিএস দিতে পারবে?!

    • Admin
      Admin September 20, 2023 at 8:51 PM

      DVM ফ্যাকাল্টির জন্য কোনো শিক্ষা ক্যাডার নেই। তবে BCS যদি আপনার স্বপ্ন হয় তাহলে DVM এর চেয়ে উত্তম সাবজেক্ট বাংলাদেশে নেই। কারণ প্রতি বছর DVM এর টেকনিক্যাল কোটা থেকে ১০%+ শিক্ষার্থী বিসিএসে নিয়োগ পায় (পাস করে বের হওয়া মোট শিক্ষার্থীর হারে)। পাশাপাশি প্রসাসন/ সাধারণ পদসমূহেতো নিয়োগ পেয়ে থাকেন অনেকেই। যেখানে অন্য ফ্যাকাল্টির হার ০.১ থেকে সর্বোচ্চ ১% হয়ে থাকে (অধিকাংশ)।

  • Anonymous
    Anonymous September 22, 2023 at 6:51 AM

    বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করার পরে কি কেমিস্ট্রিতে শিক্ষা ক্যাডার হওয়া যায়?

    • Mobarok
      Mobarok September 28, 2023 at 8:43 PM

      জ্বি, বায়োকেমিস্টতে পড়াশোনা করার পর কেমিস্ট্রিতে শিক্ষা ক্যাডার হওয়া যায় (অনেক প্রফেসর একথা বলে থাকেন)। কিন্তু সরকারি কোনো ওয়েব পোর্টালে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই, তাই শতভাগ নিশ্চিতভাবে বলতে পারছিনা।

  • Anonymous
    Anonymous November 22, 2023 at 7:19 AM

    সমাজকর্ম থেকে কোন শিক্ষা ক্যাডার পাওয়া যায়?

  • Anonymous
    Anonymous December 27, 2023 at 10:01 AM

    নাট্যকলা থেকে কি শিক্ষা ক্যাডারে অ্যাপ্লাই করা যায়?

Add Comment
comment url