শেখ হাসিনা সম্পর্কে সাধারণ জ্ঞান ও বিভিন্ন সালের প্রশ্নসমূহ

শেখ হাসিনা সম্পর্কে সাধারণ জ্ঞান:

শেখ হাসিনা (Sheikh Hasina Family): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ১ম সন্তান শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন (বর্তমান বয়স ৭৫ বছর)।

শিক্ষাগত প্রেক্ষাপট (Sheikh Hasina Education background): তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন (সূত্র:pmo.gov.bd), এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে "সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের" ছাত্রী সংসদের সহসভাপতি ছিলেন। শেখ হাসিনা "ঢাকা বিশ্ববিদ্যালয়" ছাত্রলীগের একজন সদস্য ছিলেন এবং "রোকেয়া হল" শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি সকল গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অনান্য সদস্যদের নির্দয়ভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেই সময় জার্মানিতে থাকায় বেচে যান। পরবর্তীতে তিনি রাজনৈতিক আশ্রয়ে ভারতে অবস্থান করেন (৬ বছর)। ১৯৮১ সালে তার অনুপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ ছয় বছরের নির্বাসিত জীবন শেষ করে ১৭ মে ১৯৮১ সালে দেশে ফিরে আসেন।

শেখ হাসিনা সম্পর্কে সাধারণ জ্ঞান এর বিগত সালের বিভিন্ন MCQ প্রশ্নত্তরসমূহ:

১। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বভারতী থেকে কত সারে ‘দেশিকোত্তম’ উপাধি লাভ করেন? (ক্যাশ অফিসার নিয়োগ পরীক্ষা- ২০১৮)
(ক) ১৯৯৬ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ২০০৯ সালে
(ঘ) ২০১৮ সালে
উত্তর: ১৯৯৯ সালে

২। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন? (রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহঃ প্রকৌশলী -২৫.০৭.২০১৭)
(ক) রাষ্ট্রবিজ্ঞান
(খ) লোকপ্রশাসন
(গ) ইংরেজি বিভাগ
(ঘ) বাংলা বিভাগ
উত্তর: বাংলা বিভাগ

৩। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-ফিল্ড অফিসার -০৮.১০.২০২১)
(ক) SDG Progress Award
(খ) MDG Progress Award
(গ) নারীর ক্ষমতায়ন
(ঘ) দারিদ্র বিমোচন
উত্তর: SDG Progress Award

৪। 'শেখ হাসিনা ধরলা সেতু' কোন কোন জেলার সেতুবন্ধন করেছে? (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর, বিল্ডিং ওভারশিয়ার ১৯.০৭.২০১৮)
(ক) মুন্সিগঞ্জ_মানিকগঞ্জ
(খ) টাঙ্গাইল-সিরাজগঞ্জ
(গ) কুড়িগ্রাম-লালমনিরহাট
(ঘ) রাঙ্গামাটি - বন্দরবান
উত্তর: কুড়িগ্রাম-লালমনিরহাট

৫। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? (বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার-০৪.০৩.২০১৬)
(ক) ১৯৪৫ সালের ২৮ ডিসেম্বর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
(খ) ১৯৪৬ সালের ২৮ ডিসেম্বর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
(গ) ১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
(ঘ) ১৯৪৮ সালের ২৮ ডিসেম্বর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
উত্তর: ১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়

৬। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা "চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" খেতাবে ভূষিত হন? (সোনালী ও জনতা ব্যাংক -অফিসার(আইটি) -০২.১০.২০২১)
(ক) ২০১৭ সালে
(খ) ২০১৫ সালে
(গ) ২০১৮ সালে
(ঘ) ২০১৯ সালে
উত্তর: ২০১৫ সালে

৭। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২য় ধাপ ২০-০৫-২০২২)
(ক) ২০১০
(খ) ২০১১
(গ) ২০০৯
(ঘ) ২০১২
উত্তর: ২০১০ সালে

৮। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে 'বাংলাদেশ ভবন' উদ্ধোধন করেন? (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর, বিল্ডিং ওভারশিয়ার -১৯.০৭.২০১৮)
(ক) আসানসোল
(খ) কলকাতা
(গ) মুর্শিবাদ
(ঘ) শান্তি নিকেতন
উত্তর: শান্তি নিকেতন

৯। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -১ম ধাপ ২৪-০৫-২০১৯)
(ক) ৬ বার
(খ) ৭ বার
(গ) ৮ বার
(ঘ) ৯ বার
উত্তর: ৭ বার

১০। জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে? (৩৯ তম বিসিএস (বি্শেষ), প্রিলিমিনারি টেস্ট(স্বাস্থ্য ক্যাডার) ০৩-০৮-২০১৮)
(ক) হিলারি ক্লীন্টন
(খ) থেরেসা মে
(গ) এঞ্জেলা মার্কেল
(ঘ) শেখ হাসিনা
উত্তর: শেখ হাসিনা

১১। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন? (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,উপসহকারী কৃষি কর্মকতা ১০-১২-২০২১)
(ক) ১৯৮০
(খ) ১৯৮১
(গ) ১৯৮২
(ঘ) ১৯৮৩
উত্তর: ১৯৮১

১২। শেখ হাসিনা কিসের জন্য ইউনেস্কে’র ‘ফেলিক্স-হোফে-বোইনি শান্তি পদক’-এ ভূষিত হন?
(ক) সমুদ্র সীমা মামলায় জয়ের জন্য
(খ) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির জন্য
(গ) গঙ্গা পানি বন্টন চুক্তির জন্য
(ঘ) ছিটমহল সমস্যা সমাধানের জন্য
উত্তর: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির জন্য

১৩। শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-৩য় ধাপ ০৩-০৬-২০২২)
(ক) আমাদের ছোট রাসেল সোনা
(খ) মমতা মাখা একটি নাম রাসেল
(গ) রাসেলের দিনগুলি
(ঘ) আমাদের ছোট রাজকুমার
উত্তর: আমাদের ছোট রাসেল সোনা

১৪। 'শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়' কোথায় অবস্থিত? (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -০৬-০৯-২০১৯)
(ক) গোপালগঞ্জ
(খ) জামালপুর
(গ) নেত্রকোণা
(ঘ) কিশোরগঞ্জ
উত্তর: নেত্রকোণা

১৫। 'Sheikh Hasina Cantonment ' is located at (Sonali bank Ltd: officer -30.03.2018)
(ক) Patuakhali District
(খ) Jhalokati District
(গ) Barguna District
(ঘ) Pirojpur District
উত্তর: Patuakhali District

১৬। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? (বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর -২৩.০৮.২০১৯)
(ক) যশোর
(খ) গোপালগঞ্জ
(গ) ফরিদপুর
(ঘ) খুলনা
উত্তর: যশোর

১৭। ২৫ মে, ২০১৮ তারিখে ভারতের কোথায় 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করা হয়েছে? (সুপারিনটেনডেন্ট ১৯.০৮.২০১৯)
(ক) পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতনে
(খ) দিল্লির লোদি গার্ডেনে
(গ) পশ্চিমবঙ্গের পেট্রোপোলে
(ঘ) ত্রিপুরা রাজ্যের আগরতলায়
উত্তর: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতনে

১৮। জাতিসংঘের ২০১৫ অধিবেশনে পরিবেশ বিষয়ক 'চ্যাম্পিয়নস অফ দি আর্থ' পুরস্কারটি কে পান? (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(NSI) সহকারী পরিচালক-১৬.১০.২০১৫)
(ক) নরেন্দ্র মোদি
(খ) শেখ হাসিনা
(গ) ম্যারাডোনা
(ঘ) বান কি মুন
উত্তর: শেখ হাসিনা

১৯। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিশেষ উদ্যোগ কয়টি? (বিসিএস প্রশাসন একাডেমির, অফিস সহায়ক ১১-১২-২০২১)
(ক) ১০টি
(খ) ৮টি
(গ) ৭টি
(ঘ) ৬টি
উত্তর: ১০টি

২০। জাতিসংঘের ‘Champions of the Earth’ খেতাব প্রাপ্ত কে? (কারিগরি শিক্ষা অধিদপ্তর ০৫-০৩-২০২১)
(ক) থেরেসা মে
(খ) এঞ্জেলা মার্কেল
(গ) শেখ হাসিনা
(ঘ) হিলারি ক্লিনটন
উত্তর: শেখ হাসিনা

২১। ফোর্বস ম্যাগাজিন ২০১৬ এ বিশ্বের ক্ষমতাধর নারীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনস্থান হলো- (পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ের পোস্টাল অপারেটর -২৬.০৬.২০১৬)
(ক) ১৯তম
(খ) ৩৬ তম
(গ) ৪৯ তম
(ঘ) ২৯ তম
উত্তর: ৩৬ তম

২২। কারাগারের রোজনামচা- গ্রন্থের ভূমিকা কে লিখেছেন? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর - উচ্চমান সহকারী -২২.১০.২০২১)
(ক) অধ্যাপক আনিসুজ্জামান
(খ) শেখ রেহেনা
(গ) শেখ হাসিনা
(ঘ) তোফায়েল আহমেদ
উত্তর: শেখ হাসিনা

২৩। শেখ হাসিনা সেনানিবাস কােথায় অবস্থিত?
(ক) বটেশ্বর, সিলেট
(খ) ঘাটাইল, টাঙ্গাইল
(গ) লেবুখালী, পটুয়াখালী
(ঘ) ভাটিয়ারি, চট্রগ্রাম
উত্তর: লেবুখালী, পটুয়াখালী

২৪। Honorable Prime Minister Sheikh Hasina....... is now staying in Scotland for COP26. (Use appositive from below) (পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া, সহকারী পরিচালক- ০৫-১১-২০২১)
(ক) Currently
(খ) daughter of the Father of Nation
(গ) In official tour
(ঘ) None of the above.
উত্তর: daughter of the Father of Nation

২৫। শেখ হাসিনাকে কোন সংস্থা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার প্রদান করে? (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন করপোরেশন, অফিস সহকারী কাম কম্পিউটার- ১৮-০৩-২০২২)
(ক) ইউনিসেফ
(খ) ইউএনইপি
(গ) ইউএনডিপি
(ঘ) ইউএনএফপিএ
উত্তর: ইউএনইপি

২৬। 'শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক' কোথায় অবস্থিত?
(ক) ভোলা
(খ) পাবনা
(গ) যশোর
(ঘ) কুষ্টিয়া
উত্তর: যশোর

২৭। Dr. Kalam Smriti International Excellence Award -2019 has been received by- (Rupali Bank Ltd অফিসার ০৮. ১১. ২০১৯)
(ক) Norendra Modi
(খ) Sheikh Hasina
(গ) Shirin Sharmin Chaudhury
(ঘ) Amartya Sen
উত্তর: Sheikh Hasina

২৮। ২০১৫ সালের সেন্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্কৃতা দেন- (রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগ: ২০১৫-২০১৬)
(ক) শুরুতে ইংরেজি ভাষায় পঢও বাংলা ভাষার
(খ) সম্পূর্ণ ইংরেজি ভাষায়
(গ) সম্পূর্ণ বাংলা ভাষার
(ঘ) শুরুতে বাংলা ভাষায় পরে ইংরেজি ভাষার.
উত্তর: সম্পূর্ণ বাংলা ভাষার

২৯। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন? (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সহকারী পরিচালক প্রশাসন -২০-০১-২০২৩)
(ক) ২১ মার্চ ২০২১
(খ) ২২ মার্চ ২০২২
(গ) ২৬ মার্চ ২০২২
(ঘ) ২১ মার্চ ২০২২
উত্তর: ২১ মার্চ ২০২২

৩০। One of the most powerful women in the world ranked 36th on Forbes' list of the 'World's 100 Most Powerful Women' in 2016 is --- (Bangladesh House Building Finance Corporation - Senior Officer - 20.10.2017)
(ক) Tsai Ing-wan
(খ) Aung San Suu Kyi
(গ) Angela Merkel
(ঘ) Sheikh Hasina
উত্তর: Sheikh Hasina

৩১। শেখ হাসিনার জীবন ভিত্তিক ‘হাসিনাঃ এ ডটার্স টেল’ কোন ধরণের শিল্পকর্ম?
(ক) পূর্ণ দৈর্ঘ্য চলচিত্র
(খ) ডকুড্রামা
(গ) মঞ্চনাটক
(ঘ) উপন্যাস
উত্তর: ডকুড্রামা

৩২। বিশ্ব মহিলা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে অবদানের জন্য 2011 সালের “সাউথ সাউথ” পুরুস্কার লাভ করন?
(ক) হিলারী ক্লিনটন
(খ) শেখ হাসিনা
(গ) সোনিয়া গিান্ধিী
(ঘ) রাণী দ্বিতীয় এলিজাবেথ
উত্তর: শেখ হাসিনা

৩৩। ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন-
(ক) ১৩ মার্চ ২০২১
(খ) ২১ মার্চ ২০১৭
(গ) ২০ মার্চ ২০১৯
(ঘ) ২১ মার্চ ২০২২
উত্তর: ২১ মার্চ ২০২২

৩৪। কোন বাংলাদেশী “ইন্দিরা গান্ধী শান্তি পুরুষ্কার” পেয়েছে?
(ক) ফজলে হাসান আবেদ
(খ) জননেত্রী শেখ হাসিনা
(গ) সেলিনা হোসেন
(ঘ) রেহমান সোবহান
উত্তর: জননেত্রী শেখ হাসিনা

৩৫। কোন বিষয়ে অবদান রাখার জন্য ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক “চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার প্রদান করা হয়েছে? (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসার ২৯-০৪-২০১৬)
(ক) স্বাস্থ্য বিষয়ক
(খ) নারী উন্নয়ন বিষয়ক
(গ) পরিবেশ বিষয়ক
(ঘ) প্রতিবন্দী কল্যাণ বিষয়ক
উত্তর: পরিবেশ বিষয়ক

৩৬। "একটি বাড়ি একটি খামার"- কার চিন্তা প্রসূত প্রকল্প? (পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), সহকারী পরিচালক- ০৫-১১-২০২১)
(ক) জনাব ফজলে হাসান আবেদ
(খ) ডঃ মুহাম্মদ ইউনুস
(গ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
(ঘ) ডঃ আখতার হামিদ খান
উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৩৭। বাংলাদেশের প্রধানমন্ত্রি শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব পেশ করেন জাতিসংঘের সাধারণ পরিষধের কততম অধিবেশনে? (বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ, অধিদপ্তর প্রশাসনিক কর্মকর্তা -০৫.০৩.২০১৮)
(ক) ৭০ তম
(খ) ৭১ তম
(গ) ৭২ তম
(ঘ) ৭৩ তম
উত্তর: ৭২ তম

৩৮। The United Nations Champions of the Earth's award was given to Prime Minister Sheikh Hasina in recognitin of her initiatives to address- (সিলেট গ্যাস ফিল্ড লি.-সহকারী ব্যবস্থাপক -০১.১০.২০২১)
(ক) Poverty
(খ) Inequality
(গ) Climate Change
(ঘ) Child Mortality
উত্তর: Climate Change

৩৯। দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরুস্কৃত করে?
(ক) EU
(খ) IDB
(গ) ADB
(ঘ) IFBC
উত্তর: IFBC

৪০। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক কোন দুটি পুরস্কারে ভূষিত হন?
(ক) প্যানেট ৫০ - ৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেইঙ্ এওয়ার্ড
(খ) প্যানেট ৫০ - ৫০ চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন অব দি আর্থ
(গ) এজেন্ট অব চেইঙ্ এওয়ার্ড এবং চ্যাম্পিয়ন অব দি আর্থ
(ঘ) ওয়ার্ল্ড ফুড প্রাইজ এবং চ্যাম্পিয়ন অব দি আর্থ
উত্তর: প্যানেট ৫০ - ৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেইঙ্ এওয়ার্ড

৪১। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'Agent of Change' এবং 'Planet 50 - 50 Champion' পুরস্কার প্রাপ্ত হন-
(ক) ২০১৬ সালে
(খ) ২০১৫ সালে
(গ) ২০১৪ সালে
(ঘ) ২০১৩ সালে
উত্তর: ২০১৬ সালে

৪২। ’কারাগারের রোজনামচা’ রচনাটির নামকরণ কে করেন? (বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ২৮-১০-২০২২)
(ক) শেখ মুজিবুর রহমান
(খ) শেখ হাসিনা
(গ) শেখ রেহানা
(ঘ) শেখ ফজিলাতুন্নেছা
উত্তর: শেখ হাসিনা

৪৩। 'মাদার অব হিউম্যানিটি' কাকে বলা হয়? (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(NSI) -১১-০৯-২০২১)
(ক) থেরেসা মে
(খ) হিলারি ক্লিনটন
(গ) অন্সান সুচি
(ঘ) শেখ হাসিনা
উত্তর: শেখ হাসিনা

৪৪। কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সম্মানসূচক ডিগ্রী ‘Doctor of the University' প্রদান করেন?
(ক) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
(ঘ) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তর: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

৪৫। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
(ক) আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
(খ) ত্রাণ ও পুনর্বাসন
(গ) নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা
(ঘ) মেট্রোরেল ও রূপপুর প্রকল্প
উত্তর: আশ্রয়ন ও শিক্ষা সহায়তা

৪৬। ২০২১ সাল থেকে বাংলাদেশে সরকার নতুন কোন পদক প্রদান করে? (বিভিন্ন মন্ত্রণালয় সহকারী ম্যানটেনেন্স প্রকৌশলী ২৪-০৫-২০২২)
(ক) বঙ্গবন্ধু আন্তর্জাতাক কৃষি পুরষ্কার
(খ) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা পুরুষ্কার
(গ) শেখ হাসিনা আন্তর্জাতিক শান্তি পুরষ্কার
(ঘ) শেখ রাসেল আইসিটি পুরষ্কার
উত্তর: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা পুরুষ্কার

৪৭। 'Mother of Humanity' কাকে বলা হয়?
(ক) মাদার তেরেসা
(খ) শেখ হাসিনা
(গ) বেগম রোকেয়া
(ঘ) প্রীতিলতা
উত্তর: শেখ হাসিনা

৪৮। জাতিসংঘের “Champlon of the Earth” খেতাবপ্রাপ্ত কে? (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ২৯-১০-২০২২)
(ক) হিলারি ক্লিনটন
(খ) থেরেসা মে
(গ) এজেলা মার্কেল
(ঘ) শেখ হাসিনা
উত্তর: শেখ হাসিনা

৪৯। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হন কত সালে?
(ক) ১৯৮১ সালে
(খ) ১৯৮২ সালে
(গ) ১৯৮৩ সালে
(ঘ) ১৯৮৪ সালে
উত্তর: ১৯৮১ সালে

৫০। নিচের কোনটি শেখ হাসিনার প্রকাশিত গ্রন্থ-
(ক) কারাগরের রোজনামচা
(খ) আমার দেখা নয়া চীন
(গ) সবুজ মাঠ পেরিয়ে
(ঘ) সিক্রেট ডকুমেন্ট
উত্তর: সবুজ মাঠ পেরিয়ে