ফেসবুক হেল্পলাইন নাম্বার বাংলাদেশ - Facebook Help Center Number

ফেসবুক বর্তমানে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটারসহ আরো বেশ কিছু সোসিয়াল মিডিয়া থাকলেও তা ফেজবুকের সমকক্ষ নয়। ২০০৫ সালে, এটি প্রথম ফেজবুক ডট কম (facebook.com) নামে যাত্রা শুরু করেছিল। ফেসবুক ২০০৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল, তখন থেকে বাংলাদেশিরাও ফেসবুক ব্যবহার করতে পারেন। কিন্তু ২০১৩ সালের পর বাংলাদেশে ফেসবুক জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে, ঢাকা শহর ফেসবুকে সবচেয়ে বেশি একটিভ মেম্বারের শহরগুলির মধ্যে ২য় অবস্থানে রয়েছে। বাংলাদেশিরা প্রতি মাসে গড়ে ফেসবুকের প্রায় ১৮.৩ মিলিয়ন পেজ ভিজিট করে।

বাংলাদেশে ফেসবুক অফিস কোথায়?

বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নেই। ২০১৮ সালে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশে ফেসবুক অফিস স্থাপনের উদ্যোগ নেন। ফেসবুকের দক্ষিণ এশিয়া নীতি কর্মসূচির প্রধান রিতেশ মেহতা বলেছেন, "বাংলাদেশে শীঘ্রই একটি অভিযোগ কেন্দ্র/সহায়তা কেন্দ্র খোলা হবে। যেখান থেকে সরাসরি অভিযোগ পাওয়া যাবে এবং ফেসবুক মনিটরিং করা হবে।" কিন্তু বাস্তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো অফিস ফেসবুক স্থাপন হয়নি।

ফেসবুকের গ্লোবাল বিজনেস গ্রুপের প্রধান ডিন নেরি বলেন, বর্তমানে বাংলাদেশে অফিস খোলার কোনো পরিকল্পনা নেই।

ফেসবুক কাস্টমার কেয়ার নাম্বার বাংলাদেশ

ফেসবুক হেল্পলাইন নাম্বার বাংলাদেশ: বাংলাদেশে কোনো অফিস না থাকায় ফেসবুক হেল্পলাইন নাম্বার বাংলাদেশের নেই। তবে সরাসরি ভারতের মুম্বাই শাখার নাম্বারে কল করে সেবা পেতে পারেন বাংলাদেশি ব্যাবহারকারীরা। তাছাড়া এই লিংক থেকে https://www.facebook.com/help ফেজবুক সংক্তান্ত হেল্প পেতে পারবেন বাংলাদেশি ব্যাবহারকারীগণ।

ফেসবুক হেল্প সেন্টার নাম্বার - Facebook Help Center Number

নিচে ভারতসহ অন্যান্য দেশের প্রধান প্রধান অফিসের কন্টাক্ট নাম্বার দেয়া হয়েছে।

ক্রম.দেশের নামফেসবুক হেল্প সেন্টার নাম্বার
১.ভারত+৯১ ৮৯৪ ৮০৩ ৩৪৭০
২.যুক্তরাষ্ট্র+১ (৬৫০) ৫৪৩-৪৮০০
৩.অস্ট্রেলিয়া+৬ ১২৮ ২৩৪ ৭০২০
৪.কানাডা+১ ৬৪৭ ৪২৬ ৬০৫১
৫.যুক্তরাজ্য+৪৪ ২০৩ ৩৮৬ ৬০০০
৬.আয়ারল্যান্ড+৩ ৫৩১ ৫৫৩ ০৫৮৮


Facebook Complain From Link
 (ফেজবুক কম্প্লেইন ফ্রম লিংক)

ফেসবুক হেল্প এজেন্ট

বর্তমানে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এমনকি হ্যা-ক হয়ে যাওয়া ফেজবুক একাউন্ট ফেরত আনতে কাজ করে থাকেন অনেক এজেন্ট এবং ডিজিটাল হেল্প সেন্টার। তাই ডিজিটাল হেল্প সেন্টারের টেকনিক্যাল হেল্প নিয়ে আপনার এক্যাউন্ট ফেরত পেতে পারেন। বলে রাখা ভালো bddiploma.com এর পক্ষ থেকে আমরা আপনার হারিয়ে যাওয়া ফেজবুক ফিরে পেতে সাহায্য করতে পারি।

এক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবে:

  • সফলভাবে আপনার Facebook Account রিকোভার করার পর আমাদের সার্ভিস চার্জ ২০০ টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।
  • সার্ভিস গ্রহণের জন্য নিম্ন-লিখিত নাম্বারে Whats-app থেকে যোগাযোগ করবেন।
  • আমাদের সাথে কন্টাকের সময় প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত
  • উপরোক্ত সময়ের বাইরে কোনো প্রকার ম্যাসেস বা কলের উত্তর দেওয়া হবেনা।
Next Post Previous Post
43 Comments
  • Anonymous
    Anonymous June 27, 2023 at 8:32 AM

    Sir, I am unable to understand why my Facebook is locked. And requested to re-use the account.

    • Admin
      Admin June 27, 2023 at 6:16 PM

      There are many reasons why Facebook gets locked. You need to identify first. If you are unable to locate, you can ask Facebook Help Center.

  • Anonymous
    Anonymous July 27, 2023 at 3:58 AM

    আমার ফেইজবুক পাইনা

    • Admin
      Admin July 27, 2023 at 8:40 AM

      রিকোভারি করার চেষ্টা করুন। এজন্য যে ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে একাউন্ট খুলেছেন সেটা দিয়ে রিকোভারির সময় একাউন্ট সার্স করুন। যদি এভাবে না পান তবে অন্য কোনো বন্ধুর আইডি থেকে আপনার একাউন্টের আইডির নাম্বার বের করে রিকোভারি করার চেষ্টা করুন তাহলে খুজে পাবেন আশা করি।

  • Anonymous
    Anonymous August 2, 2023 at 8:33 AM
  • Anonymous
    Anonymous August 11, 2023 at 5:17 AM
    • Anonymous
      Anonymous September 23, 2023 at 6:54 PM

      facebook two factor authentication code not received problem

    • Anonymous
      Anonymous September 23, 2023 at 6:55 PM

      facebook two factor authentication code not received problem এখন আমার একাউন্টি অনেক প্রয়োজন

    • Admin
      Admin October 4, 2023 at 4:19 AM

      two factor authentication code না আসার পিছে সাধারণত.... বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নেটওয়ার্ক সমস্যা কিংবা হ্যানসেট এর কানেক্টিভিটির সমস্যা। তাই কোড না আসলে ফোন পরিবর্তন করে অন্য ফোন থেকে চেষ্টা করবেন। আসা করা যায় কোড পেয়ে যাবেন।

  • Anonymous
    Anonymous August 11, 2023 at 7:57 AM

    আমি লাইক কমেন্ট পোষ্ট করতে পারছি না

    • Admin
      Admin August 11, 2023 at 9:27 AM

      নতুন ফেজবুক আইডি খুললে অথবা কোনো গ্রুপে বেশি বেশি লাইক, কমেন্ট করলে ফেজবুক ২৪ থেকে ৪৮ ঘন্টার জন্য রেস্ট্রিক দিয়ে থাকে। যদি এমনটি হয়ে থাকে তাহলে এমনিতেই ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়, তাহলে ফেজবুক থেকে নিশ্চয় আপনাকে কোনো নোটিফিকেশন অথবা মেসেস দিবে এবং সেখানে বিস্তারিত বলা থাকবে, পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনার কি করণীয়।

    • Anonymous
      Anonymous August 15, 2023 at 7:24 AM

      ভাই আমার পরপর দুইটা আইডি হ্যাক হয়ে গেছে এখন আমার করণীয় কি
      আমি আমারই আইডি দুইটা ফেরত চাই কিভাবে কেমনে
      ফিরিয়ে আনতে পারি

    • Admin
      Admin August 15, 2023 at 9:46 AM

      আপনি যদি সত্যিকারের মালিক হয়ে থাকেন তাহলে লগিন করার চেষ্টা করুন এবং পূরাতন পাসওয়ার্ড দিন। যদি রিকোভারি অপশনে আপনার ফোন বা ইমেইল থাকে তাহলে সহজেই রিকভারি করে নিন। আর যদি আপনার ফোন বা ইমেইল না থাকে তাহলে ফেজবুক Help পেজ থেকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিন। ফেজবুক করতৃপক্ষ আপনার প্রদানকৃত তথ্যের ভিত্তিতে আইডি পূণরুদ্ধারের ব্যাবস্থা করবে।

  • Anonymous
    Anonymous August 15, 2023 at 7:01 AM

    আমার ফেসবুক একাউন্টটি সাসপেন্ড হবার পর রিভিউ করার পর টেম্পোরারি ডিজেবল হয়েছে। ফেসবুক বলছে বিজি সময়ের কারনে সম্ভব হচ্ছে না। ১৮০ দিন পর আইডি পারমানেন্টলি ডিজেবল হবে।

    • Admin
      Admin August 15, 2023 at 9:50 AM

      অপেক্ষা করুন। রিভিও করার পর ৪ থেকে ৫ দিনের মধ্যে ফেজবুক অথরিটি আপনার আইডি চেক দিবে এবং আপনার দেয়া তথ্য ও সেলফি / ফটো সঠিক হলে আইডি ঠিক হয়ে যাবে। একি সাথে আপনার আইডি অটো ভেরিফাইড হিসেবে বিবেচিত হবে।

    • Anonymous
      Anonymous August 28, 2023 at 11:09 AM

      আমার ফেসবুক একাউন্টটি পাসওয়ার্ড ভুলের কারনে আইডিটি ব্যবহার করতে পারিনা

    • Admin
      Admin August 31, 2023 at 11:44 PM

      পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে রিকভারি করতে হবে।

    • Anonymous
      Anonymous October 8, 2023 at 4:04 AM

      Amar id ti hakar ra hang kore niyece. Gmail id password Mobile number sop change kore dice. Pls help

    • Admin
      Admin October 9, 2023 at 4:18 AM

      কোনো আইডি হ্যাক হয়ে থাকলে যত দ্রুত সম্ভব ফেজবুজ হেল্প পেজ থেকে সাহায্যের আবেদন করতে হবে। এজন্য আপনার ভোটার আইডি কার্ড এবং ভিডিও ভেরিফিকেশন চাওয়া হতে পারে।

  • Anonymous
    Anonymous August 31, 2023 at 11:06 AM

    হাফেজ সোহেল প্রতিবন্ধী লোগু আইডি ব্যবহার করতে পারছিনা

    • Admin
      Admin August 31, 2023 at 11:42 PM

      ফেজবুক আইডি ব্যাবহার করতে না পারার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন: আইডি হ্যাক হতে পারে, আইডি বাতিল হতে পারে, পাসওয়ার্ড ভুল হতে পারে ইত্যাদি। আপনার সমস্যা সম্পর্কে স্পস্ট করে জানালে করণীয় সম্পর্কে বলা যেতে পারে।

  • Anonymous
    Anonymous September 1, 2023 at 9:04 PM

    ভাইয়া আমার ফেসবুক একাউন্ট লক খাইছে এখন অনেকবার ট্রাই করছি লক খুলেনা এখন করনীয় কি

    • Admin
      Admin September 3, 2023 at 6:12 AM

      লক খাইছে বলতে কি বুঝাচ্ছেন? ফেজবুক অথরিটি আইডি ব্যান করে দিয়েছে? নাকি ভেরিভাই করার জন্য টেমপোরারি লক করে দিয়েছে? নাকি আপনি নিজেই লক করেছেন অতঃপর আর আনলক করতে পারছেননা?

  • Anonymous
    Anonymous September 7, 2023 at 10:45 PM

    আমি ফেসবুক একাউন্ট লগইন করতে পার ছিনা

    • Admin
      Admin September 8, 2023 at 9:39 PM

      কেন লগিন করতে পারছেননা? পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে কি? একাউন্ট সাসপেন্ট হয়েছে কি? নাকি অন্য কোনো সমস্যা হয়েছে? এ বিষয়ে স্পস্ট না যেনে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

  • Anonymous
    Anonymous September 8, 2023 at 12:47 AM

    আমার ফেইসবুক আইডি অন্য কেউ খুঁজে না পাওয়ার কারন কি

    • Admin
      Admin September 8, 2023 at 9:35 PM

      আপনার ফেজবুক আইডি অন্য কেউ খুঁজে না পাওয়ার পিছে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। যেমন:
      ১. যদি কেউ আপনার ফোন বা ইমেইল দিয়ে খুজতে চায় তাহলে আপনার আইডি শো হবেনা। কারণ বর্তমানে ফোন/ ইমেইল দিয়ে সার্স অপশন ফেজবুক অথরিটি অফ করে রেখেছে। এক্ষেত্রে ব্যাক্তিগতভাবে আপনার এক্যাউন্ট সেটিংস থেকে এই সার্স অপশন অন করে দিতে হবে।

      ২. আবার আপনার প্রফাইলকে কারা খুঁজে পাবে? এই সেটিস এ যদি পাবলিক করা না থাকে তাহলেও অন্য কারো সামনে শো হবেনা।

      ৩. আবার সাময়িকভাবে আপনার আইডি সাসপেন্ড হয়ে থাকলেও শো হবেনা। আরো কিছু কারণ রয়েছে যা ফেজবুক পলিসি পেজে পাবেন।

  • Anonymous
    Anonymous September 12, 2023 at 2:55 AM

    আমার বন্ধুর ফেসবুক আইডি গুলো একটু আগে নাম্বার দিলে দেখাচ্ছে।কিন্তু এখন পাচ্ছি না।

    • Admin
      Admin September 12, 2023 at 6:46 PM

      এজন্য আপনার বন্ধুর আইডির সেটিংস থেকে ফোন নাম্বার দিয়ে সার্স অপশন অন করে দিতে হবে। সম্ভবত ফেজবুক অটো বুট নিরাপত্তার জন্য ফোন নাম্বার দিয়ে সার্স অপশন অফ করে রেখেছে।

  • Anonymous
    Anonymous September 18, 2023 at 6:59 AM

    আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, যে ইমেইল আইডি দিয়ে খোলা হয়েছিল তার পাসওয়ার্ড ও ভুলেগেছি
    এখন আমি কীভাবে আমার ফেসবুক আইডি ফেরত পেতে পারি

  • Anonymous
    Anonymous September 19, 2023 at 12:56 AM

    আসসালামু আলাইকুম, স্যার আমার ফেসবুক আইডিটা পাসওয়ার্ড ভুলে গেছি নাম্বার ইমেইল কোনটাই কাযে আসছে না । কিন্তু আমি এটা দশ বছর ব্যবহার করছি। সব সঠিক তথ্য আছে আমার কাছে। এখন আমি ফেসবুকের মতামত মুখোমুখি হতে চাচ্ছি। আমার করণীয় কি। আমার নাম্বার দরকার অফিসের। তাড়াতাড়ি উত্তরটা দিন ধন্যবাদ স্যার।।।

    • Admin
      Admin September 19, 2023 at 6:40 AM

      প্রথমতো নিশ্চিত হতে হবে, আইডি হ্যাক হয়েছে কিনা। যদি হ্যাক না হয়ে থাকে তাহলে রিকভারি করতে হবে। কিভাবে রিকভারি করবেন এ বিষয়ে নিচে দুইটি পদ্ধতি উল্লেখ করছি আশা করি সমাধান পেয়ে যাবেন।

      প্রথম পদ্ধতি:
      আপনি এতোদিন যে ফোন থেকে Facebook App ব্যাবহার করেছেন সে App আন-ইন্সটল করুন এবং পূণরায় ইন্সটল করুন। তারপর APP এ প্রবেশ করুন আশাকরি কোনো পাসওয়ার্ড ছাড়াই লগিন করতে পারবেন, যদি উক্ত মোবাইলে ছয় মাসের অধিক সময় যাবৎ Facebook App ব্যাবহার করে থাকেন।

      ২য় পগ্ধতি:
      রিকভারি অপশনে গেলে আপনার আইডির ফোন/ ইমেইলের একটি অংশ দেখাবে যেটা দেখে নিশ্চিত হতে হবে, উক্ত রিকভারি অপশনের ফোন/ ইমেইল আপনার কিনা। যদি ঠিক থাকে তাহলে খুব সহজেই রিকভারি করতে পারবেন। আর যদি বিষয়টা এমন হয়....... আপনার আইডি সামনে আসছেনা ফোন/ ইমেইল দিয়ে..... তাহলে সর্বপ্রথম যে কোনো ফ্রেন্ডের ফোন থেকে আপনার আইডির কোড নং [লগিন কোড] বের করে আনুমানিক একটি পাসওয়ার্ড দিবেন, তাহলে খুব সহজেই আপনার আইডি শো হবে, এরপর রিকভারিতে ক্লিক করলে অপশন সামনে আসবে।

  • Anonymous
    Anonymous September 23, 2023 at 12:28 PM

    আমি ফেসবুক আইডিতে লগইন করতে পারছি না

  • Anonymous
    Anonymous September 23, 2023 at 6:57 PM

    facebook two factor authentication code not received problem আমার একাউন্টি অনেক প্রয়োজন এ এখন আমার করনিও কি

    • Mobarok
      Mobarok September 28, 2023 at 8:47 PM

      Device + IP পরিবর্তন করে চেষ্টা করুন, কোড পেয়ে যাবেন। তবে বর্তমান ডিভাইসের ডাটা ক্লিন করে চেষ্টা করে দেখতে পারেন।

  • Anonymous
    Anonymous October 2, 2023 at 10:40 AM

    Md Robiul Robi এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুজে পাচ্ছি না প্লিজ ভাইপাসওয়ার্ডটা রিকভারি করে পাঠিয়ে দেন

    • Admin
      Admin October 4, 2023 at 4:22 AM

      ফেজবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে আপনাকেই রিকভার করতে হবে। এজন্য এক্যাউন্টের রিকভারি অপশনে থাকা ফোন/ ইমেইলের মালিকানা আপনার হাতে থাকতে হবে। অন্যথায় আইডি রিকভার করতে পারবেননা।

  • Anonymous
    Anonymous October 6, 2023 at 9:37 AM

    আমার ফেসবুক আইডি হ‍্যাক হয়েছে ফিরিয়ে আনার উপায় আছে কি

    • Admin
      Admin October 6, 2023 at 9:41 PM

      যদি যথাযথভাবে/ সঠিক তথ্য দ্বারা Account করে থাকেন, তাহলে ফিরিয়ে আনতে পারবেন। এজন্য Facebook Help অপশন থেকে আপনার আইডির তথ্য এবং NID ও কিছু প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফ্রমে পূরণ করে জমা দিলে ফেজবুক কর্তৃপক্ষ আপনার তথ্য যাচাইপূর্বক একাউন্ট ফেরত প্রদানের ব্যাবস্থা করবেন।

  • Anonymous
    Anonymous October 6, 2023 at 2:33 PM

    আমার স্বামীর ফেসবুকের পাসওয়ার্ড, ফোন নাম্বার, ইমেইল সব ভুলে গেছে। এমনকি ফোনটাও নস্ট হয়ে গেছে। এখন উক্ত আইডি বন্ধ করতে চাইছি আমরা। হেল্প করুন।

    • Admin
      Admin October 6, 2023 at 9:37 PM

      আইডির সব কিছু ভুলে গেলেও সমস্যা নেই। সর্বপ্রথম যে কারো ফেজবুক থেকে আপনার আইডিটা খুজে বের করুন। তারপর Facebook Account এর নির্দিষ্ট ID number দিয়ে Account Recovary করুন। তারপর চাইলে আইডির নতুন পাসোয়ার্ড সেট করে ব্যাবহার করতে পারবেন নতুবা বন্ধ করেও দিতে পারবেন।

  • Anonymous
    Anonymous October 16, 2023 at 6:50 AM

    আমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি।এখন রিকভারি করার জন্য চেষ্টা করলে ফোনে ফেসবুকের কোড আসেনা

    • Admin
      Admin October 16, 2023 at 8:43 PM

      রিকোভারি করার জন্য যে সিম নাম্বার দেওয়া আছে সেই সিম অন্য কোনো ফোনে লাগিয়ে চালু করুন এবং একই সাথে যে ফোন থেকে ফেজবুকে লগিন/ রিকোভারি করার চেষ্টা করছেন তার পরিবর্তে অন্য ফোন থেকে রিকোভারি করুন। আশাকরি ফোনে ফেজবুকের কোড আসবে। তবে যদি আপনার কাছে অন্য ফোন না থেকে থাকে তাহলে আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে সিম নেটওয়ার্কে চেষ্টা করুন সমাধান হয়ে যাবে।

Add Comment
comment url