ফেসবুক হেল্পলাইন নাম্বার বাংলাদেশ - Facebook Help Center Number
ফেসবুক বর্তমানে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটারসহ আরো বেশ কিছু সোসিয়াল মিডিয়া থাকলেও তা ফেজবুকের সমকক্ষ নয়। ২০০৫ সালে, এটি প্রথম ফেজবুক ডট কম (facebook.com) নামে যাত্রা শুরু করেছিল। ফেসবুক ২০০৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল, তখন থেকে বাংলাদেশিরাও ফেসবুক ব্যবহার করতে পারেন। কিন্তু ২০১৩ সালের পর বাংলাদেশে ফেসবুক জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে, ঢাকা শহর ফেসবুকে সবচেয়ে বেশি একটিভ মেম্বারের শহরগুলির মধ্যে ২য় অবস্থানে রয়েছে। বাংলাদেশিরা প্রতি মাসে গড়ে ফেসবুকের প্রায় ১৮.৩ মিলিয়ন পেজ ভিজিট করে।
বাংলাদেশে ফেসবুক অফিস কোথায়?
বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নেই। ২০১৮ সালে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশে ফেসবুক অফিস স্থাপনের উদ্যোগ নেন। ফেসবুকের দক্ষিণ এশিয়া নীতি কর্মসূচির প্রধান রিতেশ মেহতা বলেছেন, "বাংলাদেশে শীঘ্রই একটি অভিযোগ কেন্দ্র/সহায়তা কেন্দ্র খোলা হবে। যেখান থেকে সরাসরি অভিযোগ পাওয়া যাবে এবং ফেসবুক মনিটরিং করা হবে।" কিন্তু বাস্তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো অফিস ফেসবুক স্থাপন হয়নি।ফেসবুকের গ্লোবাল বিজনেস গ্রুপের প্রধান ডিন নেরি বলেন, বর্তমানে বাংলাদেশে অফিস খোলার কোনো পরিকল্পনা নেই।
ফেসবুক কাস্টমার কেয়ার নাম্বার বাংলাদেশ
ফেসবুক হেল্পলাইন নাম্বার বাংলাদেশ: বাংলাদেশে কোনো অফিস না থাকায় ফেসবুক হেল্পলাইন নাম্বার বাংলাদেশের নেই। তবে সরাসরি ভারতের মুম্বাই শাখার নাম্বারে কল করে সেবা পেতে পারেন বাংলাদেশি ব্যাবহারকারীরা। তাছাড়া এই লিংক থেকে https://www.facebook.com/help ফেজবুক সংক্তান্ত হেল্প পেতে পারবেন বাংলাদেশি ব্যাবহারকারীগণ।ফেসবুক হেল্প সেন্টার নাম্বার - Facebook Help Center Number
নিচে ভারতসহ অন্যান্য দেশের প্রধান প্রধান অফিসের কন্টাক্ট নাম্বার দেয়া হয়েছে।
ক্রম. | দেশের নাম | ফেসবুক হেল্প সেন্টার নাম্বার |
১. | ভারত | +৯১ ৮৯৪ ৮০৩ ৩৪৭০ |
২. | যুক্তরাষ্ট্র | +১ (৬৫০) ৫৪৩-৪৮০০ |
৩. | অস্ট্রেলিয়া | +৬ ১২৮ ২৩৪ ৭০২০ |
৪. | কানাডা | +১ ৬৪৭ ৪২৬ ৬০৫১ |
৫. | যুক্তরাজ্য | +৪৪ ২০৩ ৩৮৬ ৬০০০ |
৬. | আয়ারল্যান্ড | +৩ ৫৩১ ৫৫৩ ০৫৮৮ |