বিসিএস ক্যাডারের বেতন - BCS Cadre Salary
বিসিএস ক্যাডারের বেতন - BCS Cadre Salary
বিসিএস ক্যাডারের বেতন এবং অন্যান্য ভাতাসমূহ নিচে তুলে ধরা হলো:
- মূল বেতন: ২২,০০০ টাকা (তবে ডাক্তার এবং ইজ্ঞিনিয়ার পদের প্রার্থীগণ যোগদান কালেই ২টি ইনক্রিমেন্ট পাবেন)
- বাড়িভাড়া ভাতা: ৮৮০০/- জেলা শহরে নিয়োগ পেলে বাড়িভারাভাতা মূল বেতনের ৫০%,
- চিকিৎসা ভাতা: সকল কর্মচারী মাসিক ১৫০০ টাকা পাবেন।
- বাংলা নববর্ষভাতা: মূল বেতনের ২০% পাবেন।
- ভ্রমণভাতা: কোনো কারণে চাকির স্থান পরিবর্তন করলে কিংবা বদলি হলে বদলি জনীত ভাতা বা ভ্রমণভাতা পাবেন। প্রতি ১০০ কেজি মালামালের জন্য ২ টাকা/কিলোমিটার হারে পাবেন।
- উৎসব ভাতা: মুসলমানগণ দুই ঈদে মূল বেতনের সমপরিমাণ টাকা পাবেন এবং ভিন্ন ধর্মাবলম্বীগণ তাদের যেকোনো একটি উৎসবে দুইটি ভাতা একসাথে তুলতে পারবেন।
- শিক্ষা সহায়ক ভাতা: ২ সন্তানের জন্য (৫০০×২=১০০০) টাকা হারে সন্তানের বয়স ২১ বছর হওয়ার আগ পর্যন্ত পাবেন।
- টিফিন ভাতা: ২০০ টাকা হারে ((মাসিক)
- কার্যভারভাতা: ১৫০০ টাকা (মাসিক)
- যাতায়াত ভাড়া: ৩০০ টাকা (মাসিক)
- পাহাড়িভাতা: রাঙামাটি, খাগরাছরি প্রভৃতি পার্বত্য জেলা সমূহে পোস্টিং হলে মূল বেতনের ২০% হারে অতিরিক্ত ভাতা পাবেন (পাহাড়িভাতা)