বিসিএস ক্যাডারের বেতন - BCS Cadre Salary

প্রশ্ন-১: কজন বিসিএস ক্যাডার কত টাকা বেতন পান?
প্রশ্ন-২: প্রাথমিক নিয়োগের সময় বেসিক বেতন কত থাকে?
প্রশ্ন-৩: কি কি ভাতা পান একজন বিসিএব ক্যাডার?

উপরের প্রশ্নগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে এই পোস্টে।

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী একজন বিসিএস ক্যাডারের মূল বেতন ২২,০০০-৫৩০৬০/- টাকা হয়ে থাকে। মূল বেতনের সাথে অন্যান্য ভাতাসহ প্রায় দ্বিগুন বেতন পেয়ে থাকেন মূল বেতনের তুলনায়। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের সময় বেতন ২২০০০ হয়ে থাকে যা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৫৩,০৬০ টাকা হয়ে থাকে। 

বিসিএস ক্যাডারের বেতন - BCS Cadre Salary

বিসিএস ক্যাডারের বেতন এবং অন্যান্য ভাতাসমূহ নিচে তুলে ধরা হলো:

  • মূল বেতন: ২২,০০০ টাকা (তবে ডাক্তার এবং ইজ্ঞিনিয়ার পদের প্রার্থীগণ যোগদান কালেই ২টি ইনক্রিমেন্ট পাবেন)
  • বাড়িভাড়া ভাতা: ৮৮০০/- জেলা শহরে নিয়োগ পেলে বাড়িভারাভাতা মূল বেতনের ৫০%,  
  • চিকিৎসা ভাতা: সকল কর্মচারী মাসিক ১৫০০ টাকা পাবেন।
  • বাংলা নববর্ষভাতা: মূল বেতনের ২০% পাবেন।
  • ভ্রমণভাতা: কোনো কারণে চাকির স্থান পরিবর্তন করলে কিংবা বদলি হলে বদলি জনীত ভাতা বা ভ্রমণভাতা পাবেন। প্রতি ১০০ কেজি মালামালের জন্য ২ টাকা/কিলোমিটার হারে পাবেন।
  • উৎসব ভাতা: মুসলমানগণ দুই ঈদে মূল বেতনের সমপরিমাণ টাকা পাবেন এবং ভিন্ন ধর্মাবলম্বীগণ তাদের যেকোনো একটি উৎসবে দুইটি ভাতা একসাথে তুলতে পারবেন।
  • শিক্ষা সহায়ক ভাতা: ২ সন্তানের জন্য (৫০০×২=১০০০) টাকা হারে সন্তানের বয়স ২১ বছর হওয়ার আগ পর্যন্ত পাবেন।
  • টিফিন ভাতা: ২০০ টাকা হারে ((মাসিক)
  • কার্যভারভাতা: ১৫০০ টাকা (মাসিক)
  • যাতায়াত ভাড়া: ৩০০ টাকা (মাসিক)
  • পাহাড়িভাতা: রাঙামাটি, খাগরাছরি প্রভৃতি পার্বত্য জেলা সমূহে পোস্টিং হলে মূল বেতনের ২০% হারে অতিরিক্ত ভাতা পাবেন (পাহাড়িভাতা)
এছাড়াও সময়ে সময়ে ট্রেনিং, বিদেশ সফরসহ বিশেষ ক্ষেত্রসমূহে অন্যান্য ভাতাসমূহ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী প্রাপ্য হবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url