পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান | পদ্মা সেতু a to z | প্রশ্ন উত্তর

পদ্মাসেতুটি বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত। পদ্মা সেতু বাংলাদেশের যতগুলো সেতু রয়েছে তার মধ্যে সবথেকে বড়। অনেকেই পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিতজানতে চান। আবার কেউ কেউ পদ্মা সেতুর সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে চান।

পদ্মা সেতু সম্পর্কে a to z জেনে রাখা খুবই জরুরী বিষেষ করে যারা চাকরিরপ্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন আসতে দেখা যায়। এমনকি ভাইভাতেও পদ্মা সেতু সম্পর্কে প্রশ্ন করা হয়।

এই পোস্টে আমি আপনাদের পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন ও প্রশ্নউত্তর জানানোর চেষ্টা করব। আশা করছি আপনারা পদ্মা সেতু সম্পর্কে a to z জানতে পারবেন। পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত জেনে নিন নিচের লেখাটা পড়ে -

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানার আগে পদ্মা সেতুর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। পদ্মা সেতু বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ সেতু, নিচে এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:


পদ্মা সেতু a to z বিস্তারিত তথ্য / পদ্মা সেতুর ইতিহাস

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়। সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। পদ্মা সেতুতে সড়ক এবং রেল উভয় যোগাযোগ ব্যাবস্থা রয়েছে।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এদেশের জ্ন্য এমন একটি ব্যায়বহুল সেতু তৈরি করা ছিল অনেক বড় চ্যালেঞ্জিং কাজ। স্টিল ও কংক্রিট নির্মিত দুই স্তর বিশিষ্ট সেতুটির উপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫০ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এই বৃহৎ সেতুটি দাড়িয়ে আছে ৪১ টি স্প্যানের উপর, প্রতিটি স্প্যানের উচ্চতা ১৫০.১২ মিটার বা ৪৯২.৫ ফুট এবং প্রতিটি স্প্যান চওড়ায় ২২.৫ মিটার বা ৭৪ ফুট।

২০ অগাস্ট , ২০০৭ সালে ততকালীন তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দীন আহমেদ পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প পাস করেন যা পরবর্থীতে ১১ জানুয়ারি, ২০১১ তে আওয়ামী লীগ সরকার মূল সেতুর সাথে রেলপথ সংযুক্ত করে দুই স্তরে পদ্মা সেতু নির্মাণ করার ঘোষণা দেন ।

সেতু নির্মাণের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক, ইসলামি উন্নয়ন ব্যাংক এবং জাইকা অর্থ যোগান দেয়ার প্রতিশ্রুতি দেন। ২০০৯ সালের ২৮ এপ্রিল বিশ্বব্যাংক এর সাথে বাংলাদেশ সরকার ঋণ চুক্তি সম্পন্ন করে। এরপর ২০১১ সালের এপ্রিলে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১২০ কোটি মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দেয় কিন্তু ১০ অক্টোবর, ২০১১ দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি স্থগিত করে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক ঋণ চুক্তি স্থগিত করায় ২০১৩ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ সরকার জানায় নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানার গুরুত্বঃ

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানার গুরুত্ব অপরিসীম কেননা বর্তমান বাংলাদেশের পদ্মা সেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় "বাস্তব" বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সুচনা করেছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। যে পদ্মার ছিল না একদিন কূল-কিনারা তার বুকের ওপর দিয়ে এখন ছুটছে গাড়ি, চলবে ট্রেন সেই সেতু সম্পর্কে জানার কৌতুহল তো থাকবেই।

কৌতুহল বসত না হলেও চাকরির পরিক্ষায় উত্তিন্ন হতে চাইলে আপনাকে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানতে হবে। সরকারী-বেসরকারি বিভিন্ন চাকরির পরিক্ষায় পদ্মা সেতু সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। পদ্মা সেতু সম্পর্কে সকল সাধারণ জ্ঞান আমি উপস্থাপন করেছি আপনাদের সুবিধার জন্য। নিচে পদ্মা সেতু সম্পর্কে আপনারা যেসব সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন এসব প্রশ্ন উত্তর থেকেই পদ্মা সেতু সম্পর্কে সকল সাধারণ জ্ঞান জানতে পারবেন, সেগুলো বাছাইকৃত সঠিক প্রশ্ন এবং উত্তর। পদ্মা সেতু সম্পর্কে সকল সাধারণ জ্ঞান জেনে নিন -

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান এবং পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ

নিচে পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান বর্ননা করা হলো। এখানে পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন নিচের সকল প্রশ্নের উত্তর জেনে নিন -


প্রশ্ন: - "পদ্মা সেতু প্রকল্প" এর নাম কী বা, কি প্রকল্প নামে পরিচিত?

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।


প্রশ্ন: - পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি. ?

উত্তরঃ ৬.১৫ কি.মি.।


প্রশ্ন: - পদ্মা সেতু কত কি.মি. লম্বা?

উত্তরঃ ৬.১৫ কি.মি. লম্বা।


প্রশ্ন: - পদ্মা সেতুর কয়টি পিলার রয়েছে?

উত্তরঃ ৪২ টি।


প্রশ্ন: - পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন করতে হয়েছে কত কি.মি.?

উত্তরঃ দুই পাড়ে ১২ কি.মি.।

প্রশ্ন: - পদ্মা সেতুর কয়টি স্প্যান রয়েছে?

উত্তরঃ ৪১ টি।


প্রশ্ন: - পদ্মা সেতুর দৈর্ঘ্য এবং প্রস্থ কত কি.মি. এবং কত ফুট?

উত্তরঃ দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,২০০ ফুট) এবং প্রস্থ: ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)।


প্রশ্ন: - পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কি: মি: নিয়ে অবস্থিত?

উত্তরঃ দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কি.মি.।


প্রশ্ন: - পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ পদ্মা সেতু মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর জেলায় অবস্থিত।


প্রশ্ন: - পদ্মা সেতুর পিলার ও স্প্যানের সংখ্যা কয়টি?

উত্তরঃ পিলার সংখ্যা ৪২ টি ও স্প্যান সংখ্যা ৪১ টি।


প্রশ্ন: - পদ্মা সেতুর প্রস্থ কত মিটার?

উত্তরঃ প্রস্থ ১৮.১০ মিটার।


প্রশ্ন: - পদ্মা সেতুর নির্মান কাজ শুরু হয় কবে?

উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে।


প্রশ্ন - পদ্মা সেতুর নির্মান কাজের উদ্বোধন করেন কবে?

উত্তরঃ ১২ ডিসেম্বর ২০১৫ সালে।


প্রশ্ন: - পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি?

উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।


প্রশ্ন: - পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘ সেতু?

উত্তরঃ ১২২ তম। (পৃথিবীর বৃহত্তম সড়ক সেতুর মধ্যে পদ্মা সেতুর অবস্থান ২৫ তম এবং সব দিক বিবেচনায় এ সেতুটির অবস্থান বিশ্বে ১২২ তম।)


প্রশ্ন: - পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা দুটির নাম কি?

উত্তরঃ পদ্মা সেতুর দুই প্রান্তের একটি জেলা মুন্সিগঞ্জ এবং অপর জেলা মাদারীপুর।


প্রশ্ন: - পদ্মা সেতু নির্মাণে মোট খরচ হয়েছে।

উত্তরঃ পদ্মা সেতু নির্মাণে মোট ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা খরচ হয়েছে।


প্রশ্ন: - পদ্মা সেতু নির্মাণেকাজে কোন দেশ অর্থায়ন করেছে?

উত্তরঃ বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করেছেন।


প্রশ্ন: - পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনে কত ব্যয় হয়েছে?

উত্তরঃ নদীশাসনে ব্যায় হয়েছে মোট ৮,৭০৭,৮১০০০০০/- টাকা (৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ)।


প্রশ্ন: - পদ্মা সেতু ঢাকার সাথে কয়টি জেলাকে সংযুক্ত করেছে?

উত্তরঃ তিনটি জেলাকে অন্তর্ভুক্ত করেছে - মুন্সীগঞ্জ (মাওয়া পয়েন্ট / উত্তর পাড়), শরীয়তপুর এবং মাদারীপুর (জঞ্জিরা /দক্ষিণ পাড়)।


প্রশ্ন: - পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে কত তারিখে?

উত্তরঃ 2022 সালের ২৫ জুন।


প্রশ্ন: - পদ্মা সেতুর উচ্চতা কত ফুট?

উত্তরঃ ৬০ ফুট।


প্রশ্ন: - পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট?

উত্তর : ৬০ ফুট।


প্রশ্ন: - পদ্মা সেতুর প্রথম স্প্যান কবে বসানো হয়?

উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে।


প্রশ্ন: - পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে?

উত্তরঃ নিচ তলায়।


প্রশ্ন: - পদ্মা সেতুর ভায়াডাক্ট কত?

উত্তরঃ ৩.১৮ কি.মি.।


প্রশ্ন: - পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি?

উত্তরঃ ৮১টি


প্রশ্ন: - পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে কতজন মানুষ?

উত্তরঃ প্রায় ৪ হাজার মানুষ।


প্রশ্ন: - পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট?

উত্তর : ৩৮৩ ফুট।


প্রশ্ন: - প্রতি পিলারের জন্য কয়টি পাইলিং ব্যবহার করেছে?

উত্তর : ৬টি। (তবে মাটির জটিলতার কারনে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে)


প্রশ্ন: - পদ্মা সেতুর মোট পাইলিং এর সংখ্যা কয়টি?

উত্তর : ২৬৪টি।


প্রশ্ন: - পদ্মা সেতু প্রকল্পের চুক্তিবদ্ধ কোম্পানির নাম?

উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি।


প্রশ্ন: - পদ্মা সেতুর প্রথম স্প্যান কোথায় বসানো হয়েছে?

উত্তরঃ‌ ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর বসানো হয়েছে।


প্রশ্ন: - পদ্মা সেতুর শেষ স্প্যানটি কোথায় বসানো হয়েছে?

উত্তরঃ ১২ ও ১৩ নম্বর পিলারের উপর বসানো হয়েছে।


প্রশ্ন: - পদ্মা সেতুর ৪১ টি স্প্যান বসাতে সময় লাগে কতদিন?

উত্তরঃ‌ ৩ বছর ২ মাস ১০ দিন।


প্রশ্ন: - বর্তমান বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কি?

উত্তরঃ পদ্মা সেতু।


প্রশ্ন: - পদ্মা সেতুর ধরন কেমন?

উত্তরঃ দ্বিতলবিশিষ্ট এই পদ্মা সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।

প্রশ্ন: - পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর নাম কি?

উত্তরঃ যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু।


প্রশ্ন: - পদ্মা সেতুর প্রত্যেকটি স্প্যানের ওজন কত?

উত্তরঃ স্প্যানের ওজন ৩২০০ টন।


প্রশ্ন: - পদ্মা সেতুর সবগুলো স্প্যান মোট ওজন কত?

উত্তরঃ ১১৬৩৮৮ টন।

প্রশ্ন: - "পদ্মা সেতুতে" ব্যবহৃত স্টিলের পরিমান কত?

উত্তরঃ ১৪৬০০০ মেট্রিক টন।


প্রশ্ন: - পদ্মা সেতুর দৈনিক সক্ষমতা কতটুকু?

উত্তরঃ ৭৫ হাজার যানবাহন।


প্রশ্ন: - পদ্মা সেতুর আকৃতি কেমন?

উত্তরঃ ইংরেজি এস (S) অক্ষরের মতো।


প্রশ্ন: - পদ্মা সেতু কত মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে?

উত্তরঃ রিকটার স্কেলে ৮ মাত্রার কম্পন।


প্রশ্ন: - পদ্মা সেতুর মেয়াদ কত বছর?

উত্তরঃ ১০০ বছর।


প্রশ্ন: - প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন?

উত্তরঃ ২,০০০ টাকা দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন।


প্রশ্ন: - প্রধানমন্ত্রীর পদ্মা সেতু টোলের ট্রানজেকশন নাম্বার কতো?

উত্তরঃ ০০০১


প্রশ্ন: - প্রধানমন্ত্রী কত তারিখে এবং কখন পদ্মা সেতুর প্রথম টোল দেন?

উত্তরঃ ২৫ জুন, ২০২২ইং তারিখ, দুপুর ১২টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতুর প্রথম টোল দেন।


প্রশ্ন: - প্রধানমন্ত্রী পদ্মা সেতু অতিক্রম করেছেন কোন যানবাহনে?

উত্তরঃ যানবাহনের ধরন ছিল ৬ (মিডিয়াম বাস)। তিনি লেন নং ০ এবং শিফট নং ০১ দিয়ে পদ্মা সেতু অতিক্রম করেছিলেন।


প্রশ্ন: - পদ্মা সেতুর ভায়াডাক্ট বলতে কি বুঝায়?

উত্তরঃ যে সকল ব্রীজ অনেক দীর্ঘ হয় এবং পাহাড়ি উপত্যকা বা জলাভূমি অতিক্রম করার জন্য সমান উচ্চতায় উক্ত পাহাড়ি উপত্যকা বা জলাভূমির দুটি পয়েন্ট সংযোগ করে রেল এবং সড়ক যানবাহন বহন করার জন্য ব্যাবহৃত হয় সে সকল ব্রীজকে ভায়াডাক্ট বলা হয়। পদ্মা সেতু দীর্ঘ জলাভূমির দুই পাশের স্থলভূমিকে সংযুক্ত করেছে, এজন্য পদ্মা সেতুকে ডায়াডাক্ট বলা হয়।

ভায়াডাক্ট এবং যেকোনো ব্রিজের মধ্যে মূল পার্থক্য হলো: ভায়াডাক্ট অনেক বেশি দীর্ঘ হয় অর্থাৎ ডায়াডাক্ট কখনো ছোট হবেনা। কিন্তু ব্রিজ ছোট হতে পারে আবার বড়োও হতে পারে।


প্রশ্ন: - পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

উত্তরঃ ৮১টি।


প্রশ্ন: - পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কি.মি.?

উত্তরঃ ভায়াডাক্ট: ভায়াডাক্টের দৈর্ঘ্য ৩.৮১ কি.মি.। (মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি.)


উপসংহার:

এই নিবন্ধে পদ্মা সেতু a to z আলোচনা করা হয়েছে। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান এর সকল প্রশ্ন উত্তর উপরে দেয়া হয়েছে। কোনো ভুলত্রুটি পেলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। পদ্মা সেতু সম্পর্কে আরো কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে অনুগ্রহ করে নিচে কমেন্টে জানাবেন, আমরা দ্রুত উত্তর জানিয়ে দেব।

Next Post


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url