পলিটেকনিক কোর্স সমূহ এর তালিকা

পলিটেকনিক ইন্সটিটিউট সমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়। চার বছর মেয়াদী শিক্ষাক্রম ৮টি পর্বে বিভক্ত যাকে সেমিষ্টার বলা হয়। এক একটি সেমিষ্টারের মেয়াদ কাল ৬ মাস, প্রতি ৬ মাস পর পর সেমিস্টার পরিবর্তন হয়। প্রতেক সেমিস্টারে একটি মিডটার্ম পরীক্ষা এবং একটি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পলিটেকনিক কোর্সসমূহ হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বা টেকনলজি। বর্তমানে মোট ২৫ টি পলিটেকনিক কোর্স রয়েছে। নিচে পলিটেকনিক কোর্স সমূহের তালিকা দেয়া হয়েছে।

পলিটেকনিক কোর্স সমূহ:
  1. Civil Technology
  2. Power Technology
  3. Electrical Technology
  4. Computer Technology
  5. Electronics Technology
  6. Mechanical Technology
  7. Printing Technology
  8. Tourism and Hospitality
  9. Automobile Technology
  10. Construction Technology
  11. Civil (Wood) Technology
  12. Environmental Technology
  13. Marine Technology
  14. Ceramic Technology
  15. Glass Technology
  16. Surveying Technology
  17. Mechatronics Technology
  18. Electro-Medical Technology
  19. Garment Design and Pattern Making
  20. Data Communication and Networking
  21. Computer Science and Technology
  22. Instrumentation and Process Technology
  23. Mining and Mine Survey Technology
  24. Architecture and Interior Design Technology
  25. Refrigeration and Air Conditioning Technology
পলিটেকনিক ভর্তির যোগ্যতা:
এসএসসি বা সমমান (দাখিল, ভোকেশনাল, উন্মুক্ত) পরীক্ষা পাশ করার পর আপনি পলিটেকনিকে ভর্তি হতে পারবেন। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে চাইলে যে কোনো বিভাগ থেকে এসএসসি বা সমমান (দাখিল, ভোকেশনাল, উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ পেতে হবে, এবং গণিতে জিপিএ ৩.০০ অবশ্যক।

পলিটেকনিকে পড়ার খরচ:
বাংলাদেশের সরকারি পলিটেকনিকের মেয়াদ ৪ বছর। সরকারি ভাবে পলিটেকনিকে পড়ার খরচ পড়বে মাত্র ৫০ হাজার টাকা (কিছু টাকা কম বেশি হতে পারে)। বেসরকারি পলিটেকনিকে পড়ার খরচ একটু বেশি পরবে, প্রতিষ্ঠান ও বিষয় ভেদে খরচ পড়বে, যে কারনে আপনাকে প্রতিষ্ঠানে গিয়ে খোজ নিয়ে জানতে হবে কেমন কি খরচ হবে। তবে আনুমানিক ৯০ হাজার থেকে ২ লাখ টাকার মতো খরচ হতে পারে।

পলিটেকনিকে শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা:
গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার জন্য কানাডা ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রতি সেমিস্টারের পরীক্ষার মেরিট রেসাল্টের ভিত্তিতে মাসিক ৮০০ টাকা শিক্ষা বৃত্তি দিয়ে থাকেন অনেক প্রতিঠান।

পলিটেকনিকে পড়াশোনার সুবিধা:
১. সরকারি ও বেসরকারি চাকরির পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থাপনের যথেষ্ট সুযোগ রয়েছে ।
২. পলিটেকনিক কোর্স কমপ্লিট করার পর চাইলে আপনি উচ্চতর ডিগ্রি ও নিতে পারবেন।
৩.ডিপ্লোমা কোর্স করার পর AMIE পরীক্ষার মাধ্যমে বি.এস.সি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে।
৪. ডিপ্লোমা পাশের পর ডুয়েট থেকে উচ্চ শিক্ষার (বি.এস.সি ইজ্ঞিনিয়ারিং) সুযোগ রয়েছে।
৫. জেনারেল লাইনের ন্যায় শিক্ষাজট নেই।
৬. ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং কোর্স বিশ্বব্যাপি স্বীকৃত।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট - polytechnic institute in dhaka (dpi)
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি প্রাচীনতম এবং বৃহত্তম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটি তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত।

১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশন ইন পাকিস্তান এর রিপোর্ট আনুযায়ী ১৯৫৫ সালে ঢাকা ও করাচীতে দু’টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেন। ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি স্থাপিত হয় ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট, পরবর্তিতে নাম পরিবর্তন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রাখা হয় ১৯৫৫ সালের মে মাসে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানের কাজ শুরু হয় ১৯৫৩ সালে ও শেষ হয় ১৯৫৫ সালে। আমেরিকার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসারে ১২০ জন শিক্ষার্থী নিয়ে তিন বৎসর মেয়াদি চারটি প্রযুক্তিতে (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও পাওয়ার) প্রথম ব্যাচ ভর্তি করা হয় ১৯৫৬ সালে। বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদী এই কোর্সে ১২টি টেকনোলোজি চালু রয়েছে:
  • কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা
  • সিভিল প্রযুক্তি
  • ফুড প্রযুক্তি
  • আর্কিটেকচার প্রযুক্তি
  • ইলেকট্রিক্যাল প্রযুক্তি
  • ইলেকট্রনিক্স প্রযুক্তি
  • পাওয়ার প্রযুক্তি
  • কেমিক্যাল প্রযুক্তি
  • মেকানিক্যাল প্রযুক্তি
  • এনভায়রনমেন্টাল প্রযুক্তি
  • অটোমোবাইল প্রযুক্তি
  • রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রযুক্তি (আর.এ.সি)
10 Best Private Polytechnic Institute In Dhaka
  • IMB Polytechnic Institute
  • Savar Digital Polytechnic Institute
  • Uttara Polytechnic Institute, Dhaka
  • Dhaka Central Polytechnic Institute
  • Mirpur Polytechnic Institute, Dhaka
  • National Polytechnic Institute, Dhaka
  • Daffodil Polytechnic Institute, Dhaka
  • Dhamrai Polytechnic Institute, Dhaka
  • Shyamoly Ideal Polytechnic Institute, Dhaka
  • Rajdhani Polytechnic & Textile College, Dhaka
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url