ট্রেড কোর্স কি? কোথায়? কাদের জন্য? বিস্তারিত পড়ুন...
ট্রেড কোর্স কি?
ট্রেড কোর্স একটি সল্প মেয়াদি কারিগরি প্রশিক্ষণ, যা বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত হয়। বিভিন্ন সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির জন্য সরকার বিভিন্ন বিষয়ের উপর কারিগরি প্রশিক্ষণ বা ট্রেড কোর্স পরিচালনা করে থাকে।
বাংলাদেশে মোট ৩ ধরণের ট্রেড কোর্স রয়েছে। যথা:
- বেসিক ট্রেড কোর্স (৩৬০ ঘন্টা)
- এডভান্সড সার্টিফিকেট কোর্স
- ২ বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স
বেসিক ট্রেড কোর্স (৩৬০ ঘন্টা)
বর্তমানে মোট ৮৮ টি বেসিক ট্রেড কোর্স (৩৬০ ঘন্টা) পরিচালিত হয়ে থাকে কারিগরি বোর্ডের অধীনে। প্রতিষ্ঠানভেদে এই কোর্সগুলি বিভিন্ন সরকারি - বেসরকারি ইন্সটিটিউট এ পরিচালিত হচ্ছে। ট্রেডকোর্সগুলির সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে।
মেকানিক্যাল ট্রেড কোর্স:
১। অটো মেকানিকস
২। এআরসি ওয়েল্ডিং
৩। এআরসি অ্যান্ড গ্যাস ওয়েল্ডিং
৪। আর্মেচার ওয়েল্ডিং
৫। জেনারেল মেকানিক্স
৬। মেশিনিস্ট
৭। মেইনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট
৮। মেকানিক্যাল ড্রাফটিং
৯। বিল্ডিং মেইনটেন্যান্স
১০. মটর সাইকেল অ্যান্ড মিশুক মেকানিক্স
১১. ডিজেল মেকানিক্স
১২. ওয়েল্ডিং
১৩. ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
১৪. ওয়েল্ডিং ৪জি।
১৫. ওয়েল্ডিং ৬জি
১৬. ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অ্যান্ড মেইনটেন্যান্স
১৭. টিগ অ্যান্ড মিগ
১৮. সুয়েটার নিটিং মেশিন অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স
১৯. এগ্রিকালচারাল মেশিন মেইনটেন্যান্স
২০. ড্রাইভিং কাম অটো মেকানিকস
২১. সিএনসি মেশিন অপারেটর (লেদ)
২২. এমব্রয়ডারি মেশিন অপারেটর অ্যান্ড মেইনটেন্যান্স
ইলেক্ট্রিক্যাল ট্রেড কোর্স:
১. ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং
২. ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স
৩. রেডিও অ্যান্ড টেলিভিশন সার্ভিসিং
৪. জেনারেল ইলেকট্রিশিয়ান
৫. ইলেকট্রশিয়ান
৬. মােবাইল ফোন সার্ভিসিং
৭. মেরিন ইলেকট্রিশিয়ান
৮. ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স
কম্পিউটার ট্রেড কোর্স:
১. কম্পিউটার অপারেটর
২. আইটি সাপাের্ট টেকনিশিয়ান
৩. গ্রাফিক্স অ্যান্ড এনিমেশন
৪. কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
৫. হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং
৬. কম্পিউটার প্রােগ্রামিং
৭. ডাটাবেস প্রােগ্রামিং
৮. অবজেক্ট অরিয়েন্টেড প্রােগ্রামিং
৯. গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রােগ্রামিং
সিভিল ট্রেড কোর্স:
১. অটোক্যাড
২. সিভিল কন্ট্রাকশন
৩. আমিনশীপ
৪. ড্রাফটিং সিভিল
৫. প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং
৬. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং
৭. বিল্ডিং কন্সট্রাকশন পেইন্টিং
৮. বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং
৯. বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড
১০. টাইলস অ্যান্ড সেটিং
১১. মেশনারি অ্যান্ড রড বাইন্ডিং
১২. কার্পেন্ট্রি (ডাের, উইনডাে অব সাটারস)।
কৃষিভিত্তিক ট্রেড কোর্স:
১. হর্টিকালচার নার্সারী
২. অ্যাপারেল মার্চেন্ডাইজিং
৩. প্যাটার্ণ মেকিং, কাটিং অ্যান্ড গ্রেডিং
৪. বাঁশ বেত অ্যান্ড পাটি শিল্প
মিডিয়াকেন্দ্রিক ট্রেড কোর্স:
১. এক্টিং এন্ড প্রেজেন্টেশন
২. আর্ট অব স্টিল ফটোগ্রাফি
৩. ক্যামেরা অ্যান্ড লাইটিং টেকনিক
৪. ডাইরেকশন অব টিভি জার্নালিজম
৫. ভিডিও এডিটিং অ্যান্ড সাউন্ড রেকর্ডিং
৬. অডিও ভিডিও
১. বেসিক ক্রিয়েটিভ ফাইন আর্টস অ্যাপ্লিকেশন
২. ডেইরি ফার্ম ম্যানেজমেন্ট
৩. ফায়ার সায়েন্স অ্যান্ড অকোপেশনাল সেফটি
৪. উইভিং (টেক্সটাইল)
৫. ফার্ম মেশিনারি
৬. ফার্ণিচার অ্যান্ড কেবিনেট মেকিং
৭. ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং
৮. মিড লেভেল সুপারভাইজার ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন
৯. মেশন
১০. ফু অ্যান্ড বেভারেজ প্রডাকশন
১১. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস
১২. ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট হাউজ কিপিং
১৩. টেলিকমিউনিকেশন অ্যান্ড ক্যাবল লেইং সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন
১৪. সার্টিফিকেট-ইন-স্ক্রিন প্রিন্টিং
১৫. ওয়ার্ক স্টাডি প্রডাকশন প্লানিং অ্যান্ড কন্ট্রোল ফর অ্যাপারেল ম্যানুফেকচারিং
১৬. ইনটেরিয়র ডেকোরেশন (জিপসাম ডেকোরেশন)
১৭. ডাকটিং অ্যান্ড ফেব্রিকেশন
১৮. হেয়ার ড্রেসিং
১৯. সার্টিফিকেট-ইন-প্যাটার্ণ মেকিং
২০. সেক্রেটারিয়াল সায়েন্স
২১. শীপ ফেব্রিকেশন
২২. এয়ার হােস্টেস অ্যান্ড কেবিন ক্র
২৩. এভিয়েশন ম্যানেজমেন্ট ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড টিকেটিং
২৪. বেসিক ট্রেড কোর্স ইন ইসুরেন্স প্রােগ্রামেবল লজিক কন্ট্রোলার
২৫. জেনারেল ইলেকট্রনিক্স ব্লক বাটিক অ্যান্ড প্রিন্টিং
২৬. প্রফিসিয়েনসি ইন ইংলিশ কমিউনিকেশন
২৭. লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার
- কোন অনুমােদিত বিদ্যালয় হতে অষ্টম শ্রেণি/সমমান পরীক্ষায় পাশকৃত ছাত্র-ছাত্রীরা জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমে ভর্তি হওয়ার যােগ্যতা অর্জন করবে। তবে বিশেষ ক্ষেত্রে কোর্সের চাহিদার ভিত্তিতে এসএসসি বা সমমান বা তদুর্ধ্ব পাশ ছাত্র/ছাত্রীরা ভর্তির যােগ্য হবে।
- এ ছাড়াও নিজ দায়িত্বে কিংবা গৃহশিক্ষকের কাছ থেকে অধ্যয়ন করে অষ্টম শ্রেণির সমমানের জ্ঞান অর্জন করেছে এই মর্মে সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানকারি প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন সাপেক্ষে সংশ্লিষ্ট জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমে ভর্তি হওয়ার জন্য দরখাস্ত করার যােগ্য হবে।
- ছাত্র-ছাত্রীদের বয়স ১২ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বেসিক কোর্সে ভর্তি হতে পারবে না।
কোর্সের সময়:
বেসিক ট্রেড কোর্স (৩৬০ ঘন্টা) এর দুই ধরণের কোর্স পরিচালিত হয়।
১. ৬ মাস মেয়াদি কোর্স
২. ৩ মাস মেয়াদি কোর্স
এডভান্সড সার্টিফিকেট কোর্স
এডভান্সড সার্টিফিকেট কোর্স (১ বছর মেয়াদি) এর আওতায় মোট ২ টি ট্রেড কোর্স রয়েছে।১। এডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনলজি
২। এডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস
ভর্তির নিয়মাবলি:
- অ্যাডভান্সড সাটিফিকেট কোর্স শিক্ষাক্রমে ভর্তি হওয়ার ন্যনতম শিক্ষাগত যােগ্যতা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- প্রতি বছর জানুয়ারি মাসে ১ম পর্বে শিক্ষার্থী ভর্তি করা হবে;
- ভর্তির ক্ষেত্রে বয়স ও পাসের সন শিথিলযােগ্য।
কোর্সের সময়:
এই কোর্সের জন্য ২ টি সেমিস্টার রয়েছে। প্রতি সেমিস্টারে ৬ মাস করে অর্থাৎ ২ সেমিস্টারে মোট ১ বছর সময় লাগবে। প্রতি সাপ্তায় ৫ দিন ৪ থেকে ৫ ঘন্টা করে ক্লাস হবে। করতে সময় লাগবে ১ বছর।
২ বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স
২ বছর মেয়াদি মেরিন ট্রেড কোর্স রয়েছে ৪টি। যথা:১. মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিসার
২. শীপবিল্ডিং ওয়েল্ডিং
৩. শীপ ফেব্রিকেশন
৪. শীপবিল্ডিং এন্ড মেকানিক্যাল ড্রাফটসম্যানশীপ
শিক্ষাগত যোগ্যতা:
২০২০, ২০২১ ও ২০২২ সনে এসএসসি/দাখিল/এস,এসসি (ভোকেশনাল) সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ২.৫০সহ কম পক্ষে জিপিএ- ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ও ফলাফল সন্তোষজনক হলে মাসিক ১০০০/- (এক হাজার) টাকা হারে বৃত্তির ব্যবস্থা আছে।
- দূরবর্তী শিক্ষার্থীদের ছাত্রাবাসে থাকার ব্যবস্থা আছে।
- ট্রেড কোর্স উত্তীর্ণ পরিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেরিন ও শিপবিল্ডিং টেকনোলজী) কোর্সে সরাসরি ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ আছে।