Dhaka Electric Supply Company Ltd. (DESCO)



ডিপ্লোমা ইন্জ্ঞিনিয়ারদের যোগদান পদবি "Sub-assistent engineer"
★মূল বেতন: ৩৯০০০/- টাকা
★বাড়ি ভাড়াভাতা:
‌‌~মূল বেতনের-৬০% (ঢাকা অঞ্চল)
~মূল বেতনের- ৫০% (ঢাকার বাহিরে)
★যাতায়াত = ৩০০০/- টাকা
মেডিকেল = মূল বেতনের সমান (বছরে ২ বার)
★বিদ্যুৎ = ১৪৬১/- টাকা
★ঈদ বোনাস: মূল বেতনের ১০০%(বছরে ২ বার)
★এছাড়াও অন্যান্য ভাতাদি কম্পানির নিয়ম অনুযায়ী পাওয়া যাবে।  

বেতন বৃদ্ধি:
DESCO Salary Scale 2016 অনুযায়ী প্রতি বছর ৪% প্রবৃদ্ধি চক্র বৃদ্ধি হারে বেতন বৃদ্ধি পাবে ও সকল ভাতা বহাল থাকবে।     

ছুটি:
সাধারণ ছুটি নেয়া যাবে বৈধ/জরুরী প্রয়োজনে,  
ঈদ ছুটি: ৩+৩=৬ দিন( পদ বা দায়িত্বভেদে ছুটির পরিমাণ বেশি হবে)
সাপ্তাহিক ছুটি: শুক্রবার
অন্যান্য সকল সরকারী ছুটির দিনগুলিতে ছুটি থাকবে। (ঐচ্ছিক ছুটি বাদে) 

যোগদানের শর্ত:
★ ডিপ্লমার মূল সার্টিফিকেট জমা দিতে হবে।
★ ডিউটি টাইম: ৮ ঘন্টা ( ৭ ঘন্টা ডিউটি +১ ঘন্টা লান্স ব্রেক) 
★ কম্পানির প্রয়োজনে ওভার টাইম করা লাগতে পারে, প্রয়োজন না থাকলে ওভার টাইম নেই।

Admin Review: ★★★★★
DESCO এর চাকরি নিরাপদ এবং ইন্জিনিয়ারিং ক্যারিয়ারে প্রথম সারির চাকরি।  কোন বড় ঝামেলা না করলে সহজে চাকরি হারাবে না। 

DESCO এর সংক্ষিপ্ত ইতিহাস:
প্রতিষ্ঠাকাল: নভেম্বর, ১৯৯৬ সাল।
বর্তমান চেয়ারম্যান: Mst. Maksuda Khatun
বিদ্যুৎ সেক্টরের অব্যাহত সংস্কার/ পূনর্গঠন কার্যক্রমের আওতায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুনগত মান পরিবর্তনের লক্ষে কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় দেশের প্রথম বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসাবে DESCO গঠিত হয়।


Next Post Previous Post