হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ
আবেদন শুরু | : ০১/০৪/২১ ইং |
আবেদন শেষ | : ১০/০৫/২১ ইং |
বি.এস.সি | কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী। গৃহনির্মাণ সামগ্রী বিষয়ক গবেষণা কাজে ৭ (সাত) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা; এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ (পাঁচ)টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে। পদের সংখ্যা: ০১ টি |
ডিপ্লোমা | কোন স্বীকৃত বাের্ড হইতে পুরকৌশলে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। পদের সংখ্যা: ০১ টি |
মোট পদ | : ০২ টি |
অভিজ্ঞতা | : লাগবে |
আবেদন ফি | : টাকা |
- আবেদন পক্রিয়া: কেবলমাত্র অনলাইনে http://career.hbri.gov.bd আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযােগে কোন আবেদন গ্রহণ করা হবে না।
- আবেদন ফি অনলাইনে নগদ সেবার মাধ্যমে পরিশােধ করতে হবে। আবেদন ফি ৬ষ্ঠ গ্রেডঃ ৫০০/- টাকা, ১০ম ও ১১তম গ্রেডঃ ৩০০/ টাকা মূল্যমানের।
- অনলাইনে আবেদনকালে প্রয়ােজনীয় কাগজপত্রাদি, ছবি ও স্বাক্ষর আপলােড করতে হবে।
- এমসিকিউ (MCQ) ও লিখিত পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে। MCQ-তে ন্যনতম পাশ নম্বর থাকবে।
Source : দৈনিক কালের কণ্ঠ(Thursday, March 25, 2021)