পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

 আবেদন শুরু: /০২/২১ ইং
 আবেদন শেষ: /০২/২১ ইং
বি.এস.সি

সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ও এমএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় গ্রেডিং পয়েন্টে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫ অথবা সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি থাকতে হবে। কমপক্ষে ০৭ (সাত) বছরের শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতা, কমপক্ষে তিনটি স্নাতকোত্তর পর্যায়ের থিসিস গবেষণা পরিচালনা (Supervision) এর অভিজ্ঞতা ও সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে ০৪ (চার) বছরের শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতাসহ স্বীকৃত (referred) জার্নালে বিষয় সংশ্লিষ্ট অন্তত ০৫(পাঁচ)টি প্রকাশনা যার মধ্যে সহকারী অধ্যাপক পদে থাকাকালীন কোন স্বীকৃত জার্নালে অন্তত ০৩(তিন)টি প্রকাশনা থাকতে হবে।

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এমএসসি ডিগ্রিধারী যােগ্য প্রার্থী পাওয়া না গেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং (গ্রেড-৯) ডিগ্রিধারী প্রার্থী এমএসসি ডিগ্রি যথাশীঘ্র সম্পন্ন করার শর্তে নেয়া যেতে পারে।
 পদ সংখ্যা
: ০২ টি
অভিজ্ঞতা: লাগবে
আবেদন ফি : ৫০০ টাকা

অফিস চলাকালীন সময়ে (৯:০০টা থেকে ৫:০০টা) কেবলমাত্র ডাকযােগে পৌঁছাতে হবে। আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.pust.ac.bd)-এ প্রদত্ত ফরমেটে আবেদন করতে হবে।

Source : দৈনিক যুগান্তর(Saturday, April 3, 2021)" পত্রিকায়