চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নিয়ােগ বিজ্ঞপ্তি
আবেদন শুরু | : ১০/০৩/২১ ইং |
আবেদন শেষ | : ১২/০৪/২১ ইং |
বি.এস.সি | পদ সংখ্যা: ০১ টি পদ সংখ্যা: ০৪ টি |
ডিপ্লোমা | পদ সংখ্যা: ০১ টি |
টেকনিক্য়াল | পদ সংখ্যা: ০৮ টি |
মোট পদ | : ১৪ টি |
অভিজ্ঞতা | : লাগবেনা |
আবেদন ফি | : ৭০০/ ৩০০ টাকা |
নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্রমিক ১ হতে ১৭ নং পদে আগ্রহী প্রার্থীকে এ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম (শুধুমাত্র কর্মকর্তা পদের জন্য)-এ সকল কাগজপত্র সম্বলিত পৃথক ৯(নয়) সেট এবং ক্রমিক ১৮ হতে ৩৩ নং পদে পৃথক ৩(তিন) সেট (মােবাইল নম্বর উল্লেখপূর্বক সকল কাগজপত্র সম্বলিত ও স্বহস্তে লিখিতমুদ্রিত) আবেদনপত্র একটি খামে আগামী ১২/০৪/২০২১ তারিখের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম। ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-৪২২৫ বরাবরে অফিস চলাকালীন (সকাল ৯:০০ হতে বিকাল ৫:০০ ঘটিকা) সময়ে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। প্রার্থীত পদের নাম খামের উপরে স্পষ্ট করে উল্লেখ করতে হবে । বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১ হতে ১৭নং পদের জন্য নির্ধারিত আবেদনপত্র' (Application Form) এ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (cvasu.ac.bd) বা রেজিষ্ট্রার অফিস হতে সংগ্রহ করা যাবে।
Source : দৈনিক সমকাল(Wednesday, March 10, 2021)
xxxx