বাংলাদেশ টেলিযােগাযােগ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ
আবেদন শুরু | : ২৫/০৩/২১ ইং |
আবেদন শেষ | : ২৫/০৪/২১ ইং |
বি.এস.সি | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। পদের সংখ্যা: ০৭ টি |
ডিপ্লোমা | টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক/ কম্পিউটার ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। পদের সংখ্যা: ০৬ টি |
মোট পদ | : ১৩ টি |
অভিজ্ঞতা | : লাগবেনা |
আবেদন ফি | : ২২৪ টাকা |
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলি: আগ্রহী প্রার্থীগণ http://btrc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরুপ:
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫ মার্চ, ২০২১, সকাল ১০:০০ টা।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ এপ্রিল, ২০২১, বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Source : দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ (Monday, March 22, 2021)
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্নের জন্য পরামর্শ
দেয়া হলাে)। ১১। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।