আকিজ গ্রুপের নারায়নগঞ্জে অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে নিয়োগ (সিভিল ডিপ্লোমা) {Last Date : 03/12/20}
মূল সারকুলারটি প্রকাশিত হয় (১৯/১১/২০ ইং) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়
আকিজ গ্রুপের নারায়নগঞ্জে অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সমূহে জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে সংশ্লিষ্ট কাজে যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন AK GROUP প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। পদের নাম | শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা | প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেনী/এস,এস,সি পাশ সহ পিপি | ১. লুম | ওভেন ব্যাগ সার্কুলার লুম মেশিন অপারেটর পদে সর্বনিম্ন। অপারেটর | ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ | প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য। প্রার্থীকে ন্যূনতম এস,এস,সি/এইচ,এস,সি বা ডিপ্লোমা | ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল বা কনক্রিট টেকনােলজি) পাশ | ২. ল্যাব । | এবং ল্যাব টেকনিশিয়ান পদে যেকোন রেডিমিক্স । | টেকনিশিয়ান কনক্রিট অথবা সিমেন্ট কোম্পানীতে ল্যাব ও কিউসি | ডিপার্টমেন্টে কমপক্ষে ৩-৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য। • কর্মস্থল: কদমরসূল, বন্দর, নারায়নগঞ্জ । • বেতন: আলােচনা সাপেক্ষে। • সুযােগ-সুবিধাসমূহ: শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পরে | স্থায়ীভাবে নিয়ােগ দেওয়া হবে এবং গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও | চিকিৎসা ভাতা ইত্যাদি প্রদান করা হবে। • প্রার্থীদেরকে অবশ্যই শিফট ভিত্তিতে কাজ করার মানসিকতা থাকতে। হবে। উপরে বর্ণিত পদের জন্য উল্লিখিত যােগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে সদ্য দুই কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ০৩/১২/২০২০ ইং তারিখের মধ্যে এইচ.আর. বিভাগ, আকিজ গ্রুপ, প্রধান কার্যালয়, আকিজ হাউজ, ১৯৮ বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা-১২০৮-এর বরাবর দরখাস্ত পাঠানাের জন্য অনুরােধ করা যাচ্ছে। কর্তৃপক্ষ