WASA Viva (Civil) by Sheikh Muhammad Jewel (2019)


Viva at Dhaka WASA
Date 05/03/2019
post : Deputy Manager
board member 8/10 jon
Chairman Eng Taksim A khan
দরজা খুলে : আসতে পারি স্যার?
চেয়ারম্যান : আসুন, বসুন।
: চেয়ারের সামনে এসে সালাম দিলাম।উনারা সালামের জবাব দিলেন।
চেয়ারম্যান : আপনি মো: জুয়েল মিয়া।। ২০১৭ তে ঢাকা পলি: থেকে পাশ করেছেন?
আমি : জ্বী স্যার।
চে: রিটেন পরীক্ষা কেমন দিয়েছিলেন
আমি : আলহামদুলিল্লাহ স্যার রিটেন খুব ভালো হয়েছে।
চে: এর আগে কি করেছেন?
আ: স্যার জবের জন্য প্রিপারেশন নিয়েছি।
চে: মডুলাস অব ইলাস্টিসিটি কি?
...................................
...................................
সম্পূর্ণ Viva Post টি  ফেসবুক থেকে দেখতে ভিজিট করুন Original Post Link

উপরোক্ত Viva প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো:
চে: মডুলাস অব ইলাস্টিসিটি কি?
উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকেই মডুলাস অব ইলাস্টিসিটি বলা হয়। অন্যভাবে বলা যায়, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাতকে মডুলাস অব ইলাস্টিসিটি বলা হয়

চে: স্লাম্প টেস্ট কি?
উত্তর: ঢালাই কাজে ব্যবহত কংক্রিট মিশ্রণের কার্যোপযোগীতা যাচাইয়ের করার জন্য যে পরীক্ষা করা হয়, তাকে কংক্রিটের স্ল্যাম টেস্ট বা নতি পরীক্ষা বলা হয়।

চে:কিভাবে করা হয়।
উত্তর: এই টেস্ট করার জন্য ফ্রাস্ট্রাম আকৃতির কোনক ব্যবহার করা হয়, যাহার উপরের ব্যাস ১০সেমি, তলার ব্যাস ২০সেমি এবং উচ্চতা ৩০সেমি। কোনকটিকে একটি মসৃন স্টীল প্লেটের উপর স্থাপন করে তিন স্তরে কংক্রিট ভর্তি করে প্রতি স্তরে ১৬ মিলি ব্যাসের ২ ফিট লম্বা রড দ্বারা ২৫ বার আঘাত করা হয়। অতঃপর কোণকের  হাতল দুটিকে ধরে আস্তে আস্তে তুলে নেয়া হয়। কোনকটিকে তুলে নেয়ার পর কংক্রিটের উচ্চতার কিছুটা পতন ঘটে। কোনকটিকে উল্টো করে ট্যাম্পিং রড কে কোনের উপর অনুভূমিক বসিয়ে কংক্রিটের পতন পরিমাপ করা হয়। এই পতনের পরিমানই হলো স্লাম্প।

চে: এর মান কত পর্যন্ত গ্রহনযোগ্য?
আ: এই মানের কথা বলতে পারি নি।
উত্তর: R.C.C Foundation Slump: 50mm to 120mm, Plain Footing Slump: 25mm to 100 mm, Slab, Beam & Column Slump: 77mm to 150mm, Pavement Slump: 50mm to 70mm

এর পর চেয়ারম্যান স্যার পাশের জন কে প্রশ্ন করতে বললেন।
* ডি এম এ কি?
* এটা কিভাবে করা হয় বিস্তারিত বলুন।

* পানি বিশুদ্ধ করার কয়েকটি পদ্ধতির নাম বলুন।
উত্তর: ১. ফুটিয়ে, ২. ফিল্টারের মাধ্যমে, ৩. ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং ৪. পটাশ বা ফিটকিরি মিশিয়ে ইত্যাদি।

আরও কয়েকটা প্রশ্ন করেছিলেন,যা এখন মনে পরছে না।
আলহামদুলিল্লাহ চাকরীটা আমার হয়ে গেছে।বর্তমানে কর্মরত।


Next Post Previous Post