BPDB Viva (Electrical) by Hasib Mahmud (2019)

...................................
...................................
সম্পূর্ণ Viva Post টি  ফেসবুক থেকে দেখতে ভিজিট করুন Original Post Link

উপরোক্ত Viva প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো:
3. Who is the chairman of Summut Communication? 
Ans: Muhammed Aziz Khan

4. Fiber communication আর Power Transmission এর মধ্যে পার্থক্য কি?
উত্তর: অপটিকাল ফাইবারের মাধ্যমে তথ্য প্রেরণের প্রযুক্তিকে Fiber communication বলে। অন্যদিকে Electricity এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ বা Transmission কে Power Transmission বলে।

৫. 3G এবং 4G র মধ্যে পার্থক্য কি?
উত্তর: 3G হল থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম-এর সংক্ষিপ্ত রূপ। এটি তৃতীয় প্রজন্মের তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি।3G এর সর্বচ্চ গতি 3.1 Mbps। আর 4G হল ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহৃত হয় চতুর্থ প্রজন্মের তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তিকে বুঝাতে। 4G এর সর্বচ্চ গতি 100-300 Mbps

6. IPV4 আর IPV6 এর মধ্যে পার্থক্য কি? 
উত্তর: IPv4 এর পূর্ণরূপ: Internet Protocol Version 4. এদের IP Address Size হয় 32 Bit
অন্যদিকে IPv6 এর পূর্ণরূপ: Internet Protocol Version 6 এদের IP Address Size হয় 128 Bit
★এই IPv4 এর IP Address গুলি 4 টি সেটের হয় যেমন: 220.149.29.47 এতে শুধু নাম্বার ব্যবহৃত হয়। অন্যদিকে IPv6 এ  নাম্বারের পাশাপাশি Alphabet ব্যবহার করা সম্ভব যেমন- 2011:0cb8:0a0b:12b0:0000:0000:0010:0001

7. বর্তমানে আমরা কোনটা ব্যবহার করি? 
উত্তর: বর্তমানে আমরা IPv4 ব্যবহার করি। IPV6 এর ব্যবহার এখনো শুরু হয়নি।

8. নতুন সাবমেরিন কেবলের Capacity কত? কোন জেলা দিয়ে বাংলাদেশে আসছে?
উত্তর: নতুন সাবমেরিন কেবলের Capacity 1400 GBPS. পটুয়াখালি জেলা দিয়ে বাংলাদেশে আসছে।

9. Redio চালাতে Antena length কিভাবে বের করতে পারি? 
উত্তর: অ্যান্টেনার দৈর্ঘ্য গণনা করার সূত্রটি হল "প্রতি মিটার দৈর্ঘ্যে  = 300 / মেগাহার্জ  ফ্রিকোয়েন্সি"। উদাহরণস্বরুপ 2450MHz এর ফ্রিকোয়েন্সির একটি ব্লুটুথ অ্যান্টেনার হিসাব ধরুন। অ্যান্টেনার দৈর্ঘ্য 300/2450 = 0.1225 মি. = 12 সেমি হিসাবে গণনা করা হয়। এরপরে এটিকে 4 দ্বারা ভাগ করে 30 মিমি দৈর্ঘ্যের "কোয়ার্টার ওয়েভ" এন্টেনা তৈরি করতে পারেন।
কেন এটি 4 দিয়ে ভাগ করবেন এবং "কোয়ার্টার ওয়েভ" অ্যান্টেনার সুবিধা  কি? যদি 30 মিমি অ্যান্টেনা 4 মিমি সীসাতে সোল্ডার করা হয় তবে এর ফলে 34 মিমি অ্যান্টেনা আসে? ফ্র্যাক্টাল অ্যান্টেনার জন্য, 30 মিমি তারের দৈর্ঘ্যকে একটি ফ্র্যাক্টাল আকারে ভাঁজ করা উচিত বা মোট ফ্র্যাক্টাল অ্যান্টেনার প্রস্থ 30 মিমি হওয়া উচিত। আমি কোথাও পড়েছি যে ফ্র্যাক্টাল অ্যান্টেনার অন্যতম সুবিধা হ'ল তারা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সংকেত পেতে সক্ষম হয়।

10. চাকুরী ছাড়ার কারন কি? আচ্ছা, বলো-
11. বাংলাদেশে কয় ধরনের পাওয়ার প্লান্ট আছে?
উত্তর: বাংলাদেশে ছয় ধরনের পাওয়ার প্লান্ট আছে। ১.কয়লা জ্বালিত, ২.তেল ও গ্যাস জ্বালিত, ৩.গ্যাস টারবাইন, ৪.গ্যাস ইঞ্জিন, ৫.জলবিদ্যুৎ এবং ৬.পারমাণবিক বিদ্যুৎ।

12. বাংলাদেশে সবচেয়ে বড় প্লান্ট কোনটা? ক্যাপাসিটি কত?
উত্তর: বাংলাদেশে সবচেয়ে বড় প্লান্ট ঘোড়াশাল। ক্যাপাসিটি 950 MW.

13. ঘোড়াশালের fuel কি? কয়টা ইউনিট? সবকয়টা কি সচল আছে?
উত্তর: ঘোড়াশালের fuel Natural Gas, ৭টি ইউনিট, ৩ টা সচল আছে।(update january, 2020)

14. Gas Turbine Power Plant কোন সাইকেলে চলে?
উত্তর: কম্বাইন্ড সাইকেল

15. Bryton Cycle কি?
উত্তর: Brayton cycle এমন একটি  thermodynamic cycle যা ধ্রুবক-চাপ তাপ ইঞ্জিনের কার্যকারিতা বর্ণনা করে। George Brayton এর নামে এর নামকরণ করা হয়েছে Brayton cycle

16. Combined Cycle কি? কি ভাবে চলে? এই সাইকেলে Efficiency কেমন হয়?
উত্তর: একাধিক সাইকেলকে এক সাথে একটি সাইকেল এর ন্যায় পরিচালনা করলে তাকে Combined Cycle বলে।যেমন: জ্বালানি পুড়িয়ে টারবাইন ঘুরিয়ে সেখানে জেনারেটর কাপলিং করে বিদ্যুৎ উৎপাদন করলাম। পাশাপাশি টারবাইন থেকে নির্গত তাপ কাজে লাগিয়ে আমি বয়লারের পানি উত্তপ্ত করে বাষ্প তৈরী করে বাষ্প টারবাইনের মাধ্যমে আরেকটা জেনারেটর এর মাদ্ধমে বিদ্যুৎ উৎপাদন করলাম। 
Combined Cycle এর Efficiency অন্যান্য cycle এর চেয়ে বেশি।

17. Thermodynemic cycle কি? Combined Cycle আর Thermodynamic Cycle এর মধ্যে পার্থক্য কি?
উত্তর: যে cycle এ দুই বা ততোধিক কাজ বা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুনরায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে সেই প্রক্রিয়াকে thermodynamic cycle বলে। Thermodynemic cycle এ একই প্রক্রিয়ার পূণরাবৃত্তি ঘটে যা Combined Cycle এর ক্ষেত্রে ঘটেনা।

18. Gas Turbine আর Steam Turbine এর মধ্যে Operational পার্থক্য কি?
উত্তর: Gas Turbine উচ্চ চাপযুক্ত বিস্ফরিত গ্যাসের প্রবাহের মাধ্যমে ঘুরে থাকে। অন্যদিকে, Steam Turbine উচ্চ চাপযুক্ত বাষ্পের প্রবাহের মাধ্যমে ঘুরে থাকে। Gas Turbine এ গ্যাসের তা্প প্রায় ১৫০০ ডিগ্রি সেন্ট‌িগ্রেড হয়ে থাকে অন্যদিকে, Steam Turbine এ প্রায় ৫০০ থেকে ৬৫০  ডিগ্রি সেন্ট‌িগ্রেড হয়ে থাকে। Gas Turbine এর দক্ষতা Steam Turbine এর চেয়ে বেশি।

19. কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের Capacity কত? কয়টা ইউনিট?
উত্তর: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের Capacity 230MW এবং ইউনিট ৫টি।

20. বড়পুকুরিয়ায় একটা পাওয়ার প্লান্ট আছে, ঐটা সম্পর্ক এ কি জানো?
উত্তর: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে অবস্থিত একমাত্র কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটিতে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার করা হয়। এটি পরিচলনা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এটি ২০০৬ সালে গড়ে ওঠে। এর মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। কেন্দ্রটিতে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ টি ইউনিট (১২৫*২=২৫০) এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট (৩য় ইউনিট ) রয়েছে। ৩য় ইউনিটটির  নির্মাণের কাজ শুরু হয় ২০১৫ সালে এর এবং ২০১৭ সালের ডিসেম্বর মাসে উৎপাদনে আসে

21. রামপাল সম্পর্ক এ যা জানো বলো..
উত্তর: রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত একটি প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) এবং ভারতের এনটিপিসি-র মধ্যে প্রথম সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল ২০১০ সালের অগাস্টে। সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে পশুর নদীর তীর ঘেঁষে এই প্রকল্পে ১৮৩৪ একর জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। তখন ধরা হয়েছিল ২০১৬ সালের মধ্যেই এই প্রকল্পটি 'কমিশনড' হবে, অর্থাৎ সেখানে উৎপাদন শুরু করা যাবে। কিন্তু নানা কারণে সেই সময়সীমা রক্ষা করা যায়নি। তবে এখন বাংলাদেশ সরকারের প্রত্যাশা, সব বাধা মিটিয়ে ২০২১ সালের শেষ দিকেই রামপাল থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসতে শুরু করবে। প্রকল্পের ক্ষমতা  2X660 MW

22. রুপপুর কই? রুপপুর পাওয়ার প্লান্ট কোন নদীর তীরে অবস্থিত? ইউনিট কয়টা? কাজ শুরু হয়েছে না হবে?
উত্তর: পাবনা জেলার ইশ্বরদী উপজেলায় রুপপুর অবস্থিত। পদ্মা নদীর তীরে রুপপুর পাওয়ার প্লান্ট অবস্থিত। ২০০৯ সালে কাজ শুরু হয়েছে।

23. Power Sectore এ বর্তমান সরকারের সফলতা কি?
উত্তর: Power Sectore এ বর্তমান সরকারের অভাবনীয় সফলতা রয়েছে। বিদ্যুৎখাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬ হাজার ৩২৩ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন, যার ফলে বিদ্যুতের সুবিধাভোগীর সংখ্যা ৪৭ শতাংশ থেকে ৬২ শতাংশে উন্নীত হয়েছে। একই সাথে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে বেড়ে ৩৪৮ কিলোওয়াট ঘণ্টায় দাঁড়িয়েছে। নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে ৩৫ লক্ষ গ্রাহককে।নির্মাণ করা হয়েছে নতুন ৬৫টি বিদ্যুৎ কেন্দ্র। (সূত্র)

24. PDB র আওতাধীন কয়েকটা project এর নাম বলো... আচ্ছা একেবারেই কিছু Basic Question ধরি..
উত্তর: Netrokona 50 MW(AC) Grid Tied Solar Power Project
Jamalpur Soalr Rooftop Power Project
BPDB-RPCL 150 MW Power Plant Project
Ghorasal 300-450 MW  Gas Based CC Power Plant Project. (সূত্র)

25. DC আর AC র মধ্যে পার্থক্য কি?
উত্তর: AC= Alternating Current এবং DC= Direct Current. Ac হল দ্বিমুখী প্রবাহ আর Dc হল এক মুখি প্রবাহ। AC কারেন্ট একটি দিকবর্তী প্রবাহ, যা প্রতি সেকেন্ডে ৫০ থেকে ৬০ বার দিক পরিবর্তন করে থাকে । অপর দিকে DC হচ্ছ অপ্রত্যাবর্তী প্রবাহ, যা সময়ের সাথে দিক পরিবর্তন করে না ।

26. Transformer এ কি কি Test করা হয়?
উত্তর: Open circuit test এবং Short circuit test

27. Transmission Line এর Fault গুলা কি কি?
উত্তর: Single Line-to-ground faults, Line-to-Line fault, Line-to-Ground + Earth fault 

28. Sub station এ কি কি থাকে?
উত্তর: সাবস্টেশানে ট্রান্সফরমার, LT সুইচগিয়ার,  HT সুইচগিয়ার, PFI প্লান্ট ইত্যাদি থাকে।

29. CT আর PT র মধ্যে পার্থক্য কি? লাইন এর সাথে কিভাবে যুক্ত থাকে? অন্য একজন হঠাৎ প্রশ্ন করা শুরু করলেন....
উত্তর: CT= Current Transformer এবং PT= Potential Transformer. কারেন্ট ট্রান্সফরমারকে সিরিজে সংযোগ করা হয় এবং পটেনশিয়াল ট্রান্সফরমারকে প্যারালালে সংযোগ করা হয়।

30. গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মধুমতি।

31. ১৯৭০ সালের নির্বাচনে বংগবন্ধু কত আসনে জয় লাভ করে?
উত্তর: জাতীয় পরিষদে ১৬০টি এবং (সংরক্ষিত মহিলা আসন ৭ টি)
প্রাদেশিক পরিষদে ২৮৮ টি এবং (সংরক্ষিত মহিলা আসন ১০ টি)

32. বঙ্গন্ধুর বাবা ও মায়ের নাম কি?
উত্তর: বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন।

33. বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়টি চুক্তি ও সমঝোতা স্বারক সাক্ষরিত হয়েছে?
উত্তর: ২২টি।

34. বাংলাদেশের বিভাগ কয়টি? সর্বশেষ বিভাগ কোনটি?
উত্তর: ৮টি, সর্বশেষ বিভাগ ময়মনসিংহ।

35. গাইবান্ধার বর্তমান MP কে? (দাদা বাড়ী) যে বেশি প্রশ্ন ধরেছিল, হাসঁতে হাসঁতে-
উত্তর: শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টি (এরশাদ) (২০১৮ থেকে বর্তমান)

পাওয়ার সেক্টরে কাজ করার আসলেই ইচ্ছা আছে?
চাকুরী না হলে কি করবা?
আচ্ছা আসতে পারো..
 #Collected

Next Post Previous Post