Asuganj Power Station (APSCL) Viva (Electrical) by Shohanul Islam Shohan (2017)


#Real_Viva 2 
#APSCL_VIVA_2k17 
আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন(২০১৭) 
Onumoti nia room e probes korlam. 
Then salam dilam unara boste bollo. 
Viva board e 3 jon cilo. 
Ak jon certificate check korcilo. 
Middle ar person bollo Apni shohanul islam... 
Ami:Yes sir. 
UniApni ki koren?? 
Ami:Amr job ar kota bollam. 
Amr job bisoi e 3 min question korese. 
Uni:Switch gear ki and ki ki device nia ghotito??
....................................
....................................
ফেসবুকে পোস্টটি দেখতে ভিজিট করুন Original Post Link

উপরোক্ত Viva প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো:
Uni:Switch gear ki and ki ki device nia ghotito?? 
উত্তর: বৈদ্যুতিক ব্যবস্থাকে শর্ট সার্কিট এবং অন্যান্য ত্রুটিজনিত ক্ষতির হাত থেকে সুরক্ষিত করার জন্য পূর্বে থেকেই নিয়া  একটি ব্যবস্থা হলো সুইচগিয়ার।
সুইচগিয়ার এর উপাদানসমূহ: সুইচ, (সুইচ আবার দুই প্রকার যথাঃ এয়ার সুইচ, অয়েল সুইচ), ফিউজ, সার্কিট ব্রেকার, রিলে, বাসবার, ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার, কন্ডাক্টর, কারেন্ট ট্রান্সফরমার, ভোল্টেজ ট্রান্সফরমার, ট্রিপিং যন্ত্রপাতি।

Uni:Ckt breaker ar diagram akun and power plant e ata kivabe kaj kore bolun??? 
উত্তর: 

যখন লাইনে ডিজাইন কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে(অতিরিক্ত কারেন্ট ফল্টজনিত কারনে) তখন কারেন্ট ট্রান্সফরমার (সিটি) অতিরিক্ত কারেন্টকে কমিয়ে রিলে কয়েলে প্রেরন করবে।রিলে কয়েলে যখন পিক কারেন্ট (নির্দিস্ট কারেন্টের চেয়ে বেশি কারেন্ট) ঘটে তখন রিলে কয়েল এক্টিভ হয় এবং রিলের মুভিং কন্টাক্ট সার্কিটকে বন্ধ করে।তখনি ট্রিপ সার্কিটের ব্যাটারি সোর্সের মাধ্যমে ট্রিপ কয়েল এনার্জিড হয় এবং কন্টাক্টকে ব্রেক করে থাকে।

#Second_Person Assa akti power plant ki ki device nia ghotito hoi??? 
উত্তর: Boilers, Turbines, Generators etc.

Uni aro jante cailen. 
Ami pari nai 

Uni:KCL ki?? brief koren?? 
উত্তর: একটি সার্কিটের কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমুহের বীজগাণিতিক যোগফল সমান। অথবা একটি সার্কিটের কোন বিন্দুতে আগত কারেন্ট ও নির্গত কারেন্ট সমান।

Uni:Motor and Genarator ar difference bollen?? 
উত্তর: যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয় তাকে মোটর বলে। অপরদিকে যার মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয় তাকে জেনারেটর বলে। জেনারেটর বিদ্যুৎ উপন্ন করে আর মোটর বিদ্যুৎ গ্রহন করে। 

Tarpor uni certificate guli dilen. 
And bollen.... #Thanks_Shohanul_islam.. Apni aste paren. 
Ami salam dia certificate gulo nia cole aslam.



Next Post Previous Post