Sundorban Gas Company Viva (Mechanical) by Tarun Furti (2017)


# Viva Experience, 
Sundorban Gas Company Ltd, (SGCL), 
Date: 30.09.17# 

বোর্ডে ম্যানেজিং ডিরেক্টর স্যার, ২ জন মহিলা ডিরেক্টর সহ মোট ৮ জন ছিল। 
আমি : রুমে প্রবেশ করার অনুমতি নিয়ে ( হেটে যাওয়া অবস্থায়) সালাম দিলে বোর্ড উত্তর দিয়ে বসতে বলে। 
একজন যাবতীয় কাগজপত্র নিয়ে চেক দিতে লাগলেন! 
প্রশ্নকারী-১ঃআপনিই কি মো তরুন হোসাইন? 
আমিঃ জ্বি স্যার, 
প্রশ্নকারী-১ঃ আপনার বাড়ি কোন জেলায়? 
আমিঃ স্যার কুষ্টিয়া,সদর থানা, 
প্রশ্নকারী-১ঃ কোথায় লেখাপড়া করেছেন? 
আমিঃস্যার কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট, 
প্রশ্নকারী-১ঃকুষ্টিয়া কিসের জন্য বিখ্যাত বলুন? 
আমিঃ রবি ঠাকুরের কুঠিবাড়ি,লালনের তীর্থস্থান,মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা,সর্বপরি কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী,( একজন বলে উঠলেন কুষ্টিয়া তিলে খাজার জন্য বিখ্যাত)। 
প্রশ্নকারী-১ঃ খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যাই,এই অচিন পাখি বলতে কি বোঝেন? 
আমিঃ স্যার এখানে অচিন পাখি বলতে মানুষের আত্মাকে বোঝানো হয়েছে ( M D স্যারের তাকানোর ভাব দেখে মনে হল উনি সন্তুষ্টি হতে পারেন নাই) এতক্ষণে ২ নং প্রশ্নকর্তা ম্যাডাম প্রশ্ন শুরু করলেন! 
ম্যাডামঃযুদ্ধের সময় কুষ্টিয়া কত নং সেক্টরের অধীনে ছিল? 
আমিঃ ৮ নং, 
ম্যাডামঃ ১০ নং সেক্টর কোনটা ছিল? 
আমিঃ সমগ্র নৌপথ ছিল ১০ নং সেক্টরের অর্ন্তভুক্ত,( উত্তর দেবার পর ম্যাডাম বলল এটা সবাই জানে,আমি বললাম এটা কমন এবং সহজ প্রশ্ন) 
প্রশ্নকারী-৩ঃআচ্ছা আপনার জন্য একটি সহজ প্রশ্ন ( ততক্ষণে কাগজপত্র দেখা শেষ হয়ে গেছে)? আপনি কত সালে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, আপনার CGPA কত? 
আমিঃস্যার আমি ২০১১ ডিপ্লোমা কমপ্লিট করেছি,আর CGPA 3.60। 
M D স্যারঃ CGPA এর ফুল মিনিং কি? 
আমিঃ Cumulative Great Point Average.( যদিও উনি একই প্রশ্ন বেশ কয়েকবার করে প্যাঁচে ফেলতে চেয়ে ছিলেন) 
প্রশ্নকারী-৩ঃএতো অনেক,এটাই কি সর্বোচ্চ ছিল? 
আমিঃ না স্যার, আমার থেকেও ৪ জনের বেশি ছিল, যার ২জন Government জবে ও ২জন Duet এ আছে, 
প্রশ্নকারী-৪ঃআপনি কি করেন,কোথায় আছেন? 
আমিঃ স্যার আমি একটা প্রাইভেট ফার্মের মধ্যে আছি,গাজীপুরে। 
প্রশ্নকারী-৪ঃকোন ডিপার্টমেন্টে আছেন,প্রতিষ্ঠানের নাম কি? 
আমিঃ স্যার আমি টেক্সটাইলের উইভিং সেকশনের মেকানিক্যাল মেইনটেন্যান্সে আছি, নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেড নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠান, 
প্রশ্নকারী-৪ঃ আপনার কোম্পানীর প্রডাক্ট কি? 
আমিঃ স্যার ফেব্রিক্স, 
প্রশ্নকারী-৪ঃ আচ্ছা গীয়ার বক্স কেন ব্যবহার করা হয়? 
আমিঃ মোটরের RPM কে কমানোর জন্য, 
ম্যাডাম ২ঃ Millennium Development goal সম্পর্কে কিছু জানেন? 
আমিঃ বর্তমান সরকারের বৃহত্তর প্রজেক্ট যেমন পদ্মা সেতু,রামপাল বিদ্যুৎ কেন্দ্র,পারমানবিক প্লান্ট,মেট্রোরেল প্রকল্পের কাজ সঠিক সময়ের মধ্যে শেষ করে দেশ কে এগিয়ে নেওয়াই MDG! ( উত্তর দেবার পর বোর্ড সাইলেন্ট বুঝতে পারলাম সঠিক বললাম না ভুল বললাম) 
ম্যাডাম ২ঃSDG সম্পর্কে কিছু বলেন? 
আমিঃ Sustainable Development Goal. যা বিশ্বব্যাংক কতৃক প্রণীত,যার মেয়াদ ২০১৬-৩০। এর লক্ষ্য ১৭ টি,(পাশ থেকে ফিরতি প্রশ্ন) 
প্রশ্নকারী-৫ঃ কয়েকটি লক্ষ্য বলুন? আমি: ক্ষুধা দারিদ্রতা দুর,প্রাথমিক শিক্ষার বিস্তার,বিদ্যুৎ সুবিধার আওতা বৃদ্ধি ( ফিরতি প্রশ্ন ম্যাডামের) ম্যাডাম ২ঃSAFTA কি জানেন? 
আমিঃ South Asian Free Trade Area.(ফিরতি প্রশ্ন) 
ম্যাডাম-২ঃ এর সদস্য কতটি রাষ্ট্র? আমিঃ sorry. ( ফিরতি প্রশ্ন আসে ৫ নং স্যারের কাছ থেকে উনি ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন করেন) 
প্রশ্নকারী-৫ঃ আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল কোনটা? 
আমিঃ স্যার আমি প্রতিটা বিষয়কে সমান ভাবে গুরুত্ব দিয়ে এসেছি, আপনি যে কোন বিষয় থেকে প্রশ্ন করতে পারেন! 
প্রশ্নকারী-৫ঃফ্লুইড মেকানিক্স সম্পর্কে আপনার ধারনা আছে কি? 
আমিঃ জ্বি স্যার, 
প্রশ্নকারী-৫ঃ রেনল্ড নাম্বার কাকে বলে? 
আমিঃ স্যার, ইনার্সিয়া ফোর্স আর ভিসকোসিটি ফোর্সের অনুপাত কে রেনল্ড নাম্বার বলে, 
প্রশ্নকারী-৫ঃএটি কি প্রকাশ করে? 
আমিঃ স্যার এটি তরলের প্রবাহ নির্দেশ করে,( ফিরতি প্রশ্ন) 
প্রশ্নকারী-৫ঃপ্রবাহের কি নির্দেশ করে? 
আমিঃ কোনটি ধীরে প্রবাহিত হবে আর কোনটি দ্রুত প্রবাহিত হবে তাই নির্দেশ করে ( বুঝলাম উনার মনের মত উত্তর হয় নি, ফিরতি প্রশ্ন) 
প্রশ্নকারী-৫ঃকয়েকটি ল্যামিনার প্রবাহের নাম বলুন? 
আমিঃ চিটাগুড়, রক্ত ( উত্তর শেষ নাই হতেই ফিরতি প্রশ্ন) 
প্রশ্নকারী-৫ঃএর প্রবাহ রেট কত?
আমিঃ স্যার লেমিনারের ২০০০ আর টারবুলেন্টের ২৮০০। 
ম্যানেজিং ডিরেক্টরঃমাথায় কলম ঠুকতে ঠুকতে আচ্ছা এবার আপনি আসুন! 
আমিঃ বোর্ড কে সালাম জানিয়ে বেরিয়ে এলাম!!!! 
""""""""""আল্লাহ সর্বশক্তিমান"""""""""
Viva Post টি  ফেসবুক থেকে দেখতে ভিজিট করুন Original Post Link


Next Post Previous Post