BCIC Viva (Electrical) by Bimal C Das (2017)


BCIC VIVA Experiance 
VIVA Board ৯ জন ছিলেন ১. কোথায় থেকে পড়াশোনা করেছেন (SSC and Diploma) এবং কত সালে. 
২. কোথায় জব করছেন এবং Responsibility কি কি? 
৩. ২ ওয়াট মিটার Method system এ কিভাবে 3 Phase Power পরিমাপ করে এবং সূত্র কি?
..............................
..............................
ফেসবুকে পোস্টটি দেখতে ভিজিট করুন Original Post Link 
উপরোক্ত Viva প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো:
৩. ২ ওয়াট মিটার Method system এ কিভাবে 3 Phase Power পরিমাপ করে এবং সূত্র কি? 
উত্তর: 

৪. Alternator এ Excitation এর কাজ র্কি?? 
উত্তর: Alternator এ চুম্বক ক্ষেত্র তৈরি করা।

৫. Alternator এ Excitation Voltage AC না DC?? 
উত্তর: DC

৬. Synchronous মোটর এর Excitation change করলে কি কি হয়?? 
উত্তর: 

৭. AC না DC Motor বেশি ব্যাবহার করা হয়? দাম কোনটার বেশি? কারন কি কি? কোথায় ব্যাবহার করা হয়? 
উত্তর: AC Motor বেশি ব্যাবহার করা হয়। দাম DC Motor এর বেশি।কারণ Generation, Transmission, Distribution সব ক্ষেত্রেই AC ব্যাবহৃত হওয়ার ফলে AC Motor বেশি ব্যাবহার হয়।তাছাড়া AC equipment, DC equipment এর তুলনায় দামে সস্তা ও সহজলভ্য হওয়ায় AC Motor বেশি ব্যাবহার হয়। রএসি মোটর পানির পাম্প, ফ্যান, প্রভৃতিতে ও ডিসি মোটর চার্জার ফ্যান, খেলনা গাড়ি প্রভৃতিতে ব্যাবহার হয়।

৮. Condition of parallel operation of two Alternators. 
উত্তর: প্রথম শর্ত: দুইটি জেনারেটরের ভোল্টেজ অবশ্যই সমান হতে হবে।
দ্বিতীয় শর্ত: ফ্রিকুয়েন্সি অবশ্যই একই হতে হবে।
তৃতীয় শর্ত: ফেজ ‍সিকুয়েন্স অবশ্যই এক হতে হবে।
চতুর্থ শর্ত:  ফেজ এ্যাঙ্গেল এক হতে হবে।
পন্চম শর্ত: অল্টারনেটরগুলো একই কম্পানির হলে সবচেয়ে বেশি ভাল হয়।

9. What is productivity?? 
Ans: A measure of the efficiency of a person, machine, factory, system, etc., in converting inputs into useful outputs.
(একজন ব্যক্তি, যন্ত্র, কারখানা, ব্যবস্থা প্রভৃতির, যোগান বা উপকরণসমূহকে প্রয়োজনীয় উৎপাদনে পরিণত করার দক্ষতার একটি পরিমাপকে উৎপাদনশীলতা বলে।)

১০. What is the Synchronous Condenser?? 
Ans: A synchronous condenser (synchronous capacitor/compensator) is a DC-excited synchronous motor. This is use to improve power factor of line.



Next Post Previous Post