DESCO Viva (Mechanical) by Asraful Islam (2019)


Desco viva Experience (AE,Mechanical) 
বসুন 
Introduce Yourself 
জেনারেটর কিভাবে কাজ করে সিংক্রনাস মটর কি? 
কিভাবে কাজ করে? 
যদি দুটোরে স্পীড সমান না হয় তাহলে তাকে কি বলে?
...................................
...................................
সম্পূর্ণ Viva Post টি  ফেসবুক থেকে দেখতে ভিজিট করুন Original Post Link

উপরোক্ত Viva প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো:
জেনারেটর কিভাবে কাজ করে?
উত্তর: জেনারেটরের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করা হয়। আর এই রুপান্তরের কাজের জন্য প্রয়োজন একটি চুম্বক ক্ষেত্র এবং একটি আর্মেচার, যার উপরিভাগে তারের কয়েল বসানো থাকে এবং যাকে যান্ত্রিক শক্তির সাহায্যে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরানো হয়। আর্মেচার কন্ডাক্টর চৌম্বক-ক্ষেত্রের মধ্যে ঘুরলে কন্ডাকটরের মধ্যে বৈদ্যুতিক চাপের সৃষ্টি হয়। যা সার্কিটের মাধ্যমে লোডে প্রয়োগ করা হয়। এভাবেই একটি জেনারেটর কাজ করে।

সিংক্রনাস মটর কি?
উত্তর: নোলোড থেকে  ফুললোড এর সকল অবস্থায় যে মটর সিংক্রনাস গতিতে অর্থাৎ সমান গতিতে ঘোরে তাকে সিংক্রনাস মটর বলে।

কিভাবে কাজ করে?
উত্তর: সিনক্রোনাস মোটরের স্টেটরে ৩ ফেজ এসি সাপ্লাই প্রয়োগ করা হয়। ফলে স্টেটর একটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অন্যদিকে রোটরে স্লিপ রিং এর মাধ্যমে প্রয়োগ করা হয় ডিসি সাপ্লাই। ফলে রোটরে স্থির মানের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। স্ট্যাটরে ঘুর্নায়মান চৌম্বক এবং রোটরে স্থির চৌম্বক ক্ষেত্রের মধ্যে পারস্পরিক আকর্ষনের ফলে রোটর সিনক্রনাস গতিতে ঘুরতে থাকে।
সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক শূন্য থাকে বলে এ মোটরে সাপ্লাই প্রয়োগ করলে সাধারণভাবে ঘুরে না। তাই এ মোটরকে এক্সাইটারের সাহায্যে চালু করা হয়।

যদি মটরের স্পীড সমান না হয় তাহলে তাকে কি বলে?
উত্তর: অ্যাসিনক্রোনাস বলে।

ইণ্ডাকশন মটর কি?কোন সুত্র মেনে চলে?
উত্তর: ট্রান্সফরমারের ন্যায় এই মোটরের স্টেটর ও রোটর ওয়াইল্ডিং এ কোন ইলেকট্রিক্যাল সংযোগ করা থাকে না । স্টেটরে ই.এম.এফ সরবরাহ করলে ইলেকট্রো ম্যাগনেট ইন্ডাকশন দ্বারা রোটরে কারেন্ট ও তজ্জনিত টর্ক উৎপন্ন হয় বলে একে ইন্ডাকশন মোটর বলে।
লেঞ্জের সূত্র মেনে চলে।

ডায়নামো কি?কিভাবে কাজ করে?
উত্তর: যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে তাকে ডায়নামো বলে।
(অনেকেই ডিসি জেনারেটরকে ডায়নামো বলে থাকে, এটা সঠিক নয়। ডিসি জেনারেটর কমুটেটরের সাহায্যে AC কে DC তে রূপান্তরিত করে কিন্তু ডায়নামো কমুটেটর ছাড়াই DC উৎপন্ন করে। বর্তমানে কমুটেটরের ব্যাবহার খুবই কম বা নেই বললেই চলে) 
কাজ: ডায়নামোর রোটর এবং স্টেটরের মধ্য স্থির চুম্বক ক্ষেত্র তৈরি হয় যা একমুখী প্রবাহ অর্থাৎ DC উৎপন্ন করে।

আইসি ইঞ্জিন কোন সাইকেল ফলো করে?
উত্তর: Otto cycle

সাধারণ গাড়ি যেগুলো অকটেনে চলে তা কোন সাইকেলে চলে?
উত্তর: Otto cycle

এসি কোন সাইকেলে চলে?এক্সপ্লেইন কর।
উত্তর: এসি (air conditioner) thermodynamic cycle এ চলে যাকে refrigeration cycle ও বলা হয়।

স্টিয়ারিং হুইল জিওমেট্রি কি?
বর্তমানে একটা রেফ্রিজারেন্ট নিষিদ্ধ,কোনটা?


Next Post Previous Post