PGCB Viva (Electrical) by A. K. Rasel (2019)


......................................
......................................
ফেসবুকে পোস্টটি দেখতে ভিজিট করুন Original Post Link

উপরোক্ত Viva প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো:
স্যার১ঃযেখানে জব করেন ওখানে আপনার কাজ কি?
স্যার৬ঃ সাবস্টেশান দেখেছেন?কি কি থাকে?
উত্তর: সাবস্টেশানে ট্রান্সফরমার, LT সুইচগিয়ার,  HT সুইচগিয়ার, PFI প্লান্ট ইত্যাদি থাকে।

স্যার১ঃআপনার প্রতিষ্ঠানে ইনকামিং ও আউটগোয়িং কত?
স্যার২ঃবুশিং চিনেন? কেন ব্যবহার করা হয়?
উত্তর: ট্রান্সফরমারের ঢাকনার উপরে বুশিং থাকে। বুশিংএর মাধ্যমে ট্রান্সফরমারের  ওয়াইন্ডিংএর প্রান্তগুলো ট্রান্সফরমার টাংকের বাহিরে আনা হয় এবং লাইনের সাথে সংযোগ করা হয়।

স্যার৪ঃ সিলিকা জেলের কাজ কি?
উত্তর: ট্রান্সফরমারের  ট্যাংকে বাতাস প্রবেশের সময় বাতাস হতে জ্বলিও বাষ্প শুষে নেয়।

স্যার১ঃব্রিদারের কাজ কি?
উত্তর: ট্রান্সফরমারের ট্যাংকে জ্বলীয়বাষ্পমুক্ত বাতাস প্রবেশের জন্য যে পাত্র ব্যবহার করা হয় তাকে ব্রিদার বলে। এটি একটি কাচ পাত্র বিশেষ।

স্যার৪ঃকনজারভেটর কেন ইউজ করা হয়?
উত্তর: তেল গরম হলে আয়তনে বাড়ে এবং ঠাণ্ডা হলে আয়তনে কমে যায়। বাড়া কমার সুবিধার জন্য ট্যাংকের উপর কনজারভেটর বসানাে থাকে। তেল গরম হয়ে আয়তনে বাড়লে তেল পাইপের মধ্য দিয়ে কনজারভেটরে চলে যায়, আবার আয়তন কমে গেলে কনজারভেটর হতে তেল ট্যাংকে নেমে আসে।

স্যার১ঃসুইচগিয়ার কি? ট্রান্সফরমার কি সুইচ গিয়ারের মধ্যে পরে?
উত্তর: বৈদ্যুতিক ব্যবস্থাকে শর্ট সার্কিট এবং অন্যান্য ত্রুটিজনিত ক্ষতির হাত থেকে সুরক্ষিত করার জন্য পূর্বে থেকেই নিয়া  একটি ব্যবস্থা হলো সুইচগিয়ার।ট্রান্সফরমার সুইচ গিয়ারের মধ্যে পরেনা।

স্যার২ঃআপনার এলাকায় কি কি পাওয়ার প্লাট আছে?
স্যার৫ঃকম্পিউটারে কি কি কাজ পারেন?গ্রাফ করতে পারেন?
স্যার৪ঃবাডিতে কে কে আছেন? বড ভাই কি করে? বোনরা কি করে?
স্যার৬ঃআচ্চা আপনি আসতে পারেন......
সালাম দিয়ে বাহির হলাম
আমাকে ইলেকট্রনিক জিজ্ঞেস করেনি...কিন্তু বেশিরভাগকে জিজ্ঞেস করছে।
স্যাররা খুবই ভালো... আমার খুব ভাল্লাগছে😂
বিঃদ্রঃ পরিবেশটা সুন্দর ছিল,একদমই হইচই ছিলনা😂😂


Next Post Previous Post