DESCO Viva (Computer) by Bibhas Bepari (2019)


2. DDL ki? 
3. Micro-Controller Ki? 
4. Transformer ki? ki die tori? 
5. Software Testing ki? 
6. DESCO er Logo er vitor ki ase? 
...................................
...................................
সম্পূর্ণ Viva Post টি  ফেসবুক থেকে দেখতে ভিজিট করুন Original Post Link

উপরোক্ত Viva প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো:
2. DDL ki?
উত্তর: DDL এর পূর্ণরূপ Data Defination Language. যে বিশেষ ধরণের ডাটাবেস ল্যাংগুয়েজ এর সাহায্যে Defination এর একটি সেটকে ব্যাক্ত করার মাধ্যমে ডাটাবেস স্কীমাকে সুনির্দিষ্ট ভাবে বর্ণনা করা হয় তাকে DDL বলে।

3. Micro-Controller Ki?
উত্তর: Micro অর্থ ক্ষুদ্র এবং Controller অর্থ নিয়ন্ত্রণ করা।
মাইক্রোকন্ট্রোলার হলাে একক আইসি এর মধ্যে প্রসেসর কোর, মেমােরি এবং প্রােগ্রাম চালিত ইনপুট/আউটপুট পেরিফেরাল এর সমন্বয়ে তৈরি এক ধরণের ছােট কম্পিউটার যা বিভিন্ন মেশিন বা যন্ত্রপাতিকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানাের জন্য ব্যবহৃত হয়।

4. Transformer ki? ki die tori?
উত্তর: যে ইলেক্টিক্যাল স্ট্যাটিক ডিভাইসের মাধ্যমে কোনোরূপ সংযোগ ছাড়াই এবং চুম্বকীয় ফ্লাক্সের  সংযোগের মাধ্যমে ফ্রকুয়েন্ছির কোনো পরিবর্তন না করে শুধুমাত্র ভেল্টেজ পরিবর্তন করে সমপরিমাণ ইলেক্ট্রিক্যাল এনার্জি এক কয়েল থেকে অন্য কয়েলে স্থানান্তর করা যায়, তাকে Transformer বলে।
Transformer গঠনের উপাদান হলো: primary winding, secondary winding, oillevel indicator, Conservator, breather ইত্যাদি।

5. Software Testing ki?
উত্তর: সফটওয়্যার টেস্টিং হচ্ছে প্রত্যাশিত ফলাফলের সাথে প্রকৃত ফলাফল মেলে কিনা তা যাচাই করা এবং সফটওয়্যার এর বাগ খুঁজে বের করার জন্য একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন নির্বাহ প্রক্রিয়া।

6. DESCO er Logo er vitor ki ase?
উত্তর: বিদ্যুৎ চমকানো বা বজ্রপাতের চিন্হ।

7. Tik ase apni asen.... Viva dite asle prostuti nia ashio....
8. Salam dia ber hoa aslam...


Next Post Previous Post