DESCO Viva (Electrical) by Anamul Haque (2019)


Viva at Dhaka WASA
DESCO VIVA
Serial - 10
দরজা খুলে অনুমতি চাইলাম, অনুমতি দিলেন, সালাম দিলাম, বসতে বললেন , সাথে বললেন
১.Introduce your self
২.লোডশেডিং কাকে বলে? বললাম,
৩. এখন কি করেন? ওখানে কি কি কাজ করেন?
...................................
 ,,,,,,,,,,,,,,আপনি আসুন,,
সম্পূর্ণ Viva Post টি  ফেসবুক থেকে দেখতে ভিজিট করুন Original Post Link

উপরোক্ত Viva প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো:
২.লোডশেডিং কাকে বলে?
উত্তর: যখন প্রয়জনীয় বিদ্যুৎ এর তুলনায় উৎপাদনের মাত্রা কম হয়, তখন বিদ্যুৎ এর ঘাটতি দেখা দেয় এবং সেই ঘাটতি পুরণ এর জন্য পরিকল্পিতভাবে কোনো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখাকে লোডশেডিং বলে।

৩. এখন কি করেন? ওখানে কি কি কাজ করেন? 
৪.ধরূন আপনাকে একটা ট্রান্সফরমার সাইড থেকে খুলে এনে পরীক্ষা করতে হবে, এখন আপনি কি কি পরীক্ষা করবেন? আর কি কি থাকে একটা ট্রান্সফরমার এ? 
উত্তর: (১)ট্রান্সফরমারের ডাই-ইলেকট্রিক টেস্ট, (২)Three phase Transformer এর zero-sequence impedance টেস্ট, (৩)শর্ট সার্কিট টেস্ট, (৪) নয়েজ লেভেল পরিমাপ, (৫) নো-লোড কারেন্টে হারমোনিক পরিমাপ, (৬)ফ্যান এবং ওয়েল পাম্প থেকে গৃহীত পাওয়ার পরিমাপ, (৭) বুখলজ রীলে, টেম্পারেচার ইন্ডিকেটর, প্রেশার রিলিফ ডিডাইস, ওয়েল সংরক্ষিত সিস্টেম টেস্ট করতে হবে। 
ট্রান্সফরমার এ primary winding, secondary winding, oillevel indicator, Conservator, breather ইত্যাদি থাকে

৫. কয়েক টি ইনসুলেটরের নাম বলুন? 
উত্তর: শুকনা কাঠ, রাবার, অ্যাসবেস্টাস, পলিথিন, পাইলরানল ওয়েল ইত্যাদি।

৬. CNG; LNG; HFO full meaning? 
উত্তর: CNG = Compressed Natural Gas, 
LNG = Liquefied Natural Gas
HFO = Heavy Fuel Oil

7.load factor কাকে বলে? 
উত্তর: গড় লোড এবং সর্বোচ্চ চাহিদার অনুপাতকে লোড ফ্যাক্টর বলে।

৮.শেখ হাসিনার মায়ের নাম কি?
উত্তর: বেগম ফজিলাতুন্নেছার।


Next Post Previous Post