মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর - (বিসিআইসি - ২০১৭)

এই ভাইবা প্রশ্নটি Bangladesh Chemical Industries Corporation (BCIC) এর সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার। এই ভাইবা প্রশ্নটি শেয়ার করেছেন ইমতিয়াজ হাসান (বর্তমানে পিজিসিবিতে সাব এসিস্টেন্ড ইঞ্জিনিয়ার পদে কর্মরত)। তিনি যেভাবে ভাইবা অভিঙ্গতা শেয়ার করেছেন হুবহু সেভাবেই এই পোস্টে তুলে ধরা হয়েছে। এই ভাইবায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ছিল ১৯ টি এবং অন্যান্য প্রশ্ন ছিল ০৮টি

ইমতিয়াজ হাসান
ইমতিয়াজ হাসান
সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার
পিজিসিবি (বর্তমান)

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন - Mechanical Engineering Viva Questions

Viva experience BCIC for SAE
নাদের আলী আমি আর কত ভাইবা তে নার্ভাস হবো??
আসতে পারি স্যার। জি আসেন। আসসালামুআইলাইকুম
বসেন.........

Examineer 1 :- মিঃ হাছান উল হক আপনার নামের অর্থ কি জানা আছে আপনার??
Me:-জ্বি না স্যার

Ex:- জ্বানা নেই তাই না! আচ্ছা ঠিক আছে। কোথায় লেখাপড়া করেছেন?
Me:-জ্বি, চট্রগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে।
Ex:-আচ্ছা, কোন সালে পাশ করেছেন আপনি?
Me:- 2012

Ex:- ভালো, কি করতেছেন আপনি?
Me:-পি এই পি স্টীল কমপ্লেক্স, পি এইচ পি গ্রুপে আছি। NOF Galvanizing Mill এ।
Ex:- কি কাজ করতে হয় ওখানে??
Me:- আমার টা হচ্ছে গ্যালভানাইজিং মিল......... শেষ করার আগে প্রশ্ন
Ex:- আপনি যে লেখাপড়া করেছেন তার জ্ঞ্যানের সাথে কি এই কাজের মিল আছে??
Me:-জ্বি স্যার আছে, মেকানিক্যাল মেইনটেন্যান্স এ আছি
Ex:- মিল আছে না, তো ঠিক আছে।

Examineer 2 :- আচ্ছা চট্রগ্রামে আমাদের BCIC র কি কি প্রতিষ্ঠান আছে জানেন আপনি?
Me:-জ্বি স্যার, BCIC র আছে কর্ণফুলি পেপার মিল, ইউরিয়া সার কারখানা, টিএসপি সার কারখানা, টিএপি সার কারখানা।

Ex:- কিছুদিন আগে যে দূর্ঘটনা হয়েছে সেটা কোন প্রতিষ্ঠানে বলতে পারেন?
Me:-ইউরিয়া সার কারখানায় অ্যামোনিয়া লিকেজ হয়েছে।
Ex:- ইউরিয়া কারখানা তেই?
Me:- স্যার, আমি সে সময় চট্রগ্রাম ছিলাম না তবে যতটুকু শুনেছি ইউরিয়া ফ্যাক্টরি তে অ্যামোনিয়া লিকেজ হয়েছে।

Ex:-আমাদের KPM যে প্রতিষ্ঠান টা যেটা পেপার মিল সেটার কি অবস্থা কোন আইডিয়া আছে??
Me:- জ্বি না স্যার কোন আইডিয়া নেই।
Ex:- ( অন্য জন) এটা কি আসলে চট্রগ্রামেই ? চট্রগ্রাম জেলায় ?
Me:- এটা রাঙ্গুনিয়া তে, রাঙ্গামাটি জেলায় পরেছে।

Ex:- ওটা আসলে profitable না, লস হচ্ছে,তো আপনি ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাকে সেখানে নিয়োগ দেয়া হবে বা হলে আপনি ত সেখানেই কাজ করবেন । তো আপনার দায়িত্ব টা কি হবে। কিভাবে আপরি কন্ট্রিবিউট করবেন to make it Profitable, কি করতে হবে আপনাকে??
Me:- স্যার আমাকে যে ডিপার্টমেন্ট এ দেওয়া হোক না কেন as a মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার কাজ হবে মেশিন গুলোর যথাযত মেইনটেন্যান্স করা যাতে এগুলো খুব দ্রুত নষ্ট না হয়ে যায় কারন নষ্ট হলে তা লস এর পর্যায়ে চলে যাবে তাই এগুলোর প্রপার মেইনটেন্যান্স করে সচল রাখা, সচল থাকলেই প্রডাকশন থাকবে এবং তখন কোম্পানী লাভের দিকে যাবে
Ex:-আচ্ছা ঠিক আছে।

Examineer 3 ( CUET এর টিচার As a External) :- মিঃ হাছান উল হক, কোয়ালিফাইড From চট্রগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট ; গ্যালভানাইজিং মিল এ গ্যালভানাইজিং এর জন্য কি কি Raw মেটেরিয়াল Use করা হচ্ছে?
Me:- আয়রন শিট হট রোলিং হয়ে আসে, সেটা কে কোল্ড রোলিং করে জিংক এর প্রলেপ দেয়া হয়। Raw মেটেরিয়াল হিসেবে জিংক ব্যবহ্রত হয়; (আর কি কি ব্যবহ্রত হয় প্রশ্ন যোগ করলেন), আর জিংকের সাথে অল্প পরিমানে এন্টিমনি, অ্যালুমিনিয়াম ব্যবহার করে, আর সর্বশেষ Chromic সলিউশন এর উপর দিয়ে চালনা করা হয়।

Ex:- শিট কে গ্যালভানাইজিং এর পূর্বে ক্লিনিং করা উচিত কোন কেমিক্যাল দিয়ে?
Me:-HCL এসিড দিয়ে পরিষ্কার করা হয়

Ex:- Stud এবং Bolt কি?
Me:- Stud তো এক প্রকার বোল্ট যাকে স্টাড বোল্ট বলা হয়ে থাকে, (আর বোল্ট?ফিরতি প্রশ্ন ), বোল্ট জোড়া দেওয়ার কাজে ব্যবহ্রত হয় ; (স্টাড জোড়া দেওয়ার কাজে ব্যবহ্রত হয় না? ফিরতি প্রশ্ন) , দুটোই জোড়া দেওয়ার কাজে ব্যবহ্রত হয়। (আর বোল্ট? ফিরতি প্রশ্ন) (ততক্ষনে পেচায় ফেলেছে) বোল্ট অস্থায়ী জোড়ের কাজে ব্যবহ্রত হয়। স্টাড বোল্ট এর দুপাশেই থ্রেড কাটা থাকে, দুদিকেই জোড়া দেওয়া যায়। (দুদিকে থ্রেড হলে জোড়া দিবে কিভাবে? ফিরতি প্রশ্ন) , এটা প্রথমে এক পাশ বড় যন্ত্রাংশের সাথে লাগিয়ে পরে ছোট যন্ত্রাংশকে ঘুড়িয়ে ঘুড়িয়ে লাগাতে হবে। (উত্তর সঠিক হয়নি মনে হচ্ছে)

Ex:- ম্যালিয়াবিলিটি কি? ডাকটালিটির সাথে সম্পর্ক আছে কি?
Me:- কি বলেছি নিজেই জানি না তবে গুছিয়ে বলতে পারিনি, নার্ভাস হয়ে গেছি আগের প্রশ্নের উত্তর দিতে গিয়ে।

Ex:-রিডিউসার কি?
Me:- রিডিসার হচ্ছে কোন গতি কে সংকোচন করার জন্য যেমন হাইড্রলিক সিস্টেম এ প্রেসার রিডিউস করার জন্য ব্যবহ্রত হয়। (উত্তর হয় নি)

Ex:- আচ্ছা, মেইনটেন্যান্স এ তুমি কিভাবে দায়িত্ব পালন করবে বা কি কি পদক্ষেপ নিবে?
Me:- মেইনটেন্যান্স তো দুই তিন ধাপে নেওয়া হয়ে থাকে যেমন কিছু আছে ব্রেক ডাউন মেইনটেন্যান্স,কিছু প্রিভেন্টিভ মেইনটেন্যান্স এবং শিডিউল মেইনটেন্যান্স।এর মধ্যে প্রিভেন্টিভ টা জরুরি যাতে ব্রেক ডাউন পর্যায়ে না যায়।

Ex:- নিউমেটিক সোর্স এটা কি কোন মেশিনে ব্যবহ্রত হয়? একটা মেশিনের নাম বল।
Me:- জ্বি স্যার ব্যবহ্রত হয়, যেমন ইন্জিনে ব্যবহ্রত হয় বলে দিছি (কোন জায়গায়? ফিরতি প্রশ্ন) , এর পর বল্লাম স্যার ব্রেক এ ব্যবহ্রত হয়। (উত্তর সঠিক হয় নি)

Examineer 4:- আচ্ছা তোমার মিল এ গ্যালভানাইজিং এ যে জিংক ব্যবহার কর সেটা কি শুধুই জিংক নাকি জিংক অক্সাইড??
Me:- শুধু জিংক
Ex:- এটা কি লিকুইড ফরমেট নাকি সলিউ?
Me:- সলিড, সলিড ফরমেটে আসে তারপর এটা কে তাপ দিয়ে লিকুইড করা হয়।

Ex:- আচ্ছা, জিংকের যে প্রলেপ টা দেওয়া হয় সেটার থিকনেস কত, বা কি পুরুত্ব রাখা হয়
Me:- এটা স্যার বিভিন্ন থিকনেসে বিভিন্ন হয়ে থাকে, (তুমি তোমার মিল এর টা বল? Ex বললেন), জ্বি সেটা হচ্ছে প্রতি স্কয়ার মিটারে ১২০ গ্রাম করে দেয়া হয়। (Ex আবার বললেন কতটুকু জিংক অক্সাইড বা জিংকরের প্রলেপ পড়ে?) সেটা স্যার খুবই কম যা ০.০৫ মিমি এর মত হয়ে থাকে।

Ex:- প্রলেপ টা দিচ্ছে কেন?
Me:- জং না ধরার জন্য দিচ্ছে? ( Ex স্যার বললেন জং না মরিচা? ) বললাম জ্বি স্যার মরিচা না ধরার জন্য।

Examineer 5 :- পাম্প এবং কম্প্রেসরের মাঝে পার্থক্য বল।
Me:- কম্প্রেসর হচ্ছে এয়ার কে কম্প্রেস করতে ব্যবহ্রত হয়, আর পাম্প হল কোন তরল কে একস্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করার জন্য ব্যবহ্রত হয়।
Ex:- আর টারবাইন???
Me:- টারবাইন দিয়ে মূলত বিদ্যুত উৎপন্ন করা হয়।

Ex:- টারবাইন টা কি মূলত?
Me:- টারবাইন দ্বারা যান্ত্রিক শক্তিকে বিদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করে।

Ex:- টারবাইন কে যে ঘুরায় কি শক্তি দিয়ে?
Me:- প্রেসার এনার্জি দিয়ে (সেটা কিসের ? ফিরতি প্রশ্ন), হাইড্রো পাওয়ার থেকে। (কেন থার্মাল ? ফিরতি প্রশ্ন), জ্বি স্যার দুটোই ব্যবহ্রত হয়। (সেখান থেকে? ফিরতি প্রশ্ন) সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। (টারবাইন থেকে ত বিদ্যুৎ উৎপন্ন হয় না বিদ্যুত ত জেনারেটর থেকে? ফিরতি প্রশ্ন), টারবাইনকে ঘুরালে তার সাথে রোটর ঘুরে, সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। (আমি বলছি যে টারবাইনে কি শক্তি সৃষ্টি হয়? ফিরতি প্রশ্ন) স্যার ঘূর্ণন শক্তি, ( মেকানিক্যাল এনার্জি? ফিরতি কথা) জ্বি স্যার। (এই ফাকে অন্য একজন হাসছেন ঘুর্ণন শক্তি বলা তে, হেসে বলছে হাহাহা ঘূর্ণন শক্তি, ঠিক ই আছে, Ex-4)

Ex:- আচ্ছা, তোমার কারখানায় কি বেয়ারিং এর কাজ করতে হয়?
Me:- জ্বি স্যার। (আচ্ছা, একটা বিয়ারিং শ্যাফটে লাগাতে কিভাবে সেটা সিলেকশন করবে? ফিরতি প্রশ্ন) , স্পিড এবং লোড বিবেচনা করে সিলেকশন করতে হবে। (কিভাবে? ফিরতি প্রশ্ন) স্পিড যদি বেশি হয় তখন বল বিয়ারিং সিলেকশন করি লোড কম এর ক্ষেত্রে আর...... শেষ করার আগেই (না না না আমি ত একটা নির্দিষ্ট স্যাফট এর সাথে বেয়ারিং টা লাগাব সেটা কিভাবে সিলেকশন করব, মানে শ্যাফটের ডায়ার সাথে বিয়ারিং এর কি কোন সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে? ফিরতি প্রশ্ন) স্যাফটের আউট ডায়া এবং বিয়ারিং এর ইন ডায়া সেইম হতে হবে (নাম্বার এর সাথে কি সম্পর্ক? ফিরতি প্রশ্ন) যেমন ৬২০৫ একটা বেয়ারিং নাম্বার, এটার শেষ নাম্বার ৫ দিয়ে বুঝায় ৫*৫ অর্থাৎ ৫০ শ্যাফটের আউট ডায়া ৫০ (শ্যাফটের ডায়া ৫০? ফিরতি কথা) আমি বলে উঠলাম সরি স্যার ভুল বলেছি ৫*৫ =২৫ হবে স্যার, স্যাফটের ডায়া হবে ২৫। সবাই মিলে বল্লেন, ঠিক আছে তুমি যাও।
Viva Post টি ফেসবুক থেকে দেখতে ভিজিট করুন Post Link
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url