
★মূল বেতন: ১৬০০০-৩৮৬৪০
★বাড়ি ভাড়াভাতা: মূল বেতনের-
- ৫৫% (ঢাকা সিটি কর্পোরেশন এলাকা)
- ৪৫% (চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল,রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন ও সাভার পৌর এলাকা)
- ৪০% অন্যান্য জায়গার জন্য
★শিক্ষা সহায়ক ভাতা: সর্বোচ্চ ২ সন্তানের জন্য (৫০০×২=১০০০) ২১ বছর বয়স পর্যন্ত।
★টিফিন ভাতা (মাসিক): ২০০ টাকা
★কার্যভারভাতা(মাসিক): ১৫০০ টাকা
★যাতায়াত ভারা(মাসিক): ৩০০ টাকা
★পার্বত্য জেলা সমূহে পোস্টিং হলে পাহাড়িভাতা: মূল বেতনের ২০%
★উৎসবভাতা: মূল বেতনের ১০০% (বছরে ২বার)
★কোথাও বদলি হলে বদলিভাতা।
বেতন বৃদ্ধি:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৭ বছরে ক্রমান্বয়ে ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা মূল বেতন হবে। সকল ভাতা বহাল থাকবে।
ছুটি:
★সাধারণ ছুটি নেয়া যাবে বৈধ/জরুরী প্রয়োজনে,
★ঈদ ছুটি: ৩+৩=৬ দিন( পদ বা দায়িত্বভেদে ছুটির পরিমাণ বেশি হবে)
★সাপ্তাহিক ছুটি: শুক্রবার ( বৃহস্পতিবার ১/২ ডে)
★অন্যান্য সকল সরকারী ছুটির দিনগুলিতে ছুটি থাকবে।
যোগদানের শর্ত:
★ ডিপ্লমার মূল সার্টিফিকেট জমা দিতে হবে।
★ ডিউটি টাইম: ৮ ঘন্টা ( ৭ ঘন্টা ডিউটি +১ ঘন্টা লান্স ব্রেক)
★ কম্পানির প্রয়োজনে ওভার টাইম করা লাগতে পারে, প্রয়োজন না থাকলে ওভার টাইম নেই।
Admin Review: ★★★★★
BPDB এর চাকরি নিরাপদ। কোন বড় ঝামেলা না করলে সহজে চাকরি হারাবে না।
BPDB এর সংক্ষিপ্ত ইতিহাস:
★প্রতিষ্ঠাকাল: ১৯৭২ সাল
★বর্তমান চেয়ারম্যান: প্রকৌশলী বেলায়েত হোসেন
বিপিডিবি'র পূর্বসূরি ছিল পাকিস্তানের ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি (ওয়াপদা)। স্বাধিনতার পর, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরআইবি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই অথরিটি (ডি.ই.এস.এ.) হিসাবে বিদ্যুতায়নের কাজ চলে। ডি.ই.এস.এ. এখন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) হিসাবে কাজ করছে। ২০১৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক পিডিবি গঠিত হয়। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, কয়লা পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, বিদ্যুৎ উৎপাদনের কোম্পানি, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, উত্তর পশ্চিম বিদ্যুৎ জেনারেশন কোম্পানি লিমিটেড, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো, এবং পশ্চিম জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন।