পিডিবি বেতন স্কেল, শর্ত, সুবিধা ও অন্যান্য তথ্য

পিডিবি বেতন স্কেল
BPDB = Bangladesh Power Development Board (বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) ১৯৭২ সালে গঠিত হয়। এটি একটি সরকারি প্রতিষ্ঠান, যার সদর দপ্তর ঢাকা। বর্তমানে পিডিবির অধীনে PGCB, APSCL, EGCB, NWPGCL, NESCO এবং WZPDCL পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো BPDB এর অধীনে পরিচালিত হলেও বেতনভাতাসহ চাকরি ক্ষেত্রে রয়েছে বিভিন্ন পার্থক্য।

পিডিবি বেতন স্কেল

পিডিবি বেতন স্কেল অনুসারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মূল বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড) এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মাসিক মূল বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড), বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৩৫% থেকে ৬৫% পর্যন্ত পাবেন (চাকরির এলাকাভেদে কম-বেশি হয়ে থাকে) এছাড়াও অন্যান্য ভাতা সমূহ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে পাবেন। নিচে BPDB BD এর বিভিন্ন পদের গ্রেড বেতন এবং শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হলো:

Sl.BPDB তে যোগদান পদবি এবং শিক্ষাগত যোগ্যতা:গ্রেড এবং বেতন
১.পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক + স্নাতকোত্তর
গ্রেড-৯
২২,০০০-৫৩,০৬০ টাকা
২.পদের নাম: সহকারী পরিচালক ( জনসংযোগ)
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতায় স্নাতক
গ্রেড-৯
২২,০০০-৫৩,০৬০ টাকা
৩.সহকারী পরিচালক ( নিরাপত্তা ও অনুসন্ধান)
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক + স্নাতকোত্তর
গ্রেড-৯
২২,০০০-৫৩,০৬০ টাকা
৪.সহকারী প্রকৌশলী
শিক্ষাগত যোগ্যতা: বি.এস.সি ইজ্ঞিনিয়ারিং (ইইই, মেকানিক্যাল, মেটালার্জিক্যাল, কেমিক্যাল, সিভিল, আর্কিটেকচার, সি.এস.ই)
গ্রেড-৯
২২,০০০-৫৩,০৬০ টাকা
৫.রসায়নবিদ
শিক্ষাগত যোগ্যতা: রসায়নে স্নাতক + স্নাতকোত্তর
গ্রেড-৯
২২,০০০-৫৩,০৬০ টাকা
৬.উপসহকারী প্রকৌশলী
ডিপ্লোমা ইনজ্ঞিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, পাওয়ার, সিভিল)
গ্রেড-১০
১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৭.হিসাব রক্ষক
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক + স্নাতকোত্তর
গ্রেড-১০
১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৮.সিনিয়র স্টাফ নার্স
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/ বি.এস.সি ইন নার্সিং
গ্রেড-১০
১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৯.সহকারী হিসাব সহকারী
বাণিজ্যে স্নাতক
গ্রেড-১১
১১,০০০-২৬,৫৯০
১০.উচ্চমান সহকারী হিসাব সহকারী
বাণিজ্যে স্নাতক
গ্রেড-১১
১১,০০০-২৬,৫৯০
১১.ফার্মাসিস্ট
ডিপ্লোমা ইন ফার্মেসি
গ্রেড-১১
১১,০০০-২৬,৫৯০
১২.সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর
HSC পাশ + টাইপিং-এ দক্ষ
গ্রেড: ১৩
১১,০০০-২৬,৫৯০ টাকা
১৩.নিরাপত্তা পরিদর্শক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
গ্রেড: ১৪
১০,২০০-২৪৬৮০
১৪.নিরাপত্তা তদারককারী
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি
গ্রেড: ১৫
৯৭০০-২৩,৪৯০
১৫.টেকনিক্যাল এ্যাটেনডেন্ট
জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস
ইলেক্ট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস
জেনারেল ইলেক্ট্রনিক্স
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
প্লাম্বিং ও পাইপ ফিটিং
শিক্ষাগত যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার বিষয়ে ট্রেড কোর্স পাশ
গ্রেড: ১৫
৯৭০০-২৩,৪৯০
১৬.জুনিয়র স্টাফ নার্স
ডিপ্লোমা ইন নার্সিং
গ্রেড: ১৬
৯,৩০০-২২,৪৯০
১৭.জুনিয়র মিডওয়াইফ
জুনিয়র মিডওয়াইফেরি পাশ
গ্রেড: ১৮
৮,৮০০ - ২১.৩১০ টাকা

★ মূল বেতন:
  • বি.এস.সি ইঞ্জিনিয়ারদের ২২,০০০-৫৩,০৬০/= (গ্রেড-৯)
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১৬০০০-৩৮৬৪০/= (গ্রেড-১০)
  • অন্যান্য পদের বেতন উপরের লিস্ট থেকে দেখুন
★ বাড়ি ভাড়াভাতা: মূল বেতনের-
  • ৫৫% (ঢাকা সিটি কর্পোরেশন এলাকা)
  • ৪৫% (চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল,রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন ও সাভার পৌর এলাকা)
  • ৪০% অন্যান্য জায়গার জন্য
★শিক্ষা সহায়ক ভাতা: সর্বোচ্চ ২ সন্তানের জন্য (৫০০×২=১০০০) ২১ বছর বয়স পর্যন্ত।
★টিফিন ভাতা (মাসিক): ২০০ টাকা
★কার্যভারভাতা (মাসিক): ১৫০০ টাকা
★যাতায়াত ভারা (মাসিক): ৩০০ টাকা
★পার্বত্য জেলা সমূহে পোস্টিং হলে পাহাড়িভাতা: মূল বেতনের ২০%
★উৎসবভাতা: মূল বেতনের ১০০% (বছরে ২বার)
★কোথাও বদলি হলে বদলিভাতা: প্রতি কিলোমিটারের জন্য ১০০ কেজি মালামাল প্রতি ২ টাকা হারে পাবেন।

বেতন বৃদ্ধি:

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৭ বছরে ক্রমান্বয়ে ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা মূল বেতন হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২২,০০০ থেকে ৫৩,০৬০ হবে।

ছুটি:

  • সাধারণ ছুটি নেয়া যাবে বৈধ/জরুরী প্রয়োজনে,
  • ঈদ ছুটি: ৭+৫=১২ দিন( পদ বা দায়িত্বভেদে ছুটির পরিমাণ বেশি হবে)
  • সাপ্তাহিক ছুটি: শুক্রবার, বৃহস্পতিবার ১/২ ডে, (গ্রাহক সেবা সেক্টরের কর্মচারীগণদের)
  • অন্যান্য সকল সরকারী ছুটির দিনগুলিতে ছুটি থাকবে। (পদভেদে ভিন্নতা রয়েছে)

যোগদানের শর্ত:

  • মূল সার্টিফিকেট জমা দিতে হবে।
  • ডিউটি টাইম: ৮ ঘন্টা ( ৭ ঘন্টা ডিউটি +১ ঘন্টা লান্স ব্রেক)
  • কম্পানির প্রয়োজনে ওভার টাইম করা লাগতে পারে, প্রয়োজন না থাকলে ওভার টাইম নেই।
  • চাকরিতে নিয়োগের পর ০২ (দুই) বছর প্রবেশন পিরিয়ড চলবে।
  • প্রবেশন চলাকালিন দুই বছরের মধ্যে কোনো বেতন বৃদ্ধি পাবেনা, দুই বছর পরে একত্রে ২ বছরের বেতন স্কেল বৃদ্ধি পাবে।
  • চাকরির প্রথম দশ বছরের মধ্যে কোনো এক জায়গায় ২ বছরের বেশি স্থায়ী হতে পারবেননা।
  • প্রবেশনারি পিরিয়ড শেষ হলে চাকরি স্থায়ীকরণ হবে।
  • কোনো কারণে বা জরুরি প্রয়োজনে যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান তাহলে জাতীয় নিয়োগ বিধিমালা ২০১৫ অনুসারে সকল শর্ত এবং বিধান প্রযোজ্য হবে।
  • স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে কোনরূপ কারণ দর্শানাে ব্যতিরেকে ০৩ (তিন) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান সাপেক্ষে চাকরি হতে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন অথবা ৩ মাস পূর্বে চাকরি ছাড়ার নোটিশ দিতে হবে।

এডমিন রিভিউ: ★★★★★

BPDB এর চাকরি নিরাপদ। কোন বড় ঝামেলা না করলে সহজে চাকরি হারাবে না।

BPDB এর সংক্ষিপ্ত ইতিহাস:

প্রতিষ্ঠাকাল: ১৯৭২ সাল
বর্তমান চেয়ারম্যান: মোঃ মাহবুবুর রহমান
বিপিডিবি'র পূর্বসূরি ছিল পাকিস্তানের ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি (ওয়াপদা)। স্বাধিনতার পর, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরআইবি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই অথরিটি (ডি.ই.এস.এ.) হিসাবে বিদ্যুতায়নের কাজ চলে। ডি.ই.এস.এ. এখন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) হিসাবে কাজ করছে। ২০১৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক পিডিবি গঠিত হয়। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, কয়লা পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, বিদ্যুৎ উৎপাদনের কোম্পানি, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, উত্তর পশ্চিম বিদ্যুৎ জেনারেশন কোম্পানি লিমিটেড, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো, এবং পশ্চিম জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন।

প্রশ্ন - FAQ

প্রশ্ন: পিডিবি কি সরকারি?
উত্তর: পিডিবি একটি সরকারি প্রতিষ্ঠান। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য পিডিবি পাবলিক লিমিটেড কম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিপিডিবি বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।

প্রশ্ন: BPDB এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: Bpdb এর বর্তমান চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান

Next Post Previous Post