পিজিসিবি চাকরির সুবিধা, পিজিসিবি বেতন স্কেল - PGCB Salary Scale

পিজিসিবি
PGCB Full Meaning "Power Grid Company of Bangladesh - পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ"। পিজিসিবি সম্পর্কে বিস্তারিত তথ্য এই পোস্টে তুলে ধরা হয়েছে।

পিজিসিবি সম্পর্কে বিস্তারিত:

পিজিসিবি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং পিডিবির অঙ্গপ্রতিষ্ঠান। পিজিসিবির করপোরেট অফিস: পিজিসিবি ভবন, এভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

  • পিজিসিবির মোট জনবল ৩,৩৮৭ জন (৩০ জুন,২০২২ পর্যন্ত)।
  • সর্বশেষ ২০২১-২০২২ অর্থ বছরে পিজিসিবির নিট লাভ ছিল ১৩৫.২৫ কোটি টাকা।
  • পিজিসিবির 400kv ট্রান্সমিশন লাইন আছে ১৭৩৫ সার্কিট কি.মি.
  • 230kv ট্রান্সমিশন লাইন আছে ৪০৪৩ সার্কিট কি.মি.
  • 132kv ট্রান্সমিশন লাইন আছে ৮১৮৬ সার্কিট কি.মি.

PGCB Officer List - পিজিসিবি কর্মকর্তার তালিকা:

পিজিসিবি অফিসার লিস্ট নিচে দেয়া হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

১. ব্যবস্থাপনা পরিচালক (পিজিসিবি)
নাম: গোলাম কিবরিয়া
মোবাইল: ০১৭১১৫২০৪০৮
ফোন (অফিস): +৮৮-০২-৫৫০৪৬৭২১
২. নির্বাহী পরিচালক (পি এন্ড ডি)
নাম মোঃ ইয়াকুব ইলাহী চৌধুরী
মোবাইল ০১৭১১৫২০৪০৮
ফোন (অফিস) +৮৮-০২-৫৫০৪৬৭২১
৩. নির্বাহী পরিচালক (ওএন্ডএম)
নাম: মোঃ মাসুম আলম বকসী
মোবাইল ০১৭১৪১১৯৪২২
ফোন (অফিস):+৮৮-০২-৫৫০৪৬৭২৬
৪. প্রধান প্রকৌশলী (প্রকল্প মনিটরিং)
নাম: এ.কে.এম গাউছ মহীউদ্দিন আহমেদ
মোবাইল:০১৭১৩০৩২৭০২
পিজিসিবির সকল কর্মকর্তার তালিকা দেখতে দেখতে এই লিংকে ভিজিট করুন।

PGCB Salary Scale - পিজিসিবি বেতন স্কেল

সর্বশেষ PGCB Salary Scale - (পিজিসিবি বেতন স্কেল ২০১৬) অনুসারে সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নির্ধারিত হয়ে থাকে। PGCB Salary Structure - (পিজিসিবি বেতন কাঠামো) অনেক উন্নত। নিচে বি.এস.সি ইন্জ্ঞিনিয়ার এবং ডিপ্লোমা ইন্জ্ঞিনিয়ারসহ গুরত্বপূর্ণ কিছু পোস্টের বেতন ও অন্যান্য ভাতাদি দেয়া হয়েছে।

পিজিসিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারী

  • যোগদান পদবি: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
  • গ্রেড - ৭
  • মূলবেতন ৫০০০০/- টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম সিজিপিএ ৩.০০ (৪ এর মধ্যে) পেয়ে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই।

পিজিসিবি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারী:

  • যোগদান পদবি: সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার/ ট্রেড ইন্সট্রাক্টর
  • গ্রেড - ৮
  • মূলবেতন ৩৫০০০/- টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম সিজিপিএ ৩.০০ (৪ এর মধ্যে) পেয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই।
অন্যান্য কিছু পোস্টের বেতন স্কেল:
  • এ্যাসিস্টেন্ট ম্যানেজার (PGCB): গ্রেড:৭, বেতন স্কেল: ৫০,০০০/-
  • জুনিয়র এ্যাসিস্টেন্ট ম্যানেজার: গ্রেড:৮, বেতন স্কেল: ৩৫,০০০/-
  • এ্যাসিস্টেন্ট হেড মাস্টার: গ্রেড:৮, বেতন স্কেল: ৩৫,০০০/- (পিজিসিবি হাই স্কুল)
  • এ্যাসিস্টেন্ট টিচার: গ্রেড:১৩, বেতন স্কেল: ২৫,০০০/- (পিজিসিবি হাই স্কুল)
  • জুনিয়র টিচার: গ্রেড:১৪, বেতন স্কেল: ২৩,০০০/- (পিজিসিবি হাই স্কুল)
  • জুনিয়র ব্যাক্তিগত সচিব: গ্রেড:১১, বেতন স্কেল: ২৩,০০০/-
  • জুনিয়র ভান্ডার রক্ষক: গ্রেড:১১, বেতন স্কেল: ২৩,০০০/-
  • জুনিয়র নিরাপত্তা পরিদর্শক: গ্রেড:১১, বেতন স্কেল: ২৩,০০০/-
  • কারিগরী সহায়ক: গ্রেড:১৫, বেতন স্কেল: ১৪,৫০০/-
  • অফিস সহায়ক: গ্রেড:১৫, বেতন স্কেল: ১৪,৫০০/-
  • ল্যাব এটেন্ডেন্ট: গ্রেড:১৫, বেতন স্কেল: ১৪,৫০০/-

অন্যান্য ভাতাসমূহ:

★বাড়ি ভাড়াভাতা: মূল বেতনের-৫০%
★বাংলা নববর্ষ ভাতা: মূল বেতনের ২০%
★ঈদ বোনাস: মূল বেতনের ৫০%(বছরে ২ বার)
★এছাড়াও অন্যান্য ভাতাদি কম্পানির নিয়ম অনুযায়ী পাওয়া যাবে। 
★চিকিৎসা ভাতা: নিজ, নিজের স্ত্রী, সন্তান, বাবা এবং মার জন্য বছরে দুইবার মুল বেতনের সমপরিমাণ চিকিৎসা ভাতা হিসেবে উত্তলন করা যাবে।
★বিদ্যুৎ ভাতা: মূল বেতনের ৪%, সর্বোচ্চ ৩০০ ইউনিট বিদ্যুৎ বিলের সম পরিমাণ টাকা।
★মোবাইল বিল: প্রযোজ্য ক্ষেত্রে মাসিক ৫০০ টাকা (দায়িত্বভেদে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।)
★সিফ্টিং ভাতা: মূল বেতনের ৫% (যারা গ্রিডে শিফটিং ডিউটি করেন তাদের ক্ষেত্রে প্রাপ্য)
★সন্তানের শিক্ষাভাতা: মাসিক ১৫০০ টাকা করে সর্বোচ্চ ২টি সন্তানের জন্য ২১ বছর বয়স পর্যন্ত

বি:দ্র: পিজিসিবিতে স্বামী-স্ত্রী উভয়েই যদি চাকরি করেন তাহলে যে কোনো একজন বাড়িভাড়াভাতা পাবেন। অনুরূপ সন্তানের শিক্ষা ভাতার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বেতন বৃদ্ধি:

PGCB Salary Scale 2016 অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে ও সকল ভাতা বহাল থাকবে।

ছুটি:

★সাধারণ ছুটি নেয়া যাবে বৈধ/জরুরী প্রয়োজনে
★ঈদ ছুটি: ৫+৭=১২ দিন( পদ বা দায়িত্বভেদে ছুটির পরিমাণ বেশি হবে)
★সাপ্তাহিক ছুটি: শুক্রবার
★অন্যান্য সকল সরকারী ছুটির দিনগুলিতে ছুটি থাকবে। (ঐচ্ছিক ছুটি বাদে)

যোগদানের শর্ত:

★ ডিপ্লমার মূল সার্টিফিকেট জমা দিতে হবে।
★ ডিউটি টাইম: ৮ ঘন্টা ( ৭ ঘন্টা ডিউটি +১ ঘন্টা লান্স ব্রেক)
★ কম্পানির প্রয়োজনে ওভার টাইম করা লাগতে পারে, প্রয়োজন না থাকলে ওভার টাইম নেই।
★ প্রাথমিক অবস্থায় নিয়োগের পর প্রথম ১ বছর প্রবেশন প্রিয়ড হিসেবে বিবেচিত হবে, প্রবেশন প্রিয়ড সন্তোষজনক হলে চাকরি স্থায়ী হবে।
★ প্রবেশন চলাকালীন সময়ে চাকরি থেকে অব্যহতী চাইলে অর্থাৎ চাকরি ছাড়তে চাইলে নূন্যতম ৩ মাস আগে দর্খাস্ত জমা দিতে হবে অথবা ১ মাসের সমপরিমাণ বেতনভাতা জরীমানাসরূপ প্রদান করতে হবে।

Admin Review: ★★★★★

PGCB এর চাকরি নিরাপদ এবং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে প্রথম সারির চাকরি।  কোন বড় ঝামেলা না করলে সহজে চাকরি হারাবে না।

পিজিসিবি এর সংক্ষিপ্ত ইতিহাস:

★প্রতিষ্ঠাকাল: ২১ নভেম্বর, ১৯৯৬ সাল
★বর্তমান চেয়ারম্যান: ড. আবুল কালাম আজাদ

স্বাধীনতার পর দেশের সমগ্র বিদ্যুৎ Generation, Transmission, Distribution এর দায়িত্ব ছিল PDB এর উপর। ১৯৭৭ সালে REB ও ১৯৯২ সালে DESA গঠনের মধ্য দিয়ে PDB এর দায়িত্ব কিছুটা কমে। পরবর্তীতে Transmission ব্যাবস্থাকে PDB থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়। এই লক্ষে PGCB গঠিত হয়, যা বর্তমানে সমগ্র বাংলাদেশের বিদ্যুতের transmission ব্যাবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে।
Next Post Previous Post