আরপিসিএল - RPCL
আরপিসিএল এর পূর্ণরূপ : রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড
RPCL Full Meaning : Rural Power Company Limited
আরপিসিএল (RPCL) একটি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি, যা বাংলাদেশ সরকারের মালিকানায় পরিচালিত হয়। আরপিসিএল - RPCL এর সদর দপ্তর : ঢাকা, বাংলাদেশ।
আরপিসিএল এর অধীনস্থ/ অংশিদারিত্ব প্রতিষ্ঠান তালিকা:
- পল্লী বিদ্যুতায়ন বোর্ড
- ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১
- ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২
- ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩
- নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১
- চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১
- কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১
- সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১
- মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি
- নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১
আরপিসিএল প্রজেক্ট - RPCL Project
বর্তমানে আরপিসিএল এর অধীনে চারটি প্রজেক্ট চলমান রয়েছে (সর্বশেষ আপডেট: 29/09/2023)। যথা:
- ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র
- রাউজান ২৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট
- গাজীপুর ৫২ মেগাওয়াট ডুয়েল ফুয়েল পাওয়ার প্লান্ট
- গাজীপুর ১০৫ মেগাওয়াট এইচএফও ফায়ার্ড পাওয়ার প্লান্ট
আরপিসিএল এর অগ্রযাত্রা:
১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশের চলমান বিদ্যুৎ সংকট নিরসনের জন্য যাত্রা শুরু করে এই কম্পানিটি (পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে)। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নলন বোর্ড এবং আরো ৫টি পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে আরো ১২টি সমিতি এর সাথে যুক্ত হয়। বর্তমানে মোট ১৭টি সমিতি এবং বাপবিবোর্ড এর শেয়ারসমূহের মালিক।