বরবাদ মুভি হল লিস্ট - Borbaad Movie Hall List

বরবাদ হল লিস্ট

বাংলা সিনেমার কিং খান খ্যাত শাকিব খানের নতুন সিনেমা বরবাদ মুক্তি পাবে ৩১ মার্চ ২০২৫। ইতোমধ্যে ১০০ এর অধিক সিনেমা হলে বরবাদ মুভি মুক্তি পাওয়ার খবর পাওয়া গিয়েছে। নিচে হলগুলোর পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হয়েছে। তবে আরো কিছু ছোট হলের নাম যুক্ত হবে আগামীকাল। 

বরবাদ মুভি হল লিস্ট:

  1. স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার মিরপুর
  2. স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি
  3. স্টার সিনেপ্লেক্স, বিজয় সরণি, ঢাকা
  4. স্টার সিনেপ্লেক্স, মহাখালী, ঢাকা
  5. চিত্রমহল, ঢাকা
  6. স্টার সিনেপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা
  7. ব্লকবাস্টার সিনেমাস, যমুনা ফিউচার পার্ক
  8. আনন্দ, ঢাকা
  9. মধুমিতা, ঢাকা
  10. বিজিবি, ঢাকা
  11. সেনা অডিঃ, সেভার
  12. সিলভার স্ক্রিন, চট্টগ্রাম
  13. সেনা অডিঃ, ঢাকা
  14. মনিহার, যশোর
  15. গীত, ঢাকা
  16. স্টার সিনেপ্লেক্স, রাজশাহী
  17. মধুবন, বগুড়া
  18. রূপকথা, পাবনা
  19. লায়ন-জয় সিনেমাস, কেরানীগঞ্জ
  20. ময়মনসিংহ, ছায়াবানী
  21. শাপলা, রংপুর
  22. দরশন সিনেমা হল, ভৈরব
  23. স্টার সিনেপ্লেক্স, বালি আর্কেড চট্টগ্রাম
  24. চাঁদমহল, কাচপুর
  25. চন্দ্রিমা, শ্রীপুর
  26. মধুমিতা, মাগুরা
  27. নিউ গুলশান, জিঞ্জিরা
  28. মর্ডান, দিনাজপুর
  29. পান্নাহ, মুক্তারপুর
  30. রূপকথা, শেরপুর
  31. চিত্রালী, খুলনা
  32. নন্দিত, সিলেট
  33. নবীন, মানিকগঞ্জ
  34. অভিরুচি, বরিশাল
  35. ক্লিওপেট্রা, ধুনট
  36. চাঁদ, মুক্তাগা
  37. সংগীতা, সাতক্ষীরা
  38. শাপলা, শ্রীপুর
  39. ঢেকো, নেগেশোরি
  40. বনি, আলেকজান্ডার
  41. মল্লিকা, ধামুরহাট
  42. মনিকা শায়েস্তাগঞ্জ
  43. চলন্তিকা, ঘোপালদী
  44. সবুজ, চরফ্যাশন
  45. রাজমহল, চাপাই
  46. তাজ, নওগাঁ
  47. ঝংকার, বংশীগঞ্জ
  48. সিনেমা প্যালেস, চট্টগ্রাম
  49. পালকি চান্দিনা
  50. রোমা, জুমারবাড়ি
  51. ফাইভ স্টার, দেলোয়াবাড়ি
  52. সোনালী, টেকেরহাট
  53. রাজতিলোক, কাটাখালী
  54. চিত্রপুরী, আউলিয়ানগর
  55. তামান্না, সৈয়দপুর
  56. মল্লিকা, উল্লাপাড়া
  57. মমতা, মাধবদী
  58. মেহেরপুর টকিজ, মেহেরপুর
  59. প্রিয়া, ঝিনাইদহ
  60. আশা, মেলান্দো
  61. মৌচাক, ভাঙ্গুরা -আয়না, আক্কেলপুর
  62. সোনালী, ঘোড়াঘাট
  63. সোহাগ, ঘোড়াশাল
  64. ময়ূরী, বাঘাছড়া
  65. উর্বশী, ফুলবাড়ী
  66. রাগনিগন্ধ, সরাইগাসি
  67. আবোশর, বিরামপুর
  68. বনলতা, ফরিদপুর
  69. দেপাঞ্চোল, রাজীবপুর
  70. আলোচ্য, শরীয়তপুর
  71. মিলন, মাদারীপুর
  72. বৈশাখী, কালুখালী
  73. প্রিয়া, গৌরীপুর
  74. তাজ, গাইবান্ধা
  75. রূপসী, ভোলা
  76. আনন্দ, গুরুদাশপুর
  77. রাজ সিনেমা, কুলিয়ারচর
  78. নান্টুরাজ, চুয়াডাঙ্গা
  79. মনোশী, উলিপুর
  80. নিউ মেট্রো, নারায়ণগঞ্জ
  81. চান্দা, হাসনাবন্দ
  82. রাজিয়া, সদরপুর
  83. মনিহার, মাধবপুর কোম্পানিগঞ্জ
  84. পূর্ণিমা,
  85. পৃথিবী কমপ্লেক্স, জয়পুরহাট
  86. মাধবী, মধুপুর
  87. মোনামী, খোকসা
  88. তিতাস পটুয়াখালী
  89. গৌরী, সাহাজাদপুর
  90. সাধোনা, রাজবাড়ী
  91. চিত্রবানী গোপালগঞ্জ
  92. কথাচিত্র, কোটিয়াধি
  93. রাধানাথ, শ্রীমঙ্গল
  94. মোহন, হবিগঞ্জ
  95. রাজিয়া, নাগরপুর
  96. আলিম, মঠবাড়িয়া
  97. সোনালী, ইশরগং
  98. পলাশ, লাকসাম
  99. ঝুমুর, জয়দেবপুর
  100. মিতা, বাড়রগং
  101. ভিভি, সখিপুর
  102. ভাসানী অডিটোরিয়াম, সিরাজগঞ্জ
  103. ম্যাজিক মুভি থিয়েটার, দেববাড়ী
  104. লিপি, গলাচিপা
  105. অন্তরা, মাদারগঞ্জ
  106. লক্ষ্মী, শ্যামনগর
  107. ডি ভি, দেওয়ানগঞ্জ
সর্বশেষ তথ্য অনুসারে বরবাদ মুভি উপরোক্ত সিনেমা হলগুলোতে মুক্তি পাবে। পরবর্তীতে আরো নতুন হল যুক্ত হলে উপরোক্ত লিস্ট আপডেট করে দেওয়া হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement